জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের প্রচার জমে উঠেছে। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপাকে ফেলেছেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা। অধিকাংশ ইউপিতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
সদর উপজেলার মোট ১৫ ইউনিয়নের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ১০টিতে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে পাঁচ চেয়ারম্যান প্রার্থী। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো দল অংশ নেয়নি। প্রথম ধাপে সদর উপজেলার কেন্দুয়া, শরিফপুর, লক্ষ্মীরচর, তুলশীচর, নরুন্দি, ঘোড়াধাপ, শ্রীপুর, শাহাবাজপুর, তিতপল্লা এবং মেষ্টা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচার। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে মিশ্র মতামত। অনেকের মাঝে প্রার্থী নিয়ে দেখা গেছে হতাশা। কেউ বলছেন, নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে লড়াই হবে মূল প্রার্থীর।
তবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও দলীয় প্রার্থীরা পড়েছেন বেকায়দায়। বিদ্রোহী প্রার্থীদের মোকাবিলা করতে হিমশিম খেতে হচ্ছে নেতা–কর্মীদের। অনেকে আবার দল থেকে বহিষ্কার হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে ইটাইল ইউনিয়নের হাফিজুর রহমান স্বপন, বাঁশচড়া ইউনিয়নের আবদুল জলিল, রানাগাছা ইউনিয়নের আব্দুল জলিল, দিগপাইত ইউনিয়নের মিজানুর রহমান এবং রশিদপুর ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন।
১০ ইউপিতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে কেন্দুয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মাহবুবুর রহমান মঞ্জু, বিদ্রোহী প্রার্থী ছাইফুল ইসলাম খান। শরিফপুর ইউনিয়নে আওয়ামী লীগের আলম আলী, ইসলামি আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন, মাজহারুল ইসলাম আকন্দ রবিউল, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম লিটন, আলী আকবর হোসেন। লক্ষ্মীরচরে আওয়ামী লীগের আফজাল হোসেন বিদ্যুৎ, ইসলামি আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন কবির, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান। তুলশীচর আওয়ামী লীগের শহীদুল্লাহ, ইসলামি আন্দোলনের আনোয়ার হোসাইন এবং মমিনুল হক। নরুন্দি আওয়ামী লীগের লুৎফর রহমান, স্বতন্ত্র শাহজাহান আলী ও আরিফুল ইসলাম। ঘোড়াধাপে আওয়ামী লীগের ফজলুল হক, স্বতন্ত্র গোলাম কিবরিয়া, জিয়াউর রহমান তালুকদার। শ্রীপুরে আওয়ামী লীগের আজিজুল হক, ইসলামি আন্দোলনের লিয়াকত আলী, রফিক উল আলম, স্বতন্ত্র শমশের আলী, আক্তারুজ্জামান, আব্দুল্লাহ হেল বাকী এবং মাইনুল হক দুদু।
শাহবাজপুর আওয়ামী লীগের আয়ুব আলী খান, ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির রফিকুল ইসলাম। তিতপল্লা আওয়ামী লীগের আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন রাজা, হারুনুর রশীদ। মেষ্টায় আওয়ামী লীগের বদরুল হাসান বিদ্যুৎ, স্বতন্ত্র একেএম আজাদ মুক্তা, আব্দুস ছালাম, এমদাদুল ইসলাম খান এবং নাজমুল হক বাবু। অনেকেই দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
জামালপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের প্রচার জমে উঠেছে। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপাকে ফেলেছেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা। অধিকাংশ ইউপিতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
সদর উপজেলার মোট ১৫ ইউনিয়নের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ১০টিতে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে পাঁচ চেয়ারম্যান প্রার্থী। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো দল অংশ নেয়নি। প্রথম ধাপে সদর উপজেলার কেন্দুয়া, শরিফপুর, লক্ষ্মীরচর, তুলশীচর, নরুন্দি, ঘোড়াধাপ, শ্রীপুর, শাহাবাজপুর, তিতপল্লা এবং মেষ্টা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচার। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে মিশ্র মতামত। অনেকের মাঝে প্রার্থী নিয়ে দেখা গেছে হতাশা। কেউ বলছেন, নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে লড়াই হবে মূল প্রার্থীর।
তবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও দলীয় প্রার্থীরা পড়েছেন বেকায়দায়। বিদ্রোহী প্রার্থীদের মোকাবিলা করতে হিমশিম খেতে হচ্ছে নেতা–কর্মীদের। অনেকে আবার দল থেকে বহিষ্কার হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে ইটাইল ইউনিয়নের হাফিজুর রহমান স্বপন, বাঁশচড়া ইউনিয়নের আবদুল জলিল, রানাগাছা ইউনিয়নের আব্দুল জলিল, দিগপাইত ইউনিয়নের মিজানুর রহমান এবং রশিদপুর ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন।
১০ ইউপিতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে কেন্দুয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মাহবুবুর রহমান মঞ্জু, বিদ্রোহী প্রার্থী ছাইফুল ইসলাম খান। শরিফপুর ইউনিয়নে আওয়ামী লীগের আলম আলী, ইসলামি আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন, মাজহারুল ইসলাম আকন্দ রবিউল, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম লিটন, আলী আকবর হোসেন। লক্ষ্মীরচরে আওয়ামী লীগের আফজাল হোসেন বিদ্যুৎ, ইসলামি আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন কবির, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান। তুলশীচর আওয়ামী লীগের শহীদুল্লাহ, ইসলামি আন্দোলনের আনোয়ার হোসাইন এবং মমিনুল হক। নরুন্দি আওয়ামী লীগের লুৎফর রহমান, স্বতন্ত্র শাহজাহান আলী ও আরিফুল ইসলাম। ঘোড়াধাপে আওয়ামী লীগের ফজলুল হক, স্বতন্ত্র গোলাম কিবরিয়া, জিয়াউর রহমান তালুকদার। শ্রীপুরে আওয়ামী লীগের আজিজুল হক, ইসলামি আন্দোলনের লিয়াকত আলী, রফিক উল আলম, স্বতন্ত্র শমশের আলী, আক্তারুজ্জামান, আব্দুল্লাহ হেল বাকী এবং মাইনুল হক দুদু।
শাহবাজপুর আওয়ামী লীগের আয়ুব আলী খান, ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির রফিকুল ইসলাম। তিতপল্লা আওয়ামী লীগের আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন রাজা, হারুনুর রশীদ। মেষ্টায় আওয়ামী লীগের বদরুল হাসান বিদ্যুৎ, স্বতন্ত্র একেএম আজাদ মুক্তা, আব্দুস ছালাম, এমদাদুল ইসলাম খান এবং নাজমুল হক বাবু। অনেকেই দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে