বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছায় পবিত্র রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির বাজার অস্থির হয়ে উঠেছে। ইফতারি পণ্যসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এ জন্য বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
রবি ও সোমবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ, বেগুন ও ক্ষীরার দাম।
পৌরসভা কাঁচাবাজার, কপিলমুনি বাজার, গদাইপুর বাজার, নতুন বাজার ও সরল বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। রমজানের আগের সপ্তাহেও কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৪০ টাকায়। প্রতি কেজি বেগুন আগে ৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, কেজিপ্রতি টমেটো ২০ থেকে বেড়ে ৪০ টাকা, গাজর ২০ থেকে বেড়ে ৪০, শসা ৪০ থেকে বেড়ে ৮০, পটোল ৪০ থেকে বেড়ে ৬০, কচুর লতি ৩০ থেকে বেড়ে ৬০, ক্ষীরা ৪০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া মিষ্টি কুমড়া, পেঁপে, করলা, ঝিঙে, ঢ্যাঁড়স ও বরবটি দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা। নতুন বাজার কাঁচাবাজার ব্যবসায়ী কবির উদ্দিন বলেন, ‘রমজান শুরুর সঙ্গে সঙ্গে পাইকারি মার্কেটে সবজির দাম বেড়ে গেছে। সে কারণে আমাদের খুচরা বাজারে বেশি দামে মাল বিক্রি করতে হচ্ছে।’
সরল বাজারে গতকাল সোমবার সকাল ৮টায় বাজার করতে আসা ক্রেতা আব্দুল গফুর জানান, রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির দাম চড়া হওয়ায় অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। সবজির বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
কপিলমুনি বাজারে আরেক ক্রেতা আবিরন বিবি বলেন, ‘স্বামী দিনমজুর। ভ্যান চালিয়ে চার সদস্যের সংসার চালান। তরিতরকারির দাম বেশি হওয়ায় চাল কিনে যা থাকে তা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের দাবি জানাই।’
একই বাজারে সবজি কিনতে আসা মহিদুল ইসলাম বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তা স্বপ্নেও ভাবা যায় না। এভাবে দাম বাড়লে আমরা সারাদিন রোজা থেকে ইফতারের সময় খাব কি?’
পাইকগাছা ষোলোআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জান বলেন, ‘আমি রোজার আগেই পৌর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তাদের বলেছি। তারপরও যদি কেউ বাজার অস্থির করার চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব।’
পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু বলেন, ‘পৌর কাঁচাবাজারের ব্যবসায়ীদের গতকাল সতর্ক করেছি। কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে সবজির দাম বাড়িয়ে বিক্রি করে। আমরা প্রশাসনকে বলেছি, কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সবজি বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হোক।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘রমজান মাসে তরিতরকারির দাম বাড়ানো যাবে না। আমরা সবজির বাজারে নিয়মিত পর্যবেক্ষণ করব। অযথা যেন ব্যবসায়ীরা কোনো অজুহাত দেখিয়ে দাম বাড়াতে না পারেন, সে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে।’
পাইকগাছায় পবিত্র রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির বাজার অস্থির হয়ে উঠেছে। ইফতারি পণ্যসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এ জন্য বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
রবি ও সোমবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ, বেগুন ও ক্ষীরার দাম।
পৌরসভা কাঁচাবাজার, কপিলমুনি বাজার, গদাইপুর বাজার, নতুন বাজার ও সরল বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। রমজানের আগের সপ্তাহেও কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৪০ টাকায়। প্রতি কেজি বেগুন আগে ৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, কেজিপ্রতি টমেটো ২০ থেকে বেড়ে ৪০ টাকা, গাজর ২০ থেকে বেড়ে ৪০, শসা ৪০ থেকে বেড়ে ৮০, পটোল ৪০ থেকে বেড়ে ৬০, কচুর লতি ৩০ থেকে বেড়ে ৬০, ক্ষীরা ৪০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া মিষ্টি কুমড়া, পেঁপে, করলা, ঝিঙে, ঢ্যাঁড়স ও বরবটি দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা। নতুন বাজার কাঁচাবাজার ব্যবসায়ী কবির উদ্দিন বলেন, ‘রমজান শুরুর সঙ্গে সঙ্গে পাইকারি মার্কেটে সবজির দাম বেড়ে গেছে। সে কারণে আমাদের খুচরা বাজারে বেশি দামে মাল বিক্রি করতে হচ্ছে।’
সরল বাজারে গতকাল সোমবার সকাল ৮টায় বাজার করতে আসা ক্রেতা আব্দুল গফুর জানান, রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির দাম চড়া হওয়ায় অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। সবজির বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
কপিলমুনি বাজারে আরেক ক্রেতা আবিরন বিবি বলেন, ‘স্বামী দিনমজুর। ভ্যান চালিয়ে চার সদস্যের সংসার চালান। তরিতরকারির দাম বেশি হওয়ায় চাল কিনে যা থাকে তা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের দাবি জানাই।’
একই বাজারে সবজি কিনতে আসা মহিদুল ইসলাম বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তা স্বপ্নেও ভাবা যায় না। এভাবে দাম বাড়লে আমরা সারাদিন রোজা থেকে ইফতারের সময় খাব কি?’
পাইকগাছা ষোলোআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জান বলেন, ‘আমি রোজার আগেই পৌর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তাদের বলেছি। তারপরও যদি কেউ বাজার অস্থির করার চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব।’
পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু বলেন, ‘পৌর কাঁচাবাজারের ব্যবসায়ীদের গতকাল সতর্ক করেছি। কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে সবজির দাম বাড়িয়ে বিক্রি করে। আমরা প্রশাসনকে বলেছি, কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সবজি বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হোক।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘রমজান মাসে তরিতরকারির দাম বাড়ানো যাবে না। আমরা সবজির বাজারে নিয়মিত পর্যবেক্ষণ করব। অযথা যেন ব্যবসায়ীরা কোনো অজুহাত দেখিয়ে দাম বাড়াতে না পারেন, সে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে