সাইফুল আরিফ জুয়েল, নেত্রকোনা
নেত্রকোনায় গ্রাহকদের জন্য দেওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিনা মূল্যের প্রি-পেইড মিটার ৮-১০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে পিডিবির দাবি, মসজিদ-মন্দিরে ১৯০টি প্রি-পেইড মিটার বিনা মূল্যে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক বাসাবাড়িতে প্রি-পেইড মিটার বসানো হয়েছে। কোনো মিটারই ৮ হাজার টাকার কমে কেউ নিতে পারেননি। শহরের সাত-আটটি মসজিদ ও বেশ কয়েকটি মন্দিরে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে এ ধরনের কোনো মিটার দেওয়া হয়নি।
শহরের পারলা চল্লিশাকান্দা গ্রামের আব্দুস ছালাম বলেন, গত মাসে তাঁর বাসায় প্রি-পেইড মিটার বসিয়েছেন। এতে ৮ হাজার টাকা লেগেছে। পিডিবি অফিসে মিটারের আবেদন জমা দিয়েছেন। লাইনম্যানের কাছে ৮ হাজার টাকা দেওয়ার পর তিনি পিডিবির একটি প্রি-পেইড মিটার লাগিয়ে দিয়েছেন।
কাটলী গ্রামের বঙ্গবন্ধু মোড় এলাকার মাহবুব মিয়া বলেন, তাঁর দুই দোকানে দুটি প্রি-পেইড মিটার বসিয়েছেন। একটি সাড়ে ৯ হাজার এবং অপরটি সাড়ে ৮ হাজার টাকায়। এসব যে বিনা মূল্যের মিটার, তা তিনি জানতেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক নেত্রকোনা পিডিবির একজন কর্মী বলেন, গত বছরের শেষের দিকে এসব মিটার তাঁদের অফিসে আসে। দুই দফায় এ পর্যন্ত এক হাজার মিটার এসেছে। এগুলোর মধ্যে ৬৫০টি মিটার বিতরণ করা হয়েছে। মিটারপ্রতি ৮-১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। কর্মীরাই সেই টাকা নিয়ে নির্বাহী প্রকৌশলীকে দিচ্ছেন। যদিও নিয়ম অনুযায়ী এসব প্রি-পেইড মিটার মসজিদ-মন্দির ও গরিব মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা; কিন্তু এগুলো বিক্রি করা হচ্ছে ধনীদের কাছে।
নেত্রকোনা পিডিবির প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী বলেন, এসব মিটার বিনা মূল্যে দেওয়া হয়। প্রতি মাসে গ্রাহককে এর জন্য ৪০ টাকা চার্জ দিতে হবে। পরে টাকা নেওয়ার তথ্য-প্রমাণ উপস্থাপন করলে তিনি বলেন, ‘কেউ খুশি হয়ে টাকা দিলে তো কিছু করার থাকে না।’
নেত্রকোনায় গ্রাহকদের জন্য দেওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিনা মূল্যের প্রি-পেইড মিটার ৮-১০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে পিডিবির দাবি, মসজিদ-মন্দিরে ১৯০টি প্রি-পেইড মিটার বিনা মূল্যে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক বাসাবাড়িতে প্রি-পেইড মিটার বসানো হয়েছে। কোনো মিটারই ৮ হাজার টাকার কমে কেউ নিতে পারেননি। শহরের সাত-আটটি মসজিদ ও বেশ কয়েকটি মন্দিরে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে এ ধরনের কোনো মিটার দেওয়া হয়নি।
শহরের পারলা চল্লিশাকান্দা গ্রামের আব্দুস ছালাম বলেন, গত মাসে তাঁর বাসায় প্রি-পেইড মিটার বসিয়েছেন। এতে ৮ হাজার টাকা লেগেছে। পিডিবি অফিসে মিটারের আবেদন জমা দিয়েছেন। লাইনম্যানের কাছে ৮ হাজার টাকা দেওয়ার পর তিনি পিডিবির একটি প্রি-পেইড মিটার লাগিয়ে দিয়েছেন।
কাটলী গ্রামের বঙ্গবন্ধু মোড় এলাকার মাহবুব মিয়া বলেন, তাঁর দুই দোকানে দুটি প্রি-পেইড মিটার বসিয়েছেন। একটি সাড়ে ৯ হাজার এবং অপরটি সাড়ে ৮ হাজার টাকায়। এসব যে বিনা মূল্যের মিটার, তা তিনি জানতেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক নেত্রকোনা পিডিবির একজন কর্মী বলেন, গত বছরের শেষের দিকে এসব মিটার তাঁদের অফিসে আসে। দুই দফায় এ পর্যন্ত এক হাজার মিটার এসেছে। এগুলোর মধ্যে ৬৫০টি মিটার বিতরণ করা হয়েছে। মিটারপ্রতি ৮-১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। কর্মীরাই সেই টাকা নিয়ে নির্বাহী প্রকৌশলীকে দিচ্ছেন। যদিও নিয়ম অনুযায়ী এসব প্রি-পেইড মিটার মসজিদ-মন্দির ও গরিব মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা; কিন্তু এগুলো বিক্রি করা হচ্ছে ধনীদের কাছে।
নেত্রকোনা পিডিবির প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী বলেন, এসব মিটার বিনা মূল্যে দেওয়া হয়। প্রতি মাসে গ্রাহককে এর জন্য ৪০ টাকা চার্জ দিতে হবে। পরে টাকা নেওয়ার তথ্য-প্রমাণ উপস্থাপন করলে তিনি বলেন, ‘কেউ খুশি হয়ে টাকা দিলে তো কিছু করার থাকে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে