সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আলু রোপণ বাদ দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে টমেটোসহ বিভিন্ন সবজি চাষের দিকে ঝুঁকেছেন কৃষকেরা। এর মধ্যে টমেটো চাষে কৃষকদের বেশি আগ্রহ দেখা গেছে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন তাঁরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের নদীর পারে বালুজমিতে টমেটোখেত এখন সবুজ, হলুদ ও লালে একাকার হয়ে রয়েছে। একেকটি গাছে ৩০ থেকে ৫০টি পর্যন্ত টমেটো ধরেছে। বেশির ভাগ গাছ টমেটোর ভার ধরে রাখতে পারছে না। সে জন্য বাঁশের কঞ্চি দিয়ে গাছগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আগাম রোপণ করা টমেটো বিক্রি করলেও দেরিতে রোপণ করা টমেটো এখনো বিক্রির উপযোগী হয়ে ওঠেনি। দেরিতে রোপণ করা টমেটো গাছের পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আর কদিন পরেই তাঁরা তাঁদের জমি থেকে টমেটো তুলে বিক্রি শুরু করবেন। পাইকারেরা জমিতে এসে টমেটো কিনে জেলাসহ ঢাকার বিভিন্ন পাইকারি আড়তে নিয়ে বিক্রি করে থাকেন। এ ছাড়া কৃষক নিজেও বাজারে নিয়ে বিক্রি করছেন।
নাটেশ্বর গ্রামের টমেটোচাষি মো. মাসুম বলেন, ‘আমি প্রায় ৭০ শতাংশ জমিতে আগাম জাতের টমেটো চাষ করেছি। আমার খরচ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার মতো টমেটো বিক্রি করেছি। এখনো টমেটো বিক্রি করা যাবে আরও ৫০ থেকে ৬০ হাজার টাকার। তবে মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে আমার ক্ষতি হয়েছে।’
আরেক টমেটোচাষি আকাইব হোসেন শুভ বলেন, ‘এবার আমি ৪৯ শতাংশ জমিতে টমেটো চাষ করেছি। ৪০ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা বিক্রি করেছি। এখনো পুরোপুরি বিক্রি শুরু হয়নি। তবে আমার টমেটোগাছে অনেক টমেটো ধরেছে। সেগুলো বিক্রি করলে অনেক টাকা আয় হবে। ফলন ভালো হয়েছে।’
উপজেলার নাটেশ্বর ব্লকের উপসহকারী কৃষি অফিসার মমতাজ মহল বলেন, এবার আড়াই হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে টমেটোর আবাদ করছেন কৃষকেরা। ভবিষ্যতে টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে।
আলু রোপণ বাদ দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে টমেটোসহ বিভিন্ন সবজি চাষের দিকে ঝুঁকেছেন কৃষকেরা। এর মধ্যে টমেটো চাষে কৃষকদের বেশি আগ্রহ দেখা গেছে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে ভালো ফলন পাচ্ছেন তাঁরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের নদীর পারে বালুজমিতে টমেটোখেত এখন সবুজ, হলুদ ও লালে একাকার হয়ে রয়েছে। একেকটি গাছে ৩০ থেকে ৫০টি পর্যন্ত টমেটো ধরেছে। বেশির ভাগ গাছ টমেটোর ভার ধরে রাখতে পারছে না। সে জন্য বাঁশের কঞ্চি দিয়ে গাছগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আগাম রোপণ করা টমেটো বিক্রি করলেও দেরিতে রোপণ করা টমেটো এখনো বিক্রির উপযোগী হয়ে ওঠেনি। দেরিতে রোপণ করা টমেটো গাছের পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আর কদিন পরেই তাঁরা তাঁদের জমি থেকে টমেটো তুলে বিক্রি শুরু করবেন। পাইকারেরা জমিতে এসে টমেটো কিনে জেলাসহ ঢাকার বিভিন্ন পাইকারি আড়তে নিয়ে বিক্রি করে থাকেন। এ ছাড়া কৃষক নিজেও বাজারে নিয়ে বিক্রি করছেন।
নাটেশ্বর গ্রামের টমেটোচাষি মো. মাসুম বলেন, ‘আমি প্রায় ৭০ শতাংশ জমিতে আগাম জাতের টমেটো চাষ করেছি। আমার খরচ হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার মতো টমেটো বিক্রি করেছি। এখনো টমেটো বিক্রি করা যাবে আরও ৫০ থেকে ৬০ হাজার টাকার। তবে মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে আমার ক্ষতি হয়েছে।’
আরেক টমেটোচাষি আকাইব হোসেন শুভ বলেন, ‘এবার আমি ৪৯ শতাংশ জমিতে টমেটো চাষ করেছি। ৪০ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা বিক্রি করেছি। এখনো পুরোপুরি বিক্রি শুরু হয়নি। তবে আমার টমেটোগাছে অনেক টমেটো ধরেছে। সেগুলো বিক্রি করলে অনেক টাকা আয় হবে। ফলন ভালো হয়েছে।’
উপজেলার নাটেশ্বর ব্লকের উপসহকারী কৃষি অফিসার মমতাজ মহল বলেন, এবার আড়াই হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে টমেটোর আবাদ করছেন কৃষকেরা। ভবিষ্যতে টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে