চারঘাট প্রতিনিধি
মাঠে মাঠে পাকতে শুরু করেছে বোরো ধান। এমন সময় ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চলছে ঝোড়ো বাতাস ও মৃদু বৃষ্টি। এতে ধানগাছ হেলে পড়েছে খেতে। কোনো কোনো নিচু খেতের ধান এখনো পানিতে। সেই ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন চারঘাটের কৃষক।
প্রাকৃতিক দুর্যোগ না হলে মণপ্রতি ধান কাটা যেত ৭-৮ কেজি ধান মজুরি দরে। এখন সেই ধান কাটাতে হচ্ছে ১০-১১ কেজি মজুরি দিয়ে। তাই এবার ধানে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় চলতি ২০২১-২২ মৌসুমে এবার ২ হাজার ৬০০ বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়েছে। গতবারের চেয়ে আবাদও বেশ ভালো হয়েছিল। কিন্তু এরই মধ্যে গত ৯ মে রাত থেকে শুরু হয় ঝোড়ো বাতাস ও বৃষ্টি। এতে অধিকাংশ বোরোখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, অধিকাংশ খেতের ধানগাছ হেলে পড়ে আছে। আবার কোনো কোনো খেতে এখনো পানি আছে।
উপজেলার শলুয়া গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, ‘ধান চাষে সার ও সেচের খরচ বেড়েছে। বর্গা নেওয়া জমিতে ধান চাষ করেছি। এ অবস্থায় মণে ১০ কেজি দরে মজুরি দিয়ে ধান কাটাতে হচ্ছে। এই ধানে খরচের টাকাও উঠবে না। লোকসান গুনতে হবে।’
উপজেলার নিমপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, ‘আমার তিন বিঘা জমিতে আগাম জাতের বোরো চাষ করেছি। গত কয়েক দিনের ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে পাকা ধানগাছ জমিতে হেলে পড়ছে। মণপ্রতি ১১ কেজি দরে শ্রমিক দিয়ে কেটে নিচ্ছি।’
এদিকে শ্রমিকেরা বলছেন, ধানগাছ হেলে ও পানিতে থাকায় কাটা-মাড়াইয়ে অতিরিক্ত সময় লাগছে। এখন দেড় বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে যে সময় লাগছে, সে সময়ে তিন বিঘার ধান ঘরে তোলা সম্ভব ছিল। তাই বেশি মজুরিতে ধান কেটেও লাভ হচ্ছে না তাঁদের।
নিমপাড়া ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের ধান কাটা শ্রমিক দলের সরদার খাইরুল ইসলাম বলেন, ‘জমির ধান হেলে পড়ায় এবং খেতে পানি জমে থাকার কারণে স্বাভাবিকভাবে ধান কাটা যাচ্ছে না। তাই মণপ্রতি ১০ কেজি দরে ধান কেটেও লাভ হচ্ছে না। তবুও কৃষকের লোকসানের কথা চিন্তা করে ধান কাটতে হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, এ পর্যন্ত কী পরিমাণ আগাম জাতের বোরো ধান কাটা ও মাড়াই হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি। আগামী দু-তিন দিনের মধ্যেই তা নির্ধারণ করা হবে। তবে হেলে পড়ায় ধান ঘরে তুলতে কৃষকদের বেগ পেতে হচ্ছে। তারপরও ধান ঠিকমতো ঘরে তুলতে পারলে কৃষকেরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মাঠে মাঠে পাকতে শুরু করেছে বোরো ধান। এমন সময় ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চলছে ঝোড়ো বাতাস ও মৃদু বৃষ্টি। এতে ধানগাছ হেলে পড়েছে খেতে। কোনো কোনো নিচু খেতের ধান এখনো পানিতে। সেই ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন চারঘাটের কৃষক।
প্রাকৃতিক দুর্যোগ না হলে মণপ্রতি ধান কাটা যেত ৭-৮ কেজি ধান মজুরি দরে। এখন সেই ধান কাটাতে হচ্ছে ১০-১১ কেজি মজুরি দিয়ে। তাই এবার ধানে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় চলতি ২০২১-২২ মৌসুমে এবার ২ হাজার ৬০০ বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়েছে। গতবারের চেয়ে আবাদও বেশ ভালো হয়েছিল। কিন্তু এরই মধ্যে গত ৯ মে রাত থেকে শুরু হয় ঝোড়ো বাতাস ও বৃষ্টি। এতে অধিকাংশ বোরোখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, অধিকাংশ খেতের ধানগাছ হেলে পড়ে আছে। আবার কোনো কোনো খেতে এখনো পানি আছে।
উপজেলার শলুয়া গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, ‘ধান চাষে সার ও সেচের খরচ বেড়েছে। বর্গা নেওয়া জমিতে ধান চাষ করেছি। এ অবস্থায় মণে ১০ কেজি দরে মজুরি দিয়ে ধান কাটাতে হচ্ছে। এই ধানে খরচের টাকাও উঠবে না। লোকসান গুনতে হবে।’
উপজেলার নিমপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, ‘আমার তিন বিঘা জমিতে আগাম জাতের বোরো চাষ করেছি। গত কয়েক দিনের ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে পাকা ধানগাছ জমিতে হেলে পড়ছে। মণপ্রতি ১১ কেজি দরে শ্রমিক দিয়ে কেটে নিচ্ছি।’
এদিকে শ্রমিকেরা বলছেন, ধানগাছ হেলে ও পানিতে থাকায় কাটা-মাড়াইয়ে অতিরিক্ত সময় লাগছে। এখন দেড় বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে যে সময় লাগছে, সে সময়ে তিন বিঘার ধান ঘরে তোলা সম্ভব ছিল। তাই বেশি মজুরিতে ধান কেটেও লাভ হচ্ছে না তাঁদের।
নিমপাড়া ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের ধান কাটা শ্রমিক দলের সরদার খাইরুল ইসলাম বলেন, ‘জমির ধান হেলে পড়ায় এবং খেতে পানি জমে থাকার কারণে স্বাভাবিকভাবে ধান কাটা যাচ্ছে না। তাই মণপ্রতি ১০ কেজি দরে ধান কেটেও লাভ হচ্ছে না। তবুও কৃষকের লোকসানের কথা চিন্তা করে ধান কাটতে হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, এ পর্যন্ত কী পরিমাণ আগাম জাতের বোরো ধান কাটা ও মাড়াই হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি। আগামী দু-তিন দিনের মধ্যেই তা নির্ধারণ করা হবে। তবে হেলে পড়ায় ধান ঘরে তুলতে কৃষকদের বেগ পেতে হচ্ছে। তারপরও ধান ঠিকমতো ঘরে তুলতে পারলে কৃষকেরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে