কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের হারে জেলা প্রশাসন উদ্বিগ্ন। এ অবস্থায় সরকারের জারি করা বিধিনিষেধ পালনে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তাতেও মাস্ক না পড়ে বাইরে বের হচ্ছেন মানুষ। তাই সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রচারের পাশাপাশি আগামীকাল শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি পালনের বিকল্প নেই। এ নিয়ে উপজেলা ও নগরীতে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকে অভিযানে শিথিলতা থাকবে না। প্রচারের পাশাপাশি কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, শাসনগাছা বাদশা মিয়ার বাজার, টমছমব্রীজ, জাঙ্গালিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এসব এলাকায় মাস্ক না পড়েই চলাফেরা করছেন বেশির ভাগ মানুষ। নিরাপদ শারীরিক দূরত্ব মানছেন না কেউ-ই। যে যার মত চলাফেরা করছেন। এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে, দেশে করোনা মহামারির আরেকটি ঢেউ শুরু হয়ে গেছে।
জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘এখনোও মানুষ উদাসীন। কুমিল্লায় আক্রান্তদের মধ্যে ডেল্টা নাকি ওমিক্রনের সংক্রমণ বেশি সেটা বলা যাচ্ছে না। তবে ডেল্টা হলে পরিস্থিতি আশঙ্কাজনক হবে। কুমিল্লার নিকট এলাকা রাজধানী ঢাকায় ওমিক্রনের সংক্রমণ বেশি হওয়ায় কুমিল্লাতেও ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে। মানুষ সচেতন না হলে সংক্রমণ বাড়তেই থাকবে।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, ‘এখনো হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় যেহেতু সংক্রমণ হার বেশি সে ক্ষেত্রে উদাসীনতার কোনো সুযোগ নেই।’
কুমিল্লায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণের হারে জেলা প্রশাসন উদ্বিগ্ন। এ অবস্থায় সরকারের জারি করা বিধিনিষেধ পালনে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তাতেও মাস্ক না পড়ে বাইরে বের হচ্ছেন মানুষ। তাই সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রচারের পাশাপাশি আগামীকাল শনিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি পালনের বিকল্প নেই। এ নিয়ে উপজেলা ও নগরীতে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল শনিবার থেকে অভিযানে শিথিলতা থাকবে না। প্রচারের পাশাপাশি কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, শাসনগাছা বাদশা মিয়ার বাজার, টমছমব্রীজ, জাঙ্গালিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এসব এলাকায় মাস্ক না পড়েই চলাফেরা করছেন বেশির ভাগ মানুষ। নিরাপদ শারীরিক দূরত্ব মানছেন না কেউ-ই। যে যার মত চলাফেরা করছেন। এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে, দেশে করোনা মহামারির আরেকটি ঢেউ শুরু হয়ে গেছে।
জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘এখনোও মানুষ উদাসীন। কুমিল্লায় আক্রান্তদের মধ্যে ডেল্টা নাকি ওমিক্রনের সংক্রমণ বেশি সেটা বলা যাচ্ছে না। তবে ডেল্টা হলে পরিস্থিতি আশঙ্কাজনক হবে। কুমিল্লার নিকট এলাকা রাজধানী ঢাকায় ওমিক্রনের সংক্রমণ বেশি হওয়ায় কুমিল্লাতেও ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে। মানুষ সচেতন না হলে সংক্রমণ বাড়তেই থাকবে।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, ‘এখনো হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় যেহেতু সংক্রমণ হার বেশি সে ক্ষেত্রে উদাসীনতার কোনো সুযোগ নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে