প্রতিযোগিতার বাজারে টিকে থাকার কৌশলে গুরুত্ব

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৬
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪

প্রান্তিক জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন করার জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানা গেছে, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী ওরিয়েন্টেশন ও তিন দিন ব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সকালে এসব কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে ওরিয়েন্টেশনটি একদিনের এবং সফট স্কিল প্রশিক্ষণটি তিন দিন চলবে। এ সব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কামার-কুমার, নাপিত ও বাঁশ-বেত প্রস্তুতকারী পেশার লোকজন এতে অংশ নেন। ওরিয়েন্টেশনে ২০ জন ও তিন দিন ব্যাপী প্রশিক্ষণে ২০ জন প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন অংশ নেন।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ‘আমাদের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হলো প্রান্তিক মানুষের সক্ষমতা বৃদ্ধি করা এবং আধুনিক বাজার ব্যবস্থায় ব্যবসা যেন লাভজনকভাবে পরিচালনা করতে পারেন সে বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

এস আলম সংশ্লিষ্টতা: ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে বাংলাদেশ-চীনের জায়গা দখলের আশা ভারতের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত