সুবল রায়, বিরল (দিনাজপুর)
দিনাজপুর শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার দূরের সীমান্তবর্তী জনপদ বোচাগঞ্জ। ছোট্ট পৌর শহর। নিস্তরঙ্গ এ শহরে হঠাৎ আলোড়ন তুলেছে কয়েকটি চিত্রা হরিণ। দূরদূরান্ত থেকে মানুষজন আসছে এসব চিত্রা হরিণ দেখতে। হরিণগুলো এক ব্যক্তির পোষা। তবে এরা দর্শনার্থী দেখেই ছুটে পালাতে চায়। কিন্তু বারবার বেড়ায় আটকে যায়। তবে পালানোর পথ নেই বুঝতে পেরে থমকে দাঁড়ায়। সবিস্ময়ে তাকিয়ে থাকে দর্শনার্থীদের দিকে। ঠিক যেমন বিস্ময়-বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকা চিত্রা হরিণ একসময় দেখা যেত আমাদের এক টাকার নোটে। মালিকের কড়া নিষেধের কারণে কেউ এই পোষা হরিণগুলোকে কষ্ট দিতে পারে না বটে। কিন্তু এদের বিস্ময়ের ঘোর কাটে না। পুরো শরীরে সাদা ছোপ ছোপ দাগ। অনিন্দ্য সুন্দর এ হরিণকে উপমহাদেশের হরিণ প্রজাতির মধ্যে সুন্দর প্রাণী হিসেবে বিবেচনা করা হয়।
অনেকেই বিভিন্ন চিড়িয়াখানায় দেখে থাকবেন চিত্রা হরিণ। চিড়িয়াখানায় অনেক প্রাণীর আবাস হলেও উত্তরবঙ্গে হরিণের খামার এর আগে ছিল বলে শোনা যায় না। কিন্তু এবার এক শৌখিন মানুষের করা চিত্রা হরিণের খামার দেখা গেল বোচাগঞ্জে।
বোচাগঞ্জের জহুরা অটোমেটিক রাইস মিলের স্বত্বাধিকারী আবদুল হান্নান শখের বসে নিজের বাড়িতে গড়ে তুলেছেন হরিণের খামার। ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যান ও বরিশালে এক বন্ধুর বাসায় হরিণের খামার দেখেছিলেন হান্নান। সে খামার দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি বন বিভাগের অনুমোদন নিয়ে গড়ে তোলেন নিজের হরিণের খামারটি। প্রায় চার বছর আগে একটি নারী ও একটি পুরুষ চিত্রা হরিণ দিয়ে শুরু হয় এই খামারের পথচলা। পরবর্তী সময়ে খামারের হরিণ দম্পতি দুটি শাবকের জন্ম দেয়। শত ব্যস্ততার মধ্যেও হান্নান তাঁর খামারে পরম যত্নে মোট ছয়টি চিত্রা হরিণ লালন-পালন করছেন। তিনি মনে করেন, এই হরিণের সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
সম্প্রতি কথা হয় খামারি আবদুল হান্নানের সঙ্গে। তিনি বলেন, নিতান্ত শখের বশে হরিণ পুষতে শুরু করেন। তবে এখন কেমন মায়া পড়ে গেছে। হরিণগুলোর দিকে তাকালে তাঁর মন ভরে যায়। নিজের সাধ্যমতো চেষ্টা করছেন, হরিণগুলোর যাতে কোনো সমস্যা না হয়। তিনি আরও বলেন, হরিণ সাধারণত ১৬ মাসে ৩ বার বাচ্চা দেয়। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি তাঁর খামারের হরিণগুলোর। এই খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় দুই যুবকের। মূলত তাঁরাই হরিণগুলোর দেখাশোনা করেন। শাক, পাতা, ঘাস ও দেশি লতাপাতাই চিত্রা হরিণের প্রিয় খাবার। এই দুই যুবক এসব খাদ্য সংগ্রহ করেন। তাঁরা বেশ দায়িত্ব নিয়ে হরিণগুলোর যত্ন নেন। হরিণগুলো খুব ভীরু স্বভাবের। তাই এই যুবকেরা চেষ্টা করেন কেউ যেন হরিণের সৌন্দর্য দেখতে এসে এদের উপদ্রব না করেন। এ ছাড়া রোগবালাই থেকে হরিণগুলো রক্ষায় নিয়মিত প্রাণী চিকিৎসকের পরামর্শ নিতে হয় বলেও জানান আবদুল হান্নান।
স্থানীয় বাসিন্দারা জানান, হরিণের এই খামার দেখতে আজকাল অনেকেই ভিড় করছেন। কারণ, চিড়িয়াখানা ছাড়া এই চিত্রা হরিণের দেখা সচরাচর মেলে না। রংপুর চিড়িয়াখানা এবং দিনাজপুরের রামসাগর ছাড়া এ অঞ্চলে আর কোনো চিড়িয়াখানা নেই। তাই হান্নানের খামারের হরিণ দেখতে আসা লোকজন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এত কাছে থেকে হরিণ দেখতে পেয়ে তাঁদের চোখেমুখে বিস্ময় আর ধরে না।
দিনাজপুর শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার দূরের সীমান্তবর্তী জনপদ বোচাগঞ্জ। ছোট্ট পৌর শহর। নিস্তরঙ্গ এ শহরে হঠাৎ আলোড়ন তুলেছে কয়েকটি চিত্রা হরিণ। দূরদূরান্ত থেকে মানুষজন আসছে এসব চিত্রা হরিণ দেখতে। হরিণগুলো এক ব্যক্তির পোষা। তবে এরা দর্শনার্থী দেখেই ছুটে পালাতে চায়। কিন্তু বারবার বেড়ায় আটকে যায়। তবে পালানোর পথ নেই বুঝতে পেরে থমকে দাঁড়ায়। সবিস্ময়ে তাকিয়ে থাকে দর্শনার্থীদের দিকে। ঠিক যেমন বিস্ময়-বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকা চিত্রা হরিণ একসময় দেখা যেত আমাদের এক টাকার নোটে। মালিকের কড়া নিষেধের কারণে কেউ এই পোষা হরিণগুলোকে কষ্ট দিতে পারে না বটে। কিন্তু এদের বিস্ময়ের ঘোর কাটে না। পুরো শরীরে সাদা ছোপ ছোপ দাগ। অনিন্দ্য সুন্দর এ হরিণকে উপমহাদেশের হরিণ প্রজাতির মধ্যে সুন্দর প্রাণী হিসেবে বিবেচনা করা হয়।
অনেকেই বিভিন্ন চিড়িয়াখানায় দেখে থাকবেন চিত্রা হরিণ। চিড়িয়াখানায় অনেক প্রাণীর আবাস হলেও উত্তরবঙ্গে হরিণের খামার এর আগে ছিল বলে শোনা যায় না। কিন্তু এবার এক শৌখিন মানুষের করা চিত্রা হরিণের খামার দেখা গেল বোচাগঞ্জে।
বোচাগঞ্জের জহুরা অটোমেটিক রাইস মিলের স্বত্বাধিকারী আবদুল হান্নান শখের বসে নিজের বাড়িতে গড়ে তুলেছেন হরিণের খামার। ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যান ও বরিশালে এক বন্ধুর বাসায় হরিণের খামার দেখেছিলেন হান্নান। সে খামার দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি বন বিভাগের অনুমোদন নিয়ে গড়ে তোলেন নিজের হরিণের খামারটি। প্রায় চার বছর আগে একটি নারী ও একটি পুরুষ চিত্রা হরিণ দিয়ে শুরু হয় এই খামারের পথচলা। পরবর্তী সময়ে খামারের হরিণ দম্পতি দুটি শাবকের জন্ম দেয়। শত ব্যস্ততার মধ্যেও হান্নান তাঁর খামারে পরম যত্নে মোট ছয়টি চিত্রা হরিণ লালন-পালন করছেন। তিনি মনে করেন, এই হরিণের সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
সম্প্রতি কথা হয় খামারি আবদুল হান্নানের সঙ্গে। তিনি বলেন, নিতান্ত শখের বশে হরিণ পুষতে শুরু করেন। তবে এখন কেমন মায়া পড়ে গেছে। হরিণগুলোর দিকে তাকালে তাঁর মন ভরে যায়। নিজের সাধ্যমতো চেষ্টা করছেন, হরিণগুলোর যাতে কোনো সমস্যা না হয়। তিনি আরও বলেন, হরিণ সাধারণত ১৬ মাসে ৩ বার বাচ্চা দেয়। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি তাঁর খামারের হরিণগুলোর। এই খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় দুই যুবকের। মূলত তাঁরাই হরিণগুলোর দেখাশোনা করেন। শাক, পাতা, ঘাস ও দেশি লতাপাতাই চিত্রা হরিণের প্রিয় খাবার। এই দুই যুবক এসব খাদ্য সংগ্রহ করেন। তাঁরা বেশ দায়িত্ব নিয়ে হরিণগুলোর যত্ন নেন। হরিণগুলো খুব ভীরু স্বভাবের। তাই এই যুবকেরা চেষ্টা করেন কেউ যেন হরিণের সৌন্দর্য দেখতে এসে এদের উপদ্রব না করেন। এ ছাড়া রোগবালাই থেকে হরিণগুলো রক্ষায় নিয়মিত প্রাণী চিকিৎসকের পরামর্শ নিতে হয় বলেও জানান আবদুল হান্নান।
স্থানীয় বাসিন্দারা জানান, হরিণের এই খামার দেখতে আজকাল অনেকেই ভিড় করছেন। কারণ, চিড়িয়াখানা ছাড়া এই চিত্রা হরিণের দেখা সচরাচর মেলে না। রংপুর চিড়িয়াখানা এবং দিনাজপুরের রামসাগর ছাড়া এ অঞ্চলে আর কোনো চিড়িয়াখানা নেই। তাই হান্নানের খামারের হরিণ দেখতে আসা লোকজন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এত কাছে থেকে হরিণ দেখতে পেয়ে তাঁদের চোখেমুখে বিস্ময় আর ধরে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে