সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০৮: ৪০

তৃতীয় ধাপে দেশের বিভিন্ন স্থানের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তফসিল ঘোষণা পর থেকে ফেনীর দাগনভূঞায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে। মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় অনেক নেতার দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

নতুন তফসিলে এই উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি দুটির (সদর ও রামনগর ইউনিয়ন) মেয়াদ আরও তিন বছর বাকি রয়েছে। ভোট হতে যাওয়া ছয় ইউনিয়নের মধ্যে রয়েছে ১ নম্বর সিন্দুরপুর ইউনিয়ন, ২ নম্বর রাজাপুর ইউনিয়ন, ৩ নম্বর পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন, ৫ নম্বর রামপুর ইউনিয়ন, ৭ নম্বর মাতুভূঞা ইউনিয়ন ও ৮ নম্বর জায়লস্কর ইউনিয়ন।

জানা গেছে, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। ফলে মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের তৎপরতাই বেশি দেখা যাচ্ছে। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ছাড়াও সাবেক চেয়ারম্যান ও নতুন অনেক নেতা দলীয় মনোনয়ন কামনা করছেন।

সিন্দুরপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান নূরনবী ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি হাজী খোকন, যুবলীগ নেতা মোহাম্মদ আজাদ মনোনয়নের দৌড়ে রয়েছেন। এ ছাড়া রাজাপুরে বর্তমান চেয়ারম্যান কাশেদুল হক বাবর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী।

পূর্ব চন্দ্রপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাসুদ রায়হানের পাশাপাশি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তপন, যুবলীগ নেতা রেজাউল করিম পলাশ নৌকা পেতে তৎপরতা চালাচ্ছেন। এ ছাড়া ইয়াকুবপুরে বর্তমান চেয়ারম্যান আবুল বুলবুল ও আওয়ামী লীগ নেতা নূর চাপা পলাশ নির্বাচন করতে আগ্রহী। মাতুভূঞা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের পাশাপাশি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক জগলু, আওয়ামী লীগ নেতা গোলাম বেলাল, মোহাম্মদ আলমগীর, ব্যবসায়ী বালাকাত উল্লা মিলন, মিজান মেম্বার মনোনয়ন চাইছেন। আর জায়লস্কর ইউপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য সালে আহম্মদ।

একাধিক তৃণমূল নেতার অভিযোগ, উপজেলার বেশ কয়েকটি ইউপির বর্তমান চেয়ারম্যান নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত। এবার যেন তাঁদের কোনোভাবে মনোনয়ন দেওয়া না হয়—সেই প্রত্যাশা করছেন তাঁরা।

দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল কবির রতন বলেন, তফসিল ঘোষণার পর তৃণমূল ভোটাভুটির মাধ্যমে কেন্দ্রে প্রার্থীদের নাম পাঠানো হবে। সেখান থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত