সম্পাদকীয়
আমাদের দেশে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত রেলযাত্রা এখন আর মানুষের কাছে নিরাপদ নয়। বাস-ট্রাকের পাশাপাশি রেলেও নাশকতা চালানো হচ্ছে। মনে হচ্ছে, রেলই এখন নাশকতাকারীদের বড় লক্ষ্যে পরিণত হয়েছে। আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদসূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর শহীদনগর-বারইপটল স্টেশন এলাকায় রোববার গভীর রাতে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে ফেনীতে একই দিনে দুপুর ১২টার দিকে রেললাইনের ১২টি ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করার সময় তিনজনকে ধাওয়া করেন আনসার সদস্যরা। যদিও কাউকে আটক করতে পারেননি তাঁরা।
এর আগে ১৯ ডিসেম্বর ভোরে বিমানবন্দর স্টেশনে থামা একটি ট্রেনে নাশকতাকারীরা আগুন লাগালে শিশুসহ চারজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
একের পর এক আগুনের ঘটনা ঘটার পরও কেন ট্রেনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদিও ২০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় রেলপথগুলোয় সাড়ে আট হাজার আনসার সদস্য মোতায়েন করার কথা বলা হয়েছে। পাশাপাশি সারা দেশের সব স্টেশন, রেলপথ এবং ট্রেনের গুরুত্বপূর্ণ বগিগুলোয় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগের কথা জানা গেছে। কিন্তু তারপরও কেন রেলপথে নাশকতা বন্ধ করা যাচ্ছে না?
একের পর এক ট্রেনে নাশকতার ঘটনা ঘটছে, কিন্তু এদিকে সরকারের কোনো জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না। এর আগের ঘটনায় সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে দায়ী করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। সেই সঙ্গে তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিল। সরকার ও বিরোধী দলের পারস্পরিক দোষারোপের মধ্যে প্রকৃত সত্যকে আড়াল করা যাবে না। নাশকতা করে, সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করে সরকারের বিরোধিতা করা, কিংবা নাশকতা করে বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া গণতন্ত্রের চর্চা হতে পারে না। আর যেকোনো ঘটনায় তথ্যপ্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করা অসুস্থ রাজনীতিরই পরিচয়। অপর দিকে বিরোধী দল দাবি আদায়ে যে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছে, সেসব ঘিরে যাতে কেউ নাশকতামূলক কাজ না করতে পারে, সেই সব বিষয়েও তাদের সর্বোচ্চ সজাগ থাকা জরুরি।
যারা ট্রেন-বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ দেশের সম্পদ ধ্বংস করে, তারা দেশ ও জনগণের শত্রু। কোনো পক্ষেরই উচিত হবে না রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং নিজের উদ্দেশ্য হাসিল করতে এ ধরনের অপরাধমূলক কাজ করা।
যেকোনো ঘটনায় মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে কোনো ব্যর্থতাই মেনে নেওয়া যায় না। সে জন্য যেভাবেই হোক, নাশকতাকারীদের গ্রেপ্তার করতে হবে। ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষকে যেন রাজনৈতিক সংকটের বলি হতে না হয়, সে বিষয়টিও খেয়াল রাখা জরুরি।
আমাদের দেশে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত রেলযাত্রা এখন আর মানুষের কাছে নিরাপদ নয়। বাস-ট্রাকের পাশাপাশি রেলেও নাশকতা চালানো হচ্ছে। মনে হচ্ছে, রেলই এখন নাশকতাকারীদের বড় লক্ষ্যে পরিণত হয়েছে। আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদসূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর শহীদনগর-বারইপটল স্টেশন এলাকায় রোববার গভীর রাতে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে ফেনীতে একই দিনে দুপুর ১২টার দিকে রেললাইনের ১২টি ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করার সময় তিনজনকে ধাওয়া করেন আনসার সদস্যরা। যদিও কাউকে আটক করতে পারেননি তাঁরা।
এর আগে ১৯ ডিসেম্বর ভোরে বিমানবন্দর স্টেশনে থামা একটি ট্রেনে নাশকতাকারীরা আগুন লাগালে শিশুসহ চারজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
একের পর এক আগুনের ঘটনা ঘটার পরও কেন ট্রেনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদিও ২০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় রেলপথগুলোয় সাড়ে আট হাজার আনসার সদস্য মোতায়েন করার কথা বলা হয়েছে। পাশাপাশি সারা দেশের সব স্টেশন, রেলপথ এবং ট্রেনের গুরুত্বপূর্ণ বগিগুলোয় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগের কথা জানা গেছে। কিন্তু তারপরও কেন রেলপথে নাশকতা বন্ধ করা যাচ্ছে না?
একের পর এক ট্রেনে নাশকতার ঘটনা ঘটছে, কিন্তু এদিকে সরকারের কোনো জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না। এর আগের ঘটনায় সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে দায়ী করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। সেই সঙ্গে তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিল। সরকার ও বিরোধী দলের পারস্পরিক দোষারোপের মধ্যে প্রকৃত সত্যকে আড়াল করা যাবে না। নাশকতা করে, সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করে সরকারের বিরোধিতা করা, কিংবা নাশকতা করে বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া গণতন্ত্রের চর্চা হতে পারে না। আর যেকোনো ঘটনায় তথ্যপ্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করা অসুস্থ রাজনীতিরই পরিচয়। অপর দিকে বিরোধী দল দাবি আদায়ে যে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছে, সেসব ঘিরে যাতে কেউ নাশকতামূলক কাজ না করতে পারে, সেই সব বিষয়েও তাদের সর্বোচ্চ সজাগ থাকা জরুরি।
যারা ট্রেন-বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ দেশের সম্পদ ধ্বংস করে, তারা দেশ ও জনগণের শত্রু। কোনো পক্ষেরই উচিত হবে না রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং নিজের উদ্দেশ্য হাসিল করতে এ ধরনের অপরাধমূলক কাজ করা।
যেকোনো ঘটনায় মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে কোনো ব্যর্থতাই মেনে নেওয়া যায় না। সে জন্য যেভাবেই হোক, নাশকতাকারীদের গ্রেপ্তার করতে হবে। ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষকে যেন রাজনৈতিক সংকটের বলি হতে না হয়, সে বিষয়টিও খেয়াল রাখা জরুরি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে