সম্পাদকীয়
জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে। এ সময়টা আমাদের দেশে আম-কাঁঠাল-জামের মৌসুম। এ সময়ে সারা দেশের মানুষ প্রিয় ফল খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে দেশের অধিকাংশ চাহিদা পূরণ হয়। তবে কয়েক বছর হলো এখানকার আমবাগানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে একদিকে যেমন এখন আম বিক্রির উৎসব ভাব বিরাজ করছে, অপরদিকে অনেক আমগাছ কেটে ফেলতে হচ্ছে। মূলত ‘কালটার’ নামে একধরনের রাসায়নিক বছরের পর বছর ধরে আমগাছে ব্যবহারের কারণে সেই গাছগুলোয় আর আম ধরছে না। কালটার মূলত ফলন বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের কারণে এখান বিঘার পর বিঘা জমির আমগাছে আর ফল আসছে না। তাই চাষিরা বাধ্য হয়ে গাছ কেটে ফেলছেন। এ নিয়ে ১৪ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, এই রাসায়নিক ব্যবহারের ফলে কয়েক বছর ভালোই আম পাওয়া গেছে। কিন্তু এখন আর সেভাবে ফলন পাওয়া যাচ্ছে না। মূলত কালটার অতিরিক্ত ব্যবহারের মাশুল দিতে হচ্ছে এখন। তাই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এখন শুধু আমবাগান ধ্বংসের চিত্রই চোখে পড়ছে। অপরদিকে গাছ কাটার কারণে কাঠ চেরাইয়ের জন্য জেলাজুড়ে বাগানের ভেতরে গড়ে উঠেছে অসংখ্য করাতকল।
কালটার রাসায়নিক ভারত থেকে চোরাই পথে এসব এলাকায় আসে। ওই এলাকার বাগানমালিকেরা নিজেরা আমের চাষ করেন না, তাঁরা ব্যবসায়ীদের কাছে বাগান বিক্রি করে দেন। আর ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের লোভে পড়ে বেশি ফলনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করেন। ব্যবসায়ীরা বাগানমালিকদের চোখকে ফাঁকি দিয়ে এ অপকর্মটি করেছেন। রাসায়নিক ব্যবহারেরও নিয়ম আছে। কিন্তু তাঁরা সেটা মানেননি। সঠিক মাত্রায় এই রাসায়নিক ব্যবহার না করার কারণে গাছ দিন দিন ফল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছে। এ অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে এই অঞ্চলের আমবাগান উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ইতিমধ্যে অনেক গাছ মারা গেছে বলে জানা গেছে। অবৈধ পথে আসা এই কালটার ভারতে বিভিন্ন এক বা দুই ফসলি জমিতে অধিক ফলনের জন্য ব্যবহার করা হয়; বিশেষ করে বেগুন, টমেটো, মরিচ, সরিষা, মিষ্টিকুমড়া প্রভৃতি এক ফসলের খেতে ব্যবহৃত হয়। কিন্তু আমগাছের মতো বহু বছর ধরে ফল দেয়—এমন গাছের জন্য এটি ভয়ানক ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক নিয়মে এক বছর আমের বাম্পার ফলন হলে পরের বছর ফলন হয় কম। তাই বলে ফলন বাড়ানোর জন্য আমের বাগানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা ঠিক নয়। এতে শুধু গাছের নয়, বরং ওই সব গাছের ফল খেলে মানুষেরও ক্ষতি হতে পারে।
এখন দরকার কালটার ব্যবহার নিষিদ্ধ করা। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কালটার ব্যবহার নিয়ে চাষিদের সচেতন করাও দরকার।
জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে। এ সময়টা আমাদের দেশে আম-কাঁঠাল-জামের মৌসুম। এ সময়ে সারা দেশের মানুষ প্রিয় ফল খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে দেশের অধিকাংশ চাহিদা পূরণ হয়। তবে কয়েক বছর হলো এখানকার আমবাগানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে একদিকে যেমন এখন আম বিক্রির উৎসব ভাব বিরাজ করছে, অপরদিকে অনেক আমগাছ কেটে ফেলতে হচ্ছে। মূলত ‘কালটার’ নামে একধরনের রাসায়নিক বছরের পর বছর ধরে আমগাছে ব্যবহারের কারণে সেই গাছগুলোয় আর আম ধরছে না। কালটার মূলত ফলন বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারের কারণে এখান বিঘার পর বিঘা জমির আমগাছে আর ফল আসছে না। তাই চাষিরা বাধ্য হয়ে গাছ কেটে ফেলছেন। এ নিয়ে ১৪ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, এই রাসায়নিক ব্যবহারের ফলে কয়েক বছর ভালোই আম পাওয়া গেছে। কিন্তু এখন আর সেভাবে ফলন পাওয়া যাচ্ছে না। মূলত কালটার অতিরিক্ত ব্যবহারের মাশুল দিতে হচ্ছে এখন। তাই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এখন শুধু আমবাগান ধ্বংসের চিত্রই চোখে পড়ছে। অপরদিকে গাছ কাটার কারণে কাঠ চেরাইয়ের জন্য জেলাজুড়ে বাগানের ভেতরে গড়ে উঠেছে অসংখ্য করাতকল।
কালটার রাসায়নিক ভারত থেকে চোরাই পথে এসব এলাকায় আসে। ওই এলাকার বাগানমালিকেরা নিজেরা আমের চাষ করেন না, তাঁরা ব্যবসায়ীদের কাছে বাগান বিক্রি করে দেন। আর ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের লোভে পড়ে বেশি ফলনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করেন। ব্যবসায়ীরা বাগানমালিকদের চোখকে ফাঁকি দিয়ে এ অপকর্মটি করেছেন। রাসায়নিক ব্যবহারেরও নিয়ম আছে। কিন্তু তাঁরা সেটা মানেননি। সঠিক মাত্রায় এই রাসায়নিক ব্যবহার না করার কারণে গাছ দিন দিন ফল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছে। এ অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে এই অঞ্চলের আমবাগান উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ইতিমধ্যে অনেক গাছ মারা গেছে বলে জানা গেছে। অবৈধ পথে আসা এই কালটার ভারতে বিভিন্ন এক বা দুই ফসলি জমিতে অধিক ফলনের জন্য ব্যবহার করা হয়; বিশেষ করে বেগুন, টমেটো, মরিচ, সরিষা, মিষ্টিকুমড়া প্রভৃতি এক ফসলের খেতে ব্যবহৃত হয়। কিন্তু আমগাছের মতো বহু বছর ধরে ফল দেয়—এমন গাছের জন্য এটি ভয়ানক ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক নিয়মে এক বছর আমের বাম্পার ফলন হলে পরের বছর ফলন হয় কম। তাই বলে ফলন বাড়ানোর জন্য আমের বাগানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা ঠিক নয়। এতে শুধু গাছের নয়, বরং ওই সব গাছের ফল খেলে মানুষেরও ক্ষতি হতে পারে।
এখন দরকার কালটার ব্যবহার নিষিদ্ধ করা। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কালটার ব্যবহার নিয়ে চাষিদের সচেতন করাও দরকার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে