প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার পর এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। হামলাকারীদের লাগাতার হুমকিতে অবরুদ্ধ হয়ে দিন পার করছে ওই পরিবার। একাধিকবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেও কোনো সুরাহা করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
অভিযুক্তরা হলেন বনমালা এলাকার জয়নাল (৫০), তাঁর মেয়ে বিউটি আক্তার (৩০), বিউটির স্বামী রিপন (৩৫) ও বিউটির ভাই বাবু (২৮)।
জানা যায়, গত রমজান মাসে টঙ্গীর বনমালা আলাউদ্দিন ফকির রোডের আবুল হাসেম তাঁর বাড়ির পয়োনিষ্কাশন লাইনের পাইপ বসানোর কাজ করান। এ জন্য স্থানীয় মিন্টুর সঙ্গে দুই হাজার টাকায় চুক্তি হয়। কিন্তু মিন্টুর অনুপস্থিতিতে কাজটি করেন আরেক শ্রমিক জয়নাল। কাজ শেষে জয়নাল ও মিন্টু উভয়ে আলাদাভাবে বাড়িওয়ালা আবুল হাসেমের নিকট টাকা দাবি করেন
এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিন্তু ঘটনার প্রায় তিন মাস পর ৩ আগস্ট রাতে জয়নালের মেয়ে বিউটি আক্তার মোবাইল ফোনে আবুল হাসেমের কাছে পাওনা টাকা দাবি করেন। সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত রিপন, বাবু ও তাঁর কয়েকজন সহযোগী ওই বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। ওই পরিবারের কোনো সদস্য নিজ প্রয়োজনে বাসা থেকে বের হতে গেলেই গালিগালাজ ও মারধর করতে এগিয়ে আসছেন তাঁরা। ভয়ে বাসা থেকে বের হতে পারছেন না পরিবারটির কোনো সদস্য।
এ ঘটনায় তোফায়েল আহমেদ ৭ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ৮ আগস্ট সন্ধ্যায় বিউটির স্বামী রিপন ও ভাই বাবু আবুল হাসেমের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন। বিষয়টি নিয়ে জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক সজল শেখ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে রিপনকে বুঝিয়ে বাসায় পাঠায় ও বিষয়টি মীমাংসা করে দেন। ৯ আগস্ট সকাল ৯টায় অভিযুক্ত রিপন, তাঁর শ্যালক বাবু ও শ্বশুর জয়নালসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে আবুল হাসেমের বাড়িতে হামলা চালান। এ সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির জানালা ও মূল ফটক কুপিয়ে এবং ভাঙচুর করে চলে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। ওই দিন দুপুরে আবুল হাসেমের ছেলে তোফায়েল আহমেদ টঙ্গী পূর্ব থানায় জয়নাল, তাঁর মেয়ে বিউটি আক্তার, রিপন ও বাবুকে অভিযুক্ত করে একটি অভিযোগ দেন।
ভুক্তভোগী তোফায়েল আহমেদ বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করার পরও হামলাকারীরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। তাঁদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।’ তোফায়েলের বাবা আবুল হাসেম বলেন, ‘তুচ্ছ একটা বিষয় নিয়ে আমার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন অভিযুক্তরা। কয়েক দিন ধরে তাঁদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।
দোকানপাটেও যেতে পারছি না। আমি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ি। কিন্তু হামলাকারীদের ভয়ে মসজিদেও যেতে পারছি না। তাঁদের ভয়ে বাড়ির অন্যান্য সদস্য নিয়ে অনেকটা অবরুদ্ধ হয়ে আছি।’ এ বিষয়ে অভিযুক্ত রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা তাঁদের অবরুদ্ধ করে রাখিনি।
তাঁরা আমাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন। স্থানীয়রা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার একটি সালিসের আয়োজন করেন। তাঁরা সালিসে উপস্থিত হন।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) পীযূষ কুমার দে বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার পর এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। হামলাকারীদের লাগাতার হুমকিতে অবরুদ্ধ হয়ে দিন পার করছে ওই পরিবার। একাধিকবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেও কোনো সুরাহা করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
অভিযুক্তরা হলেন বনমালা এলাকার জয়নাল (৫০), তাঁর মেয়ে বিউটি আক্তার (৩০), বিউটির স্বামী রিপন (৩৫) ও বিউটির ভাই বাবু (২৮)।
জানা যায়, গত রমজান মাসে টঙ্গীর বনমালা আলাউদ্দিন ফকির রোডের আবুল হাসেম তাঁর বাড়ির পয়োনিষ্কাশন লাইনের পাইপ বসানোর কাজ করান। এ জন্য স্থানীয় মিন্টুর সঙ্গে দুই হাজার টাকায় চুক্তি হয়। কিন্তু মিন্টুর অনুপস্থিতিতে কাজটি করেন আরেক শ্রমিক জয়নাল। কাজ শেষে জয়নাল ও মিন্টু উভয়ে আলাদাভাবে বাড়িওয়ালা আবুল হাসেমের নিকট টাকা দাবি করেন
এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিন্তু ঘটনার প্রায় তিন মাস পর ৩ আগস্ট রাতে জয়নালের মেয়ে বিউটি আক্তার মোবাইল ফোনে আবুল হাসেমের কাছে পাওনা টাকা দাবি করেন। সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত রিপন, বাবু ও তাঁর কয়েকজন সহযোগী ওই বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। ওই পরিবারের কোনো সদস্য নিজ প্রয়োজনে বাসা থেকে বের হতে গেলেই গালিগালাজ ও মারধর করতে এগিয়ে আসছেন তাঁরা। ভয়ে বাসা থেকে বের হতে পারছেন না পরিবারটির কোনো সদস্য।
এ ঘটনায় তোফায়েল আহমেদ ৭ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ৮ আগস্ট সন্ধ্যায় বিউটির স্বামী রিপন ও ভাই বাবু আবুল হাসেমের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন। বিষয়টি নিয়ে জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক সজল শেখ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে রিপনকে বুঝিয়ে বাসায় পাঠায় ও বিষয়টি মীমাংসা করে দেন। ৯ আগস্ট সকাল ৯টায় অভিযুক্ত রিপন, তাঁর শ্যালক বাবু ও শ্বশুর জয়নালসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে আবুল হাসেমের বাড়িতে হামলা চালান। এ সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির জানালা ও মূল ফটক কুপিয়ে এবং ভাঙচুর করে চলে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। ওই দিন দুপুরে আবুল হাসেমের ছেলে তোফায়েল আহমেদ টঙ্গী পূর্ব থানায় জয়নাল, তাঁর মেয়ে বিউটি আক্তার, রিপন ও বাবুকে অভিযুক্ত করে একটি অভিযোগ দেন।
ভুক্তভোগী তোফায়েল আহমেদ বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করার পরও হামলাকারীরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। তাঁদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।’ তোফায়েলের বাবা আবুল হাসেম বলেন, ‘তুচ্ছ একটা বিষয় নিয়ে আমার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন অভিযুক্তরা। কয়েক দিন ধরে তাঁদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।
দোকানপাটেও যেতে পারছি না। আমি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ি। কিন্তু হামলাকারীদের ভয়ে মসজিদেও যেতে পারছি না। তাঁদের ভয়ে বাড়ির অন্যান্য সদস্য নিয়ে অনেকটা অবরুদ্ধ হয়ে আছি।’ এ বিষয়ে অভিযুক্ত রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা তাঁদের অবরুদ্ধ করে রাখিনি।
তাঁরা আমাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন। স্থানীয়রা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার একটি সালিসের আয়োজন করেন। তাঁরা সালিসে উপস্থিত হন।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) পীযূষ কুমার দে বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে