জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেকাবক্যা খালে রেলিংহীন সেতুটি দেড় দশকেও মেরামত করেনি কর্তৃপক্ষ। প্রতিবছর সেতুটি পারাপারের সময় দুর্ঘটনাও ঘটছে। তারপরও ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে যানবাহনসহ উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের বাসিন্দারা।
জানা গেছে, ২০০১ সালে বেকাবক্যা খালে ১২০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ অ্যান্ড ব্রাদার্স। কিন্তু নির্মাণের ৫-৭ বছরের মধ্যেই ভেঙে গেছে সেতু দুই পাশের রেলিং।
স্থানীয়রা জানান, সেতুটি উপজেলা বনযোগীছড়া ইউনিয়নের ছোট পানছড়ি ও ডান পানছড়ি, বেকাবক্যা এলাকার মানুষের যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন এই সেতু দিয়ে কৃষিপণ্য বহনসহ যাতায়াত করে স্থানীয়রা। এ ছাড়া দুটি প্রাথমিক ও একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সেতুটি পার হতে হয়। তা ছাড়া উপজেলার পার্শ্ববর্তী বরকল উপজেলায় সড়কপথে যাতায়াতের একমাত্র পথ এটি।
স্থানীয় কালাধন চাকমা ও পরিমল চাকমা বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির রেলিং ভেঙে পড়ে আছে। এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যান চলাচল করে। দীর্ঘ সময়ে সেতুটি মেরামত করা হয়নি।
এরাইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমা বলেন, রেলিং ভাঙা অবস্থায় সেতুটি এক যুগের বেশি বছর ধরে পড়ে আছে। এতে মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে প্রতিবছর দুর্ঘটনায় কবলে পড়ে। তিনি সেতুটি পুনর্নির্মাণের জন্য আবেদন জানান।
স্থানীয় কার্বারি আশু গাপাল চাকমা ও ইউপি সদস্য লাক বিদু চাকমা বলেন, সেতুতে রাতে আলোর কোনো ব্যবস্থা নেই। মোটরসাইকেলে যাত্রী ও ট্রলিতে মালামাল নিতে গেলে প্রচণ্ড কাঁপে। কোনো একটু ভুল হলেই সেতু থেকে পড়ে নিশ্চিত বড় ধরনের ক্ষতি হবে।
বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. মোতিউর রহমান বলেন, ‘বিষয়টি আমরা সরেজমিন পরিদর্শন করেছি। উপজেলা হেডকোয়ার্টার থেকে বরকল সড়ক উন্নয়নের সময় এই সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প অনুমোদনের জন্য বিভাগীয় পর্যায় পাঠানো হয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরশ কুমার চাকমা বলেন, ‘বিষয়টি আমরা অবগত রয়েছি। আশা করা যায়, চলতি অর্থবছরে এই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হবে।
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেকাবক্যা খালে রেলিংহীন সেতুটি দেড় দশকেও মেরামত করেনি কর্তৃপক্ষ। প্রতিবছর সেতুটি পারাপারের সময় দুর্ঘটনাও ঘটছে। তারপরও ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে যানবাহনসহ উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের বাসিন্দারা।
জানা গেছে, ২০০১ সালে বেকাবক্যা খালে ১২০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ অ্যান্ড ব্রাদার্স। কিন্তু নির্মাণের ৫-৭ বছরের মধ্যেই ভেঙে গেছে সেতু দুই পাশের রেলিং।
স্থানীয়রা জানান, সেতুটি উপজেলা বনযোগীছড়া ইউনিয়নের ছোট পানছড়ি ও ডান পানছড়ি, বেকাবক্যা এলাকার মানুষের যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন এই সেতু দিয়ে কৃষিপণ্য বহনসহ যাতায়াত করে স্থানীয়রা। এ ছাড়া দুটি প্রাথমিক ও একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সেতুটি পার হতে হয়। তা ছাড়া উপজেলার পার্শ্ববর্তী বরকল উপজেলায় সড়কপথে যাতায়াতের একমাত্র পথ এটি।
স্থানীয় কালাধন চাকমা ও পরিমল চাকমা বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির রেলিং ভেঙে পড়ে আছে। এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যান চলাচল করে। দীর্ঘ সময়ে সেতুটি মেরামত করা হয়নি।
এরাইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমা বলেন, রেলিং ভাঙা অবস্থায় সেতুটি এক যুগের বেশি বছর ধরে পড়ে আছে। এতে মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে প্রতিবছর দুর্ঘটনায় কবলে পড়ে। তিনি সেতুটি পুনর্নির্মাণের জন্য আবেদন জানান।
স্থানীয় কার্বারি আশু গাপাল চাকমা ও ইউপি সদস্য লাক বিদু চাকমা বলেন, সেতুতে রাতে আলোর কোনো ব্যবস্থা নেই। মোটরসাইকেলে যাত্রী ও ট্রলিতে মালামাল নিতে গেলে প্রচণ্ড কাঁপে। কোনো একটু ভুল হলেই সেতু থেকে পড়ে নিশ্চিত বড় ধরনের ক্ষতি হবে।
বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. মোতিউর রহমান বলেন, ‘বিষয়টি আমরা সরেজমিন পরিদর্শন করেছি। উপজেলা হেডকোয়ার্টার থেকে বরকল সড়ক উন্নয়নের সময় এই সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প অনুমোদনের জন্য বিভাগীয় পর্যায় পাঠানো হয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরশ কুমার চাকমা বলেন, ‘বিষয়টি আমরা অবগত রয়েছি। আশা করা যায়, চলতি অর্থবছরে এই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে