সম্পাদকীয়
আশপাশের সবার মুখে স্পষ্ট উচ্চারণ শুনতে শুনতে এক ফোটা এক বাচ্চা শাঁওলী মিত্রও স্পষ্ট উচ্চারণে কথা বলতেন। তোতা পাখির মতো এমন সব কথা বলতেন, যা তিনি নিজেও বুঝতেন না। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল। বাবা শম্ভু মিত্র আর মা তৃপ্তি মিত্র ছাড়াও বহুরূপী নাট্যদলের অনেকেই তখন শাঁওলীদের বাড়িতে মহড়া করত। তাই সব সময়ই শাঁওলীর কানে স্পষ্ট উচ্চারণটাই আসত।
একদিন সহকর্মী জাকিরকে নিয়ে শম্ভু মিত্র বাসে উঠেছেন। কোলে দেড় বছরের শাঁওলী। বাসটায় খুব ভিড়। সেই ভিড়ের মধ্যেই কোনোরকমে একটা জায়গা পেয়ে জাকির শাঁওলীকে কোলে নিয়ে বসেছেন। এ সময় বাসের কন্ডাক্টর হঠাৎ বলে বসল, ‘এই রোক্কে, রোক্কে!’
সে কথা শুনে বাসটাও ব্রেক করেছে। আর তখন দেড়-বছুরে শাঁওলী স্পষ্ট উচ্চারণে বলছেন, ‘রোক্কে, রোক্কে। কেয়া তাজ্জব! মানুষ খুন করবেন নাকি?’
কন্ডাক্টরের মুখ হাঁ! চোখ বড় বড়!
আসলে এটা ছিল ‘উলুখাগড়া’ নাটকে বিনোদের একটা সংলাপ। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল শাঁওলীর।
‘ডাকঘর’ নাটকে অমলের অভিনয় করতেন শাঁওলী। শম্ভু মিত্র শুধু প্রথম অভিনয়ই ঠাকুরদার চরিত্রটি করেছিলেন। এ ছাড়া তিনি প্রতিবার করতেন রাজকবিরাজের চরিত্রটি। শাঁওলী তত দিনে পজ নেওয়া, অ্যাক্টরস লেফট, অ্যাক্টরস রাইট ইত্যাদি শিখে ফেলেছেন। তো, অভিনয়ের প্রথম দিন মঞ্চে অমল আর ঠাকুরদা। তৃতীয় দৃশ্য সেটি। শাঁওলী বুঝতে পারলেন, শম্ভু মিত্র সংলাপ ভুলে গেছেন। কিন্তু সেটি অমলের পজ ধরে নিয়ে বসে আছেন তিনি। শাঁওলীর মুখ তখন দর্শকদের দিকে। ছোট্ট শাঁওলী বুঝতে পারলেন, বাবা যে সংলাপ ভুলে গেছেন, সেটা তিনি বুঝতে পারছেন না। তখন অসুস্থ অমল কাতরাতে কাতরাতে পাশ ফিরল। অর্থাৎ তখন মুখ আর দর্শকের দিকে নয়। ফিস ফিস করে বাবাকে তাঁর সংলাপটা বলে দিলেন শাঁওলী। আর তখনই শম্ভু মিত্র বলতে শুরু করলেন তাঁর সংলাপ।
সূত্র: শাঁওলী মিত্র, তর্পণ, ১৪-১৫
আশপাশের সবার মুখে স্পষ্ট উচ্চারণ শুনতে শুনতে এক ফোটা এক বাচ্চা শাঁওলী মিত্রও স্পষ্ট উচ্চারণে কথা বলতেন। তোতা পাখির মতো এমন সব কথা বলতেন, যা তিনি নিজেও বুঝতেন না। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল। বাবা শম্ভু মিত্র আর মা তৃপ্তি মিত্র ছাড়াও বহুরূপী নাট্যদলের অনেকেই তখন শাঁওলীদের বাড়িতে মহড়া করত। তাই সব সময়ই শাঁওলীর কানে স্পষ্ট উচ্চারণটাই আসত।
একদিন সহকর্মী জাকিরকে নিয়ে শম্ভু মিত্র বাসে উঠেছেন। কোলে দেড় বছরের শাঁওলী। বাসটায় খুব ভিড়। সেই ভিড়ের মধ্যেই কোনোরকমে একটা জায়গা পেয়ে জাকির শাঁওলীকে কোলে নিয়ে বসেছেন। এ সময় বাসের কন্ডাক্টর হঠাৎ বলে বসল, ‘এই রোক্কে, রোক্কে!’
সে কথা শুনে বাসটাও ব্রেক করেছে। আর তখন দেড়-বছুরে শাঁওলী স্পষ্ট উচ্চারণে বলছেন, ‘রোক্কে, রোক্কে। কেয়া তাজ্জব! মানুষ খুন করবেন নাকি?’
কন্ডাক্টরের মুখ হাঁ! চোখ বড় বড়!
আসলে এটা ছিল ‘উলুখাগড়া’ নাটকে বিনোদের একটা সংলাপ। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল শাঁওলীর।
‘ডাকঘর’ নাটকে অমলের অভিনয় করতেন শাঁওলী। শম্ভু মিত্র শুধু প্রথম অভিনয়ই ঠাকুরদার চরিত্রটি করেছিলেন। এ ছাড়া তিনি প্রতিবার করতেন রাজকবিরাজের চরিত্রটি। শাঁওলী তত দিনে পজ নেওয়া, অ্যাক্টরস লেফট, অ্যাক্টরস রাইট ইত্যাদি শিখে ফেলেছেন। তো, অভিনয়ের প্রথম দিন মঞ্চে অমল আর ঠাকুরদা। তৃতীয় দৃশ্য সেটি। শাঁওলী বুঝতে পারলেন, শম্ভু মিত্র সংলাপ ভুলে গেছেন। কিন্তু সেটি অমলের পজ ধরে নিয়ে বসে আছেন তিনি। শাঁওলীর মুখ তখন দর্শকদের দিকে। ছোট্ট শাঁওলী বুঝতে পারলেন, বাবা যে সংলাপ ভুলে গেছেন, সেটা তিনি বুঝতে পারছেন না। তখন অসুস্থ অমল কাতরাতে কাতরাতে পাশ ফিরল। অর্থাৎ তখন মুখ আর দর্শকের দিকে নয়। ফিস ফিস করে বাবাকে তাঁর সংলাপটা বলে দিলেন শাঁওলী। আর তখনই শম্ভু মিত্র বলতে শুরু করলেন তাঁর সংলাপ।
সূত্র: শাঁওলী মিত্র, তর্পণ, ১৪-১৫
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১১ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১১ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১২ ঘণ্টা আগে