মোশারফ হোসেন, ঢাকা
পিটার র্যাবিট তার চাচাতো ভাই বেঞ্জামিন বানি এবং তিন বোন ফ্লপসি, মপসি ও কটনটেলকে নিয়ে দিনের বেশির ভাগ সময় কাটায় বৃদ্ধ মি. ম্যাকগ্রেগরের আঙিনায়। বাগান থেকে শাকসবজি চুরি করার অপরাধে এই বৃদ্ধই পিটারের বাবাকে হত্যা করে খেয়ে ফেলেছিল। তাদের বাবা-মায়ের মৃত্যুর পর বিয়া নামের একটি মেয়ে তাদের খুব করে যত্ন নেয়। বিয়া খরগোশ আর প্রকৃতির ছবি আঁকতে খুব ভালোবাসে।
একদিন পিটার ওই বৃদ্ধের বাগানে চুরি করতে গিয়ে ধরা পড়ে, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু হয়। এই ফাঁকে পিটার পালিয়ে যায়। এরপর বৃদ্ধের পুরো বাগান পিটারদের দখলে চলে যায়।
অন্যদিকে বৃদ্ধের ভাগনে থমাস একটি খেলনার কোম্পানিতে কাজ করে। চাকরিতে পদোন্নতি না পাওয়ায় থমাস চিন্তা করে, মামার বাড়ি বিক্রি করে সে একটি খেলনার দোকান দেবে।
সে পিটার আর তার সাঙ্গপাঙ্গকে বাগান থেকে বের করে দিয়ে বাগানের নিরাপত্তা আরও জোরদার করে। থমাস বাগানে বৈদ্যুতিক বেড়া লাগায় আর পিটারদের গর্তে ডিনামাইট গুঁজে দেয়।
এদিকে থমাস আর বিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পিটারের খুব হিংসা হয় এতে। থমাস আর পিটারের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। একদিন ডিনামাইটের বিস্ফোরণে একটা গাছ ভেঙে গিয়ে পড়ে বিয়ার ছবি আঁকার স্টুডিওতে। এতে থমাসের সঙ্গে বিয়ার মনোমালিন্যে দুজনের সম্পর্ক ভেঙে যায়। থমাসও রাগ করে লন্ডনে চলে যায়। বিয়াও এলাকা ছাড়তে চায়। এতে পিটারের খুব মন খারাপ হয়।
সে চিন্তা করতে থাকে কীভাবে থমাসকে ফিরিয়ে এনে বিয়ার মন গলানো যায়। সে কি পারবে লন্ডন থেকে থমাসকে ফিরিয়ে আনতে?
এ জন্য দেরি না করে দেখে ফেলো উইল গ্লাকের সিনেমা ‘পিটার র্যাবিট’। দারুণ ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পায় সনি পিকচার্স অ্যানিমেশন থেকে।
পিটার র্যাবিট তার চাচাতো ভাই বেঞ্জামিন বানি এবং তিন বোন ফ্লপসি, মপসি ও কটনটেলকে নিয়ে দিনের বেশির ভাগ সময় কাটায় বৃদ্ধ মি. ম্যাকগ্রেগরের আঙিনায়। বাগান থেকে শাকসবজি চুরি করার অপরাধে এই বৃদ্ধই পিটারের বাবাকে হত্যা করে খেয়ে ফেলেছিল। তাদের বাবা-মায়ের মৃত্যুর পর বিয়া নামের একটি মেয়ে তাদের খুব করে যত্ন নেয়। বিয়া খরগোশ আর প্রকৃতির ছবি আঁকতে খুব ভালোবাসে।
একদিন পিটার ওই বৃদ্ধের বাগানে চুরি করতে গিয়ে ধরা পড়ে, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু হয়। এই ফাঁকে পিটার পালিয়ে যায়। এরপর বৃদ্ধের পুরো বাগান পিটারদের দখলে চলে যায়।
অন্যদিকে বৃদ্ধের ভাগনে থমাস একটি খেলনার কোম্পানিতে কাজ করে। চাকরিতে পদোন্নতি না পাওয়ায় থমাস চিন্তা করে, মামার বাড়ি বিক্রি করে সে একটি খেলনার দোকান দেবে।
সে পিটার আর তার সাঙ্গপাঙ্গকে বাগান থেকে বের করে দিয়ে বাগানের নিরাপত্তা আরও জোরদার করে। থমাস বাগানে বৈদ্যুতিক বেড়া লাগায় আর পিটারদের গর্তে ডিনামাইট গুঁজে দেয়।
এদিকে থমাস আর বিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পিটারের খুব হিংসা হয় এতে। থমাস আর পিটারের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। একদিন ডিনামাইটের বিস্ফোরণে একটা গাছ ভেঙে গিয়ে পড়ে বিয়ার ছবি আঁকার স্টুডিওতে। এতে থমাসের সঙ্গে বিয়ার মনোমালিন্যে দুজনের সম্পর্ক ভেঙে যায়। থমাসও রাগ করে লন্ডনে চলে যায়। বিয়াও এলাকা ছাড়তে চায়। এতে পিটারের খুব মন খারাপ হয়।
সে চিন্তা করতে থাকে কীভাবে থমাসকে ফিরিয়ে এনে বিয়ার মন গলানো যায়। সে কি পারবে লন্ডন থেকে থমাসকে ফিরিয়ে আনতে?
এ জন্য দেরি না করে দেখে ফেলো উইল গ্লাকের সিনেমা ‘পিটার র্যাবিট’। দারুণ ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পায় সনি পিকচার্স অ্যানিমেশন থেকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে