স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হবে প্রশাসন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০৭: ১৬

কুমিল্লায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের হারে জেলা প্রশাসন উদ্বিগ্ন। এ অবস্থায় সরকারের জারি করা বিধিনিষেধ পালনে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তাতেও মাস্ক না পড়ে বাইরে বের হচ্ছেন মানুষ। তাই সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রচারের পাশাপাশি আগামীকাল শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি পালনের বিকল্প নেই। এ নিয়ে উপজেলা ও নগরীতে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকে অভিযানে শিথিলতা থাকবে না। প্রচারের পাশাপাশি কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, শাসনগাছা বাদশা মিয়ার বাজার, টমছমব্রীজ, জাঙ্গালিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এসব এলাকায় মাস্ক না পড়েই চলাফেরা করছেন বেশির ভাগ মানুষ। নিরাপদ শারীরিক দূরত্ব মানছেন না কেউ-ই। যে যার মত চলাফেরা করছেন। এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে, দেশে করোনা মহামারির আরেকটি ঢেউ শুরু হয়ে গেছে।

জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘এখনোও মানুষ উদাসীন। কুমিল্লায় আক্রান্তদের মধ্যে ডেল্টা নাকি ওমিক্রনের সংক্রমণ বেশি সেটা বলা যাচ্ছে না। তবে ডেল্টা হলে পরিস্থিতি আশঙ্কাজনক হবে। কুমিল্লার নিকট এলাকা রাজধানী ঢাকায় ওমিক্রনের সংক্রমণ বেশি হওয়ায় কুমিল্লাতেও ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে। মানুষ সচেতন না হলে সংক্রমণ বাড়তেই থাকবে।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, ‘এখনো হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় যেহেতু সংক্রমণ হার বেশি সে ক্ষেত্রে উদাসীনতার কোনো সুযোগ নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত