যশোর প্রতিনিধি
যশোর শহরে মো. সোলাইমান হককে ছুরিকাঘাতে খুনের ঘটনার নেপথ্যের কারণ হিসেবে দুইটি বিষয় সামনে এসেছে। এগুলো হলো অনলাইনে জুয়ার টাকার লেনদেন এবং পুলিশের সোর্স হিসেবে কাজ করা নিয়ে দ্বন্দ্ব।
গত শুক্রবার রাতে শহরের টিবি ক্লিনিক মোড়ে সোলাইমানকে (৩০) ছুরি মেরে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তাঁর সঙ্গী জসিম সিকদারও (৩২) জখম হন। সোলাইমান ওই এলাকার আব্দুল হকের ছেলে। জসিম একই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে বেয়াই।
পুলিশের তদন্ত এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জুয়ার টাকার লেনদেন নিয়ে জসিমের সঙ্গে চাঁচড়া এলাকার আরাফাতের বিরোধ ছিল। আবার জসিম পুলিশের কথিত সোর্স। তিনি পুলিশকে তথ্য দিয়ে একই এলাকার শহিদুল ও শাহিন নামের দুই মাদক কারবারিকে ধরিয়ে দিয়েছেন বলে প্রচার আছে। এসব ঘিরেই মূলত শুক্রবার রাতে জসিমের ওপর হামলা হয়েছিল। তখন তাঁকে রক্ষা করতে গিয়ে সোলাইমানও হামলার শিকার হন।
সোলাইমানের ভগ্নিপতি ও জসিমের ভাই আলমগীর হোসেন আলম জানান, টিবি ক্লিনিক এলাকায় নৈশপ্রহরী পদে চাকরি করেন জসিম। একই এলাকার আরাফাত, সিরাজুল, শরীফ, সুজন, মেহেদী, শহিদুল ও শাহিন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। জসিম তাঁদের মাদকসেবন ও বিক্রিতে নিষেধ করেন। এতে তাঁরা জসিমের ওপর ক্ষিপ্ত হন। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ শহিদুল ও শাহিনকে আটক করে।
এ নিয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জসিম ও আরাফাতের মধ্যে জুয়ার টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে আরাফাত জসিমকে জখম করে। জসিমের পক্ষ নিয়ে সোলাইমান কথা বলতে গেলে ছুরি মেরে তাঁকেও জখম করা হয়। এতে সোলাইমানের মৃত্যু হয়। নিহত ব্যক্তির ব্যাপারে ভুক্তভোগীর পরিবার এখনো (গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত) থানায় কোনো অভিযোগ দেয়নি। কাউকে এখনো আটক করা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
যশোর শহরে মো. সোলাইমান হককে ছুরিকাঘাতে খুনের ঘটনার নেপথ্যের কারণ হিসেবে দুইটি বিষয় সামনে এসেছে। এগুলো হলো অনলাইনে জুয়ার টাকার লেনদেন এবং পুলিশের সোর্স হিসেবে কাজ করা নিয়ে দ্বন্দ্ব।
গত শুক্রবার রাতে শহরের টিবি ক্লিনিক মোড়ে সোলাইমানকে (৩০) ছুরি মেরে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তাঁর সঙ্গী জসিম সিকদারও (৩২) জখম হন। সোলাইমান ওই এলাকার আব্দুল হকের ছেলে। জসিম একই এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে বেয়াই।
পুলিশের তদন্ত এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জুয়ার টাকার লেনদেন নিয়ে জসিমের সঙ্গে চাঁচড়া এলাকার আরাফাতের বিরোধ ছিল। আবার জসিম পুলিশের কথিত সোর্স। তিনি পুলিশকে তথ্য দিয়ে একই এলাকার শহিদুল ও শাহিন নামের দুই মাদক কারবারিকে ধরিয়ে দিয়েছেন বলে প্রচার আছে। এসব ঘিরেই মূলত শুক্রবার রাতে জসিমের ওপর হামলা হয়েছিল। তখন তাঁকে রক্ষা করতে গিয়ে সোলাইমানও হামলার শিকার হন।
সোলাইমানের ভগ্নিপতি ও জসিমের ভাই আলমগীর হোসেন আলম জানান, টিবি ক্লিনিক এলাকায় নৈশপ্রহরী পদে চাকরি করেন জসিম। একই এলাকার আরাফাত, সিরাজুল, শরীফ, সুজন, মেহেদী, শহিদুল ও শাহিন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। জসিম তাঁদের মাদকসেবন ও বিক্রিতে নিষেধ করেন। এতে তাঁরা জসিমের ওপর ক্ষিপ্ত হন। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ শহিদুল ও শাহিনকে আটক করে।
এ নিয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জসিম ও আরাফাতের মধ্যে জুয়ার টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে আরাফাত জসিমকে জখম করে। জসিমের পক্ষ নিয়ে সোলাইমান কথা বলতে গেলে ছুরি মেরে তাঁকেও জখম করা হয়। এতে সোলাইমানের মৃত্যু হয়। নিহত ব্যক্তির ব্যাপারে ভুক্তভোগীর পরিবার এখনো (গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত) থানায় কোনো অভিযোগ দেয়নি। কাউকে এখনো আটক করা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে