মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একজন সংসদ সদস্য হয়েও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের দিক-নির্দেশনা দেওয়া ও প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কালকিনি ও ডাসার উপজেলায় ১২ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সাংসদ আবদুস সোবহান গোলাপ এলাকায় থাকায় আওয়ামী লীগের দলীয় লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর করছেন বলে অভিযোগ তুলে মাদারীপুর আদালত ও থানায় কয়েকটি মামলা করেছেন। এ বিষয়ে কালকিনি নির্বাচন কর্মকর্তা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ও সরেজমিনে জানা যায়, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ ১১ নভেম্বর। এতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন আচরণবিধি ২৫ (১) ধারা অনুযায়ী, নির্বাচনের আগে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না। অথচ সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ উন্নয়নমূলক কাজের নামে নির্বাচনী এলাকায় থেকে প্রভাব বিস্তারের লক্ষ্যে এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নে কয়েকটি উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন।
কয়ারিয়া ইউনিয়নের তোফায়েল আহমেদ টিটন ও কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লা, সাহেবরামপুরের মাহবুবুর রহিম, সিডিখানের মিলন মিয়া, শিকারমঙ্গলের এম এ কুদ্দুস ও সিরাজুল হক, গোপালপুরের ফরহাদ মাতুব্বরসহ একাধিক প্রার্থী জানান, তারা রিটার্নিং কর্মকর্তা বরাবর অত্যাচার, নির্যাতন, নির্বাচনে বাধাদান, ঘরবাড়ি ভাঙচুর, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলাসহ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। কিন্তু এখনোও কোনো প্রতিকার মেলেনি।
কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপংকর বিশ্বাস বলেন, ‘নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের থাকার বিধান নেই। তবে যদি তার ব্যক্তিগত কাজে আসেন, তাহলে থাকতে পারবেন। কিন্তু কোনো অবস্থায়ই নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এরই মধ্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী অভিযোগ দিয়েছেন। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম বলেন, ‘আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নই। আমার রাজনৈতিক নেতৃত্বের ৪২ বছরেও এমন কোনো নজির নাই যে, আমি আওয়ামী লীগ করে ক্ষমতার প্রভাব খাটাই। তবে ইদানীং কালকিনিতে আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে যা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা সবাই আওয়ামী লীগের ভোটার, এখানে জোর-জুলুমের কোনো সুযোগ নেই। বর্তমান এমপি কেন্দ্রীয় বড় লিডার, তাঁর বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ মোতায়েন করা আছে। নির্বাচন পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকব।’
অভিযোগের বিষয় সাংসদ ড. আবদুস সোবহান গোলাপের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলার সুযোগ হয়নি। তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। তবে কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, ‘এমপি ব্যক্তিগত কাজে বাড়িতে এসেছেন। উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্য একটি ইউনিয়নে। তিনি কোনো নির্বাচনী জনসভায় যোগ দেননি। কিছু প্রার্থী তাঁর কাছে গিয়ে কুশল বিনিময় করেছে। এটা দোষের না।’
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একজন সংসদ সদস্য হয়েও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের দিক-নির্দেশনা দেওয়া ও প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কালকিনি ও ডাসার উপজেলায় ১২ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সাংসদ আবদুস সোবহান গোলাপ এলাকায় থাকায় আওয়ামী লীগের দলীয় লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর করছেন বলে অভিযোগ তুলে মাদারীপুর আদালত ও থানায় কয়েকটি মামলা করেছেন। এ বিষয়ে কালকিনি নির্বাচন কর্মকর্তা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ও সরেজমিনে জানা যায়, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ ১১ নভেম্বর। এতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন আচরণবিধি ২৫ (১) ধারা অনুযায়ী, নির্বাচনের আগে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না। অথচ সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ উন্নয়নমূলক কাজের নামে নির্বাচনী এলাকায় থেকে প্রভাব বিস্তারের লক্ষ্যে এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নে কয়েকটি উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন।
কয়ারিয়া ইউনিয়নের তোফায়েল আহমেদ টিটন ও কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লা, সাহেবরামপুরের মাহবুবুর রহিম, সিডিখানের মিলন মিয়া, শিকারমঙ্গলের এম এ কুদ্দুস ও সিরাজুল হক, গোপালপুরের ফরহাদ মাতুব্বরসহ একাধিক প্রার্থী জানান, তারা রিটার্নিং কর্মকর্তা বরাবর অত্যাচার, নির্যাতন, নির্বাচনে বাধাদান, ঘরবাড়ি ভাঙচুর, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলাসহ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। কিন্তু এখনোও কোনো প্রতিকার মেলেনি।
কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপংকর বিশ্বাস বলেন, ‘নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের থাকার বিধান নেই। তবে যদি তার ব্যক্তিগত কাজে আসেন, তাহলে থাকতে পারবেন। কিন্তু কোনো অবস্থায়ই নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এরই মধ্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী অভিযোগ দিয়েছেন। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম বলেন, ‘আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নই। আমার রাজনৈতিক নেতৃত্বের ৪২ বছরেও এমন কোনো নজির নাই যে, আমি আওয়ামী লীগ করে ক্ষমতার প্রভাব খাটাই। তবে ইদানীং কালকিনিতে আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে যা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা সবাই আওয়ামী লীগের ভোটার, এখানে জোর-জুলুমের কোনো সুযোগ নেই। বর্তমান এমপি কেন্দ্রীয় বড় লিডার, তাঁর বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ মোতায়েন করা আছে। নির্বাচন পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকব।’
অভিযোগের বিষয় সাংসদ ড. আবদুস সোবহান গোলাপের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলার সুযোগ হয়নি। তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। তবে কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, ‘এমপি ব্যক্তিগত কাজে বাড়িতে এসেছেন। উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্য একটি ইউনিয়নে। তিনি কোনো নির্বাচনী জনসভায় যোগ দেননি। কিছু প্রার্থী তাঁর কাছে গিয়ে কুশল বিনিময় করেছে। এটা দোষের না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১৪ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১৪ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১৫ ঘণ্টা আগে