বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বল্টুরামটিলা এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহের জন্য খুঁটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জীবন্ত গাছ। প্রায় ২০ বছর ধরে এভাবেই জীবন্ত গাছকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিষয়টি নিয়ে ২৪ আগস্ট দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন আবাসিক প্রকৌশলী (আরই) গাছ থেকে ক্যাব্ল অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৪ মাসেও গাছ থেকে ক্যাব্ল অপসারণ করেনি কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ৪ মাসে একবারের জন্যও পিডিবি থেকে ঘটনাস্থল পরিদর্শনে কেউ আসেনি। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে আবাসিক প্রকৌশলী বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে কোনো আবেদন করেননি।
সরেজমিনে দেখা গেছে, বল্টুরাম টিলার মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে গাছের সঙ্গে ক্যাব্ল বেঁধে বাসাবাড়ি ও দোকানপাটে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না থাকায় বৈদ্যুতিক লাইনগুলো ঝুলে মাটিতে এসে পড়েছে। ঝড়, বৃষ্টি কিংবা বাতাসে ক্যাব্ল ছিঁড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী অহিদুর রহমান জানান, মসজিদের সামনে থেকে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ৫০-৬০টি গাছের সঙ্গে বেঁধে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গ্রামীণ সড়কের পাশে অবস্থিত গাছগুলো দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এলোমেলোভাবে ছড়িয়ে থাকায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা মৌলভি গোলাপ মিয়া (৭৫) জানান, প্রায় ২০ বছর ধরে এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। তাঁর ঘরের টিনের ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। ফলে গত বছর তাঁর বাড়িতে আগুন লাগে। পিডিবিকে জানালেও তাঁরা কোনো প্রকার ব্যবস্থা নেয়নি।
রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক জানান, নিয়মের তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে পিডিবি। তারের কাছে থাকা গাছের ডাল দীর্ঘদিন কাটা হয়নি। সামান্য বাতাসেই ডালে আগুন ধরে যায়। তারগুলো খুব নিচে ঝুলে থাকায় গ্রামবাসী আতঙ্কে থাকে। পিডিবি থেকে কেউ পরিদর্শনে আসেনি।
রামগড় পিডিবির আবাসিক প্রকৌশলী (আরই) আহসান উল্ল্যাহ জানান, আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে স্থানীয় বাসিন্দারা কেউ তার সরানোর জন্য আবেদন করেননি। আবেদনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
এভাবে বিদ্যুৎ সরবরাহ ঝুঁকিপূর্ণ স্বীকার করে তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকে ১০০-২০০ ফুট দূরত্বের বেশি বিদ্যুৎ সরবরাহ করা উচিত নয়। লিখিত আবেদন করলে শিগগিরই গাছ থেকে লাইনগুলো সরিয়ে নতুন বৈদ্যুতিক পিলারে সেগুলো স্থাপন করে দেওয়া হবে।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা জানান, স্থানীয় বাসিন্দারা বিষয়টি তাঁকে অবহিত করলে তিনি পিডিবিকে মৌখিকভাবে গাছ থেকে তার সরানোর জন্য অনুরোধ করেন।
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বল্টুরামটিলা এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহের জন্য খুঁটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জীবন্ত গাছ। প্রায় ২০ বছর ধরে এভাবেই জীবন্ত গাছকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিষয়টি নিয়ে ২৪ আগস্ট দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন আবাসিক প্রকৌশলী (আরই) গাছ থেকে ক্যাব্ল অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৪ মাসেও গাছ থেকে ক্যাব্ল অপসারণ করেনি কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ৪ মাসে একবারের জন্যও পিডিবি থেকে ঘটনাস্থল পরিদর্শনে কেউ আসেনি। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে আবাসিক প্রকৌশলী বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে কোনো আবেদন করেননি।
সরেজমিনে দেখা গেছে, বল্টুরাম টিলার মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে গাছের সঙ্গে ক্যাব্ল বেঁধে বাসাবাড়ি ও দোকানপাটে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না থাকায় বৈদ্যুতিক লাইনগুলো ঝুলে মাটিতে এসে পড়েছে। ঝড়, বৃষ্টি কিংবা বাতাসে ক্যাব্ল ছিঁড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী অহিদুর রহমান জানান, মসজিদের সামনে থেকে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ৫০-৬০টি গাছের সঙ্গে বেঁধে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গ্রামীণ সড়কের পাশে অবস্থিত গাছগুলো দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এলোমেলোভাবে ছড়িয়ে থাকায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা মৌলভি গোলাপ মিয়া (৭৫) জানান, প্রায় ২০ বছর ধরে এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। তাঁর ঘরের টিনের ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। ফলে গত বছর তাঁর বাড়িতে আগুন লাগে। পিডিবিকে জানালেও তাঁরা কোনো প্রকার ব্যবস্থা নেয়নি।
রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক জানান, নিয়মের তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে পিডিবি। তারের কাছে থাকা গাছের ডাল দীর্ঘদিন কাটা হয়নি। সামান্য বাতাসেই ডালে আগুন ধরে যায়। তারগুলো খুব নিচে ঝুলে থাকায় গ্রামবাসী আতঙ্কে থাকে। পিডিবি থেকে কেউ পরিদর্শনে আসেনি।
রামগড় পিডিবির আবাসিক প্রকৌশলী (আরই) আহসান উল্ল্যাহ জানান, আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে স্থানীয় বাসিন্দারা কেউ তার সরানোর জন্য আবেদন করেননি। আবেদনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
এভাবে বিদ্যুৎ সরবরাহ ঝুঁকিপূর্ণ স্বীকার করে তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকে ১০০-২০০ ফুট দূরত্বের বেশি বিদ্যুৎ সরবরাহ করা উচিত নয়। লিখিত আবেদন করলে শিগগিরই গাছ থেকে লাইনগুলো সরিয়ে নতুন বৈদ্যুতিক পিলারে সেগুলো স্থাপন করে দেওয়া হবে।
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা জানান, স্থানীয় বাসিন্দারা বিষয়টি তাঁকে অবহিত করলে তিনি পিডিবিকে মৌখিকভাবে গাছ থেকে তার সরানোর জন্য অনুরোধ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে