কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জে গোমতী নদীর বেড়িবাঁধ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে একটি চক্র। পরে সেখানে অবৈধভাবে ১০৫টি দোকানঘর নির্মাণ করেছে তারা। উচ্ছেদের শিকার ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের কেউ এসব দোকানঘর পাননি। এখন তাঁদের পথে বসার অবস্থা। বিপরীতে উচ্চমূল্যে দোকানঘরগুলো বিক্রি করে চক্রের সদস্যরা প্রায় ১৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগকারী ব্যবসায়ীরা বলেছেন, সরকার ১৯৯১ সালে কোম্পানীগঞ্জ বাজারে তাঁদের জমি হুকুমদখল করে বেড়িবাঁধ নির্মাণ করে। ব্যবসায়ীরা তখন বাঁধের একাংশে ব্যবসা চালিয়ে যান। ২০০৯ সালের মে মাসে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে উত্তরত্রিশ গ্রামের মো. মোস্তফাকে অস্থায়ী দোকানঘর স্থাপনের জন্য ৪৫ শতাংশ জমি ইজারা দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু পাউবোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের তৎকালীন পরিচালক আব্দুল মজিদ জমি বুঝিয়ে দিতে কালক্ষেপণ করেন। ২০২০ সালে জায়গা বুঝে পেতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে মো. মোস্তফা হাইকোর্টে রিট করেন। এটি নিষ্পত্তি না হতেই রিটের তথ্য গোপন করে প্রভাব খাটিয়ে একই স্থানে ২০২০ সালের অক্টোবরে ৬১ শতাংশ জমি ইজারা নেন ধামঘর ইউনিয়নের ভুবঘন গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। পরে ইজারার শর্ত ভেঙে স্থায়ী দোকানঘর তৈরি করেন। এরপর ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে ১০৫টি দোকান প্রায় ১৬ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি। এসব দোকানের প্রতিটির দাম ধরা হয় ১০ থেকে ১৫ লাখ টাকা।
ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে ফরিদ মিয়া, মো. মাসুক, মাছুম বিল্লাহ ও মো. সুমন বলেন, ৫০-৬০ বছর ধরে বংশপরম্পরায় এখানে ব্যবসা করে আসছেন তাঁরা। জায়গাটি সরকার তাঁদের পূর্বপুরুষদের কাছে থেকে অধিগ্রহণ করে। এখন একটি মহল তাঁদেরই বিতাড়িত করে পথে বসিয়েছে। বিষয়টি নজরে এলে গত ২২ ফেব্রুয়ারি স্থাপনা সরিয়ে নিতে নজরুল ইসলামকে নোটিশ দেয় পাউবো। কিন্তু এখনো স্থাপনা সরানো হয়নি।
রিটকারী মো. মোস্তফা বলেন, নজরুল ইসলাম ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরেছেন। তাঁরা এখন খেয়ে না খেয়ে আছেন। দ্রুত সময়ের মধ্যে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আগের ইজারা বহাল রাখতে হবে। আদালতে এখনো রিট আছে। এ অবস্থায় এখানে কেউ স্থাপনা তুলতে পারেন না।
এ বিষয়ে জমির বর্তমান ইজারাদার নজরুল ইসলাম বলেন, ‘জমিটি পাউবো থেকে আমি ইজারা নিয়েছি। আগে কার ছিল না ছিল, সেটা পাউবো জানে। আমার দেখার বিষয় না। তা ছাড়া জমিটিতে আমি অস্থায়ী স্থাপনাই নির্মাণ করেছি।’ দোকানঘর বিক্রির বিষয়ে নজরুল বলেন, এগুলো ব্যবসায়ীদের দেওয়া হয়েছে।
নজরুলের কাছে থেকে দোকানঘর কেনার কথা জানান স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা তফাজ্জল হোসেন। তফাজ্জল দোকান কিনেছেন ১৩ লাখ টাকায়। আরেক ব্যবসায়ী আরিফুর রহমান কিনেছেন ১০ লাখে। এই দুই ব্যবসায়ী বলেন, তাঁরা ৩০০ টাকার স্টাম্পের মাধ্যমে দোকান কিনেছেন।
কুমিল্লা পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, পাউবো কাউকে স্থায়ী ইজারা বা স্থায়ী স্থাপনা নির্মাণের অনুমোদন দেয় না। একসনা (বার্ষিক) ইজারা দেয়। নজরুল ইসলামকে এ বিষয়ে চিঠি দিলে জবাবে তিনি অস্থায়ী স্থাপনা নির্মাণের দাবি করেছেন। সব বিষয়ই ঢাকায় জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে ব্যবস্থা নেওয়া হবে।
দোকান বিক্রির বিষয়ে ওয়ালিউজ্জামান বলেন, ‘দোকানঘর কেনাবেচার বিষয়টি আমাদের জানা নেই। মেয়াদ শেষ হলে যেকোনো সময় আমাদের জমি আমরা নিয়ে নেব। সরকারি জমির ওপর নির্মিত দোকানঘর যাঁরা কিনবেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।’
কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জে গোমতী নদীর বেড়িবাঁধ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে একটি চক্র। পরে সেখানে অবৈধভাবে ১০৫টি দোকানঘর নির্মাণ করেছে তারা। উচ্ছেদের শিকার ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের কেউ এসব দোকানঘর পাননি। এখন তাঁদের পথে বসার অবস্থা। বিপরীতে উচ্চমূল্যে দোকানঘরগুলো বিক্রি করে চক্রের সদস্যরা প্রায় ১৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগকারী ব্যবসায়ীরা বলেছেন, সরকার ১৯৯১ সালে কোম্পানীগঞ্জ বাজারে তাঁদের জমি হুকুমদখল করে বেড়িবাঁধ নির্মাণ করে। ব্যবসায়ীরা তখন বাঁধের একাংশে ব্যবসা চালিয়ে যান। ২০০৯ সালের মে মাসে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে উত্তরত্রিশ গ্রামের মো. মোস্তফাকে অস্থায়ী দোকানঘর স্থাপনের জন্য ৪৫ শতাংশ জমি ইজারা দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু পাউবোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের তৎকালীন পরিচালক আব্দুল মজিদ জমি বুঝিয়ে দিতে কালক্ষেপণ করেন। ২০২০ সালে জায়গা বুঝে পেতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে মো. মোস্তফা হাইকোর্টে রিট করেন। এটি নিষ্পত্তি না হতেই রিটের তথ্য গোপন করে প্রভাব খাটিয়ে একই স্থানে ২০২০ সালের অক্টোবরে ৬১ শতাংশ জমি ইজারা নেন ধামঘর ইউনিয়নের ভুবঘন গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। পরে ইজারার শর্ত ভেঙে স্থায়ী দোকানঘর তৈরি করেন। এরপর ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে ১০৫টি দোকান প্রায় ১৬ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি। এসব দোকানের প্রতিটির দাম ধরা হয় ১০ থেকে ১৫ লাখ টাকা।
ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে ফরিদ মিয়া, মো. মাসুক, মাছুম বিল্লাহ ও মো. সুমন বলেন, ৫০-৬০ বছর ধরে বংশপরম্পরায় এখানে ব্যবসা করে আসছেন তাঁরা। জায়গাটি সরকার তাঁদের পূর্বপুরুষদের কাছে থেকে অধিগ্রহণ করে। এখন একটি মহল তাঁদেরই বিতাড়িত করে পথে বসিয়েছে। বিষয়টি নজরে এলে গত ২২ ফেব্রুয়ারি স্থাপনা সরিয়ে নিতে নজরুল ইসলামকে নোটিশ দেয় পাউবো। কিন্তু এখনো স্থাপনা সরানো হয়নি।
রিটকারী মো. মোস্তফা বলেন, নজরুল ইসলাম ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মেরেছেন। তাঁরা এখন খেয়ে না খেয়ে আছেন। দ্রুত সময়ের মধ্যে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আগের ইজারা বহাল রাখতে হবে। আদালতে এখনো রিট আছে। এ অবস্থায় এখানে কেউ স্থাপনা তুলতে পারেন না।
এ বিষয়ে জমির বর্তমান ইজারাদার নজরুল ইসলাম বলেন, ‘জমিটি পাউবো থেকে আমি ইজারা নিয়েছি। আগে কার ছিল না ছিল, সেটা পাউবো জানে। আমার দেখার বিষয় না। তা ছাড়া জমিটিতে আমি অস্থায়ী স্থাপনাই নির্মাণ করেছি।’ দোকানঘর বিক্রির বিষয়ে নজরুল বলেন, এগুলো ব্যবসায়ীদের দেওয়া হয়েছে।
নজরুলের কাছে থেকে দোকানঘর কেনার কথা জানান স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা তফাজ্জল হোসেন। তফাজ্জল দোকান কিনেছেন ১৩ লাখ টাকায়। আরেক ব্যবসায়ী আরিফুর রহমান কিনেছেন ১০ লাখে। এই দুই ব্যবসায়ী বলেন, তাঁরা ৩০০ টাকার স্টাম্পের মাধ্যমে দোকান কিনেছেন।
কুমিল্লা পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, পাউবো কাউকে স্থায়ী ইজারা বা স্থায়ী স্থাপনা নির্মাণের অনুমোদন দেয় না। একসনা (বার্ষিক) ইজারা দেয়। নজরুল ইসলামকে এ বিষয়ে চিঠি দিলে জবাবে তিনি অস্থায়ী স্থাপনা নির্মাণের দাবি করেছেন। সব বিষয়ই ঢাকায় জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে ব্যবস্থা নেওয়া হবে।
দোকান বিক্রির বিষয়ে ওয়ালিউজ্জামান বলেন, ‘দোকানঘর কেনাবেচার বিষয়টি আমাদের জানা নেই। মেয়াদ শেষ হলে যেকোনো সময় আমাদের জমি আমরা নিয়ে নেব। সরকারি জমির ওপর নির্মিত দোকানঘর যাঁরা কিনবেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে