সানজিদা সামরিন, ঢাকা
আকাশ ফেটে মাঝেমধ্যে বৃষ্টি নামলেও গরম কিন্তু রেহাই দিচ্ছে না। এরপর আসছে ঈদুল আজহা। এই ঈদে রান্নাঘরের কাজটা একটু বেশিই থাকে। আর তাই কাপড় সুতির হলে মিলবে আরাম। খেয়াল করলে দেখা যায়, ঘরে পরার জন্য় হোক বা অনুষ্ঠানে ইদানীং তাঁতের শাড়ি কিন্তু দারুণ প্রাধান্য় পাচ্ছে। এ ছাড়া তাঁতের শাড়ি কর্মজীবী নারীরা রোজ অফিসে পরার জন্য়ও রাখছেন পছন্দের তালিকায়।
পরিধানকারীর আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ডিজাইনাররাও হ্যান্ডলুম বা তাঁতের শাড়ির ওপর বিভিন্ন ধরনের ভ্য়ালু অ্যাড করছেন। গরমে চোখের আরামের জন্য কাপড়ের রং বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছেন তাঁরা।
ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদ আত্তি দুজনের উদ্যোগে গড়ে ওঠে ‘খুঁত’। এটি মূলত তাঁতের শাড়ির জন্য জনপ্রিয়। প্রথমে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রির কাজ শুরু করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট হয়।
হ্যান্ডলুমের শাড়ির নকশা নিয়ে কথা হয়েছিল খুঁতের দুই ডিজাইনার ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদের সঙ্গে। তাঁরা জানান, সাধারণত তাঁতের শাড়ির ওপর ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতে সেলাই ও প্যাচওয়ার্ক করা হয়। এসব শাড়ির ক্রেতা কারা? এই প্রসঙ্গে তাঁরা জানান, যখন প্রথম কাজ শুরু করেন, তখন সেভাবে কোনো ধারণা নিয়ে এগোননি যে কারা এগুলো কিনবেন। পরবর্তী সময়ে দেখা গেছে খুঁতের শাড়ির টার্গেট কাস্টমার আসলে ধরাবাঁধা নয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও যেমন তাদের শাড়ি কিনছেন তেমনি কর্মজীবী নারী ও তরুণীরাও কিনছেন। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ নারীরাও তাঁতের শাড়ির অনেক বেশি কদর করছেন।
ফারহানা হামিদ আত্তি বলেন, ‘আমার মনে হয়, আমাদের দেশের আবহাওয়ার কারণেই এ ধরনের শাড়ি পরে আরাম পাওয়া যায় ও সহজে পরে ফেলা যায়। তাই চাহিদাও বেশি।’
খুঁতে ১ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের শাড়িও পাওয়া যায়। ফলে কাস্টমার রেঞ্জও ভিন্ন। শাড়ি ছাড়াও প্যাচওয়ার্কের স্কার্ট, টপস, প্যান্ট, সালোয়ার, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি ইত্য়াদিও তৈরি করছে খুঁত।
পোশাকের ফেসবুক পেজ ‘কইন্যা’র স্বত্বাধিকারী বাঁধন মাহমুদ বলেন, ‘প্লেইন হ্যান্ডলুম শাড়ির ওপর ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্ট করছি আমরা। এ ছাড়া বিভিন্ন রঙের কম্বিনেশনের পাড়ের শাড়ি নিয়ে কাজ চলছে। একরঙা তাঁতের শাড়ি, যার আঁচলটা হয়তো অন্য় রঙের বা আঁচল আর কুচি একই রঙের আর জমিন আলাদা রঙের এমন শাড়ির ওপর আমরা ভ্যালু অ্যাড করি। যেমন, একরঙা শাড়ির ওপর মেরিলিন মনরো, যামিনী রায়, সত্য়জিৎ রায়সহ অন্য়ান্য় মোটিফে শাড়ি করেছি আমরা। সব সময়ই নতুন কিছু যোগ হচ্ছে।’
আকাশ ফেটে মাঝেমধ্যে বৃষ্টি নামলেও গরম কিন্তু রেহাই দিচ্ছে না। এরপর আসছে ঈদুল আজহা। এই ঈদে রান্নাঘরের কাজটা একটু বেশিই থাকে। আর তাই কাপড় সুতির হলে মিলবে আরাম। খেয়াল করলে দেখা যায়, ঘরে পরার জন্য় হোক বা অনুষ্ঠানে ইদানীং তাঁতের শাড়ি কিন্তু দারুণ প্রাধান্য় পাচ্ছে। এ ছাড়া তাঁতের শাড়ি কর্মজীবী নারীরা রোজ অফিসে পরার জন্য়ও রাখছেন পছন্দের তালিকায়।
পরিধানকারীর আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ডিজাইনাররাও হ্যান্ডলুম বা তাঁতের শাড়ির ওপর বিভিন্ন ধরনের ভ্য়ালু অ্যাড করছেন। গরমে চোখের আরামের জন্য কাপড়ের রং বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্ব দিয়েছেন তাঁরা।
ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদ আত্তি দুজনের উদ্যোগে গড়ে ওঠে ‘খুঁত’। এটি মূলত তাঁতের শাড়ির জন্য জনপ্রিয়। প্রথমে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রির কাজ শুরু করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট হয়।
হ্যান্ডলুমের শাড়ির নকশা নিয়ে কথা হয়েছিল খুঁতের দুই ডিজাইনার ঊর্মিলা শুক্লা ও ফারহানা হামিদের সঙ্গে। তাঁরা জানান, সাধারণত তাঁতের শাড়ির ওপর ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতে সেলাই ও প্যাচওয়ার্ক করা হয়। এসব শাড়ির ক্রেতা কারা? এই প্রসঙ্গে তাঁরা জানান, যখন প্রথম কাজ শুরু করেন, তখন সেভাবে কোনো ধারণা নিয়ে এগোননি যে কারা এগুলো কিনবেন। পরবর্তী সময়ে দেখা গেছে খুঁতের শাড়ির টার্গেট কাস্টমার আসলে ধরাবাঁধা নয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও যেমন তাদের শাড়ি কিনছেন তেমনি কর্মজীবী নারী ও তরুণীরাও কিনছেন। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ নারীরাও তাঁতের শাড়ির অনেক বেশি কদর করছেন।
ফারহানা হামিদ আত্তি বলেন, ‘আমার মনে হয়, আমাদের দেশের আবহাওয়ার কারণেই এ ধরনের শাড়ি পরে আরাম পাওয়া যায় ও সহজে পরে ফেলা যায়। তাই চাহিদাও বেশি।’
খুঁতে ১ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা দামের শাড়িও পাওয়া যায়। ফলে কাস্টমার রেঞ্জও ভিন্ন। শাড়ি ছাড়াও প্যাচওয়ার্কের স্কার্ট, টপস, প্যান্ট, সালোয়ার, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি ইত্য়াদিও তৈরি করছে খুঁত।
পোশাকের ফেসবুক পেজ ‘কইন্যা’র স্বত্বাধিকারী বাঁধন মাহমুদ বলেন, ‘প্লেইন হ্যান্ডলুম শাড়ির ওপর ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্ট করছি আমরা। এ ছাড়া বিভিন্ন রঙের কম্বিনেশনের পাড়ের শাড়ি নিয়ে কাজ চলছে। একরঙা তাঁতের শাড়ি, যার আঁচলটা হয়তো অন্য় রঙের বা আঁচল আর কুচি একই রঙের আর জমিন আলাদা রঙের এমন শাড়ির ওপর আমরা ভ্যালু অ্যাড করি। যেমন, একরঙা শাড়ির ওপর মেরিলিন মনরো, যামিনী রায়, সত্য়জিৎ রায়সহ অন্য়ান্য় মোটিফে শাড়ি করেছি আমরা। সব সময়ই নতুন কিছু যোগ হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে