নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে ঝামেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন কিছু নয়। এবার এই ইস্যুতে ভালোই আলোচনায় ঢাকা ডমিনেটরস। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ধাপে ধাপে পারিশ্রমিক ঠিকঠাক না পাওয়ায় গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ না খেলারই সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকার ক্রিকেটাররা।
অতীতের মতো এবারও বিসিবিকেই এগিয়ে আসতে হয়েছে সমাধানে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, ম্যাচের আগের রাতে বিসিবির হস্তক্ষেপে পারিশ্রমিক পেয়েছেন ক্রিকেটাররা। বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৫০ শতাংশ, টুর্নামেন্টের মাঝপথে ২৫ শতাংশ ও টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পাওনা ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে। অভিযোগ উঠেছে, ঢাকা ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম ঠিকঠাক মানেনি। সিলেট পর্বের আগে ঢাকার ম্যানেজার মেহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেছিলেন, তাঁরা প্রথম ২৫ শতাংশ পারিশ্রমিক ঢাকায় দ্বিতীয় পর্বের পর দিয়েছেন।
গতকাল ম্যাচের আগের রাতে বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা সিদ্ধান্তই নিয়ে রেখেছিলেন পাওনা অর্থ বুঝে না পেলে মাঠে যাবেন না তাঁরা। দলীয় সূত্রে জানা গেছে, রাতেই স্থানীয়দের ২৫ শতাংশ ও বিদেশিদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে। পারিশ্রমিক বুঝে পেয়ে মাঠে নামতে রাজি হন ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজির জমা রাখা জামানত থেকেই দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল নিজেদের ১১তম ম্যাচ খেলেছে ঢাকা। শেষ চারে ওঠার সম্ভাবনা না থাকায় ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে সংশয়ে ছিলেন। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে ৭৫ শতাংশ পারিশ্রমিক বুঝে না পাওয়া নিয়ে তাঁদের সংশয় ছিল। সিলেট পর্ব শুরুর আগেও পারিশ্রমিক নিয়ে জটিলতায় খেলতে চাননি ঢাকার ক্রিকেটাররা। পরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে ঘটনার সমাধান করেছিল বিসিবি। সেবার ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছিল।
বিষয়টি নিয়ে কথা বলতে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আর ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারপার্সন তাহসিন ইসলাম দাবি করেছেন, এমন কিছু হয়নি। তিনি বলেছেন, ‘না, এরকম কিছু নয়। আমরা ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি। কিছু কিছু বিদেশি খেলোয়াড়ের শতভাগ পারিশ্রমিক দেওয়া হয়েছে।’
ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে ঝামেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন কিছু নয়। এবার এই ইস্যুতে ভালোই আলোচনায় ঢাকা ডমিনেটরস। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ধাপে ধাপে পারিশ্রমিক ঠিকঠাক না পাওয়ায় গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ না খেলারই সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকার ক্রিকেটাররা।
অতীতের মতো এবারও বিসিবিকেই এগিয়ে আসতে হয়েছে সমাধানে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, ম্যাচের আগের রাতে বিসিবির হস্তক্ষেপে পারিশ্রমিক পেয়েছেন ক্রিকেটাররা। বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৫০ শতাংশ, টুর্নামেন্টের মাঝপথে ২৫ শতাংশ ও টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পাওনা ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে। অভিযোগ উঠেছে, ঢাকা ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম ঠিকঠাক মানেনি। সিলেট পর্বের আগে ঢাকার ম্যানেজার মেহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেছিলেন, তাঁরা প্রথম ২৫ শতাংশ পারিশ্রমিক ঢাকায় দ্বিতীয় পর্বের পর দিয়েছেন।
গতকাল ম্যাচের আগের রাতে বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা সিদ্ধান্তই নিয়ে রেখেছিলেন পাওনা অর্থ বুঝে না পেলে মাঠে যাবেন না তাঁরা। দলীয় সূত্রে জানা গেছে, রাতেই স্থানীয়দের ২৫ শতাংশ ও বিদেশিদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে। পারিশ্রমিক বুঝে পেয়ে মাঠে নামতে রাজি হন ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজির জমা রাখা জামানত থেকেই দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল নিজেদের ১১তম ম্যাচ খেলেছে ঢাকা। শেষ চারে ওঠার সম্ভাবনা না থাকায় ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে সংশয়ে ছিলেন। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে ৭৫ শতাংশ পারিশ্রমিক বুঝে না পাওয়া নিয়ে তাঁদের সংশয় ছিল। সিলেট পর্ব শুরুর আগেও পারিশ্রমিক নিয়ে জটিলতায় খেলতে চাননি ঢাকার ক্রিকেটাররা। পরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে ঘটনার সমাধান করেছিল বিসিবি। সেবার ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছিল।
বিষয়টি নিয়ে কথা বলতে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আর ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারপার্সন তাহসিন ইসলাম দাবি করেছেন, এমন কিছু হয়নি। তিনি বলেছেন, ‘না, এরকম কিছু নয়। আমরা ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি। কিছু কিছু বিদেশি খেলোয়াড়ের শতভাগ পারিশ্রমিক দেওয়া হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে