আনিসুল ইসলাম, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়ায় ২১ কোটির অধিক টাকা ব্যয়ে নির্মিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) উদ্বোধনের চার মাসেও নিয়োগ দেওয়া হয়নি কোনো শিক্ষক, আনা হয়নি আনুষঙ্গিক যন্ত্রপাতি। ফলে চালু হয়নি এর কার্যক্রম। কিন্তু বিশাল বিদ্যুৎ বিলের বোঝা জমা হচ্ছে প্রতি মাসেই।
জানা গেছে, প্রায় ২১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বহুতল টিটিসি বাস্তবায়ন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কাপাসিয়ার তরগাঁও এলাকায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। গত ২৮ জুলাই এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কর্তৃপক্ষের কাছে কিছুদিন আগে হস্তান্তর করা হয়েছে প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার উপজেলার তরগাঁও গ্রামে নদীর তীরবর্তী টিটিসির দৃষ্টিনন্দন মূল ফটক ও একাডেমি ভবন সবার চোখে পড়ার মতো। অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, ‘এখনো জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। জনবল নিয়োগ শেষ হলে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে আমি, একজন প্রাথমিক চিকিৎসক ও কারখানা সহকারী নিয়োগ চূড়ান্ত হয়েছে।’
অধ্যক্ষ জানান, টিটিসিতে মোট ৭টি ট্রেড চালু হওয়ার কথা। এগুলো হলো কম্পিউটার অপারেশন ও গ্রাফিকস, মেশিন টুলস অপারেশন, হেভি ড্রাইভিং, গার্মেন্টস, ইলেকট্রিক্যাল, সিভিল কনস্ট্রাকশন। এই ট্রেডগুলো পরিচালনা করতে অন্তত ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগের বিষয়টি দেখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
প্রতিষ্ঠানটির অবকাঠামো সম্পর্কে জানা গেছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বড় তিনটি ভবন রয়েছে। একটি তিন তলা ও দুটি দুই তলা। কিছুদিন আগে টিটিসি কর্তৃপক্ষের কাছে স্থাপনাটি হস্তান্তর করেছে গণপূর্ত বিভাগ। এসব ভবনের উত্তর পাশের ৩ তলা ভবনটি ডরমিটরি, পূর্বপাশের ৩ তলা একাডেমিক ভবন ও পূর্বপাশে চারতলা প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের অফিস। এ ছাড়া প্রতিষ্ঠানে একটি সাবস্টেশন, একটি পাম্প হাউস ও বাইসাইকেল রাখার ঘর আছে। এই প্রতিষ্ঠান থেকে ২০০ মিটারের
মতো দৈর্ঘ্যের সংযোগ সড়কটি এখনো তৈরি হয়নি।
পূর্বপাশে তিন তলা বিল্ডিংয়ে স্থাপন করা হয়েছে বড় পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র। ভেতরে ওয়াকওয়ের পাশের প্রাচীরে ১২ স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ফটক ও প্রাচীরের ওপর এ ধরনের স্ট্রিট লাইট আছে আরও বেশ কয়েকটি।
জানা গেছে, শিক্ষকসহ জনবল নিয়োগ না হলেও পিডিও নামের একটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এতে বিদেশগামী যাত্রীদের বিভিন্ন দেশ সম্বন্ধে অবগতকরণ সম্বন্ধে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে বিভিন্ন দেশের সংস্কৃতি ও কাজের পরিবেশসহ অন্যান্য বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়। গত ২৭ নভেম্বর থেকে পিডিও নামে এই প্রশিক্ষণ চালু করা হয়েছে। ইতিমধ্যে তিনটি ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন ১০৫ জন। চতুর্থ ব্যাচের ৩৯ জনের প্রশিক্ষণ চলছে। এই প্রশিক্ষণের জন্য ভর্তি ফি ২০০ টাকা।
এদিকে প্রতিষ্ঠানটি উদ্বোধনের আগে থেকেই বিদ্যুৎ বিলের বোঝা চাপে পড়েছে। ঠিকাদারদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় টিটিসিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সেখানে দাপ্তরিক কোনো কার্যক্রম চলেনি। অথচ গত আগস্টে ২৯ হাজার ও সেপ্টেম্বরে ৭১ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে প্রতিষ্ঠানের নামে।
অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, ‘এত বেশি বিল আসা অস্বাভাবিক। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলে তারা তদন্ত করে দেখে জানিয়েছে বিলের হিসাব ঠিক আছে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের তো এখনো ফান্ড নাই। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি তারা ব্যবস্থা নেবে বলেছে।’
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, ‘অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। টিটিসির সামনের রাস্তাটিও তৈরি করা হবে।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। আনুষঙ্গিক যন্ত্রপাতি আসা শুরু হয়েছে। বর্তমানে পিডিও নামে প্রাথমিক পর্যায়ে বিদেশে যাঁরা যেতে চান, তাঁদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আশা করছি শিগগিরই বাকি কার্যক্রম শুরু হবে।’
গাজীপুরের কাপাসিয়ায় ২১ কোটির অধিক টাকা ব্যয়ে নির্মিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) উদ্বোধনের চার মাসেও নিয়োগ দেওয়া হয়নি কোনো শিক্ষক, আনা হয়নি আনুষঙ্গিক যন্ত্রপাতি। ফলে চালু হয়নি এর কার্যক্রম। কিন্তু বিশাল বিদ্যুৎ বিলের বোঝা জমা হচ্ছে প্রতি মাসেই।
জানা গেছে, প্রায় ২১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বহুতল টিটিসি বাস্তবায়ন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কাপাসিয়ার তরগাঁও এলাকায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। গত ২৮ জুলাই এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কর্তৃপক্ষের কাছে কিছুদিন আগে হস্তান্তর করা হয়েছে প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার উপজেলার তরগাঁও গ্রামে নদীর তীরবর্তী টিটিসির দৃষ্টিনন্দন মূল ফটক ও একাডেমি ভবন সবার চোখে পড়ার মতো। অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, ‘এখনো জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। জনবল নিয়োগ শেষ হলে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে আমি, একজন প্রাথমিক চিকিৎসক ও কারখানা সহকারী নিয়োগ চূড়ান্ত হয়েছে।’
অধ্যক্ষ জানান, টিটিসিতে মোট ৭টি ট্রেড চালু হওয়ার কথা। এগুলো হলো কম্পিউটার অপারেশন ও গ্রাফিকস, মেশিন টুলস অপারেশন, হেভি ড্রাইভিং, গার্মেন্টস, ইলেকট্রিক্যাল, সিভিল কনস্ট্রাকশন। এই ট্রেডগুলো পরিচালনা করতে অন্তত ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগের বিষয়টি দেখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
প্রতিষ্ঠানটির অবকাঠামো সম্পর্কে জানা গেছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বড় তিনটি ভবন রয়েছে। একটি তিন তলা ও দুটি দুই তলা। কিছুদিন আগে টিটিসি কর্তৃপক্ষের কাছে স্থাপনাটি হস্তান্তর করেছে গণপূর্ত বিভাগ। এসব ভবনের উত্তর পাশের ৩ তলা ভবনটি ডরমিটরি, পূর্বপাশের ৩ তলা একাডেমিক ভবন ও পূর্বপাশে চারতলা প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের অফিস। এ ছাড়া প্রতিষ্ঠানে একটি সাবস্টেশন, একটি পাম্প হাউস ও বাইসাইকেল রাখার ঘর আছে। এই প্রতিষ্ঠান থেকে ২০০ মিটারের
মতো দৈর্ঘ্যের সংযোগ সড়কটি এখনো তৈরি হয়নি।
পূর্বপাশে তিন তলা বিল্ডিংয়ে স্থাপন করা হয়েছে বড় পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র। ভেতরে ওয়াকওয়ের পাশের প্রাচীরে ১২ স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ফটক ও প্রাচীরের ওপর এ ধরনের স্ট্রিট লাইট আছে আরও বেশ কয়েকটি।
জানা গেছে, শিক্ষকসহ জনবল নিয়োগ না হলেও পিডিও নামের একটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এতে বিদেশগামী যাত্রীদের বিভিন্ন দেশ সম্বন্ধে অবগতকরণ সম্বন্ধে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে বিভিন্ন দেশের সংস্কৃতি ও কাজের পরিবেশসহ অন্যান্য বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়। গত ২৭ নভেম্বর থেকে পিডিও নামে এই প্রশিক্ষণ চালু করা হয়েছে। ইতিমধ্যে তিনটি ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন ১০৫ জন। চতুর্থ ব্যাচের ৩৯ জনের প্রশিক্ষণ চলছে। এই প্রশিক্ষণের জন্য ভর্তি ফি ২০০ টাকা।
এদিকে প্রতিষ্ঠানটি উদ্বোধনের আগে থেকেই বিদ্যুৎ বিলের বোঝা চাপে পড়েছে। ঠিকাদারদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় টিটিসিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সেখানে দাপ্তরিক কোনো কার্যক্রম চলেনি। অথচ গত আগস্টে ২৯ হাজার ও সেপ্টেম্বরে ৭১ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে প্রতিষ্ঠানের নামে।
অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, ‘এত বেশি বিল আসা অস্বাভাবিক। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলে তারা তদন্ত করে দেখে জানিয়েছে বিলের হিসাব ঠিক আছে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের তো এখনো ফান্ড নাই। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি তারা ব্যবস্থা নেবে বলেছে।’
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, ‘অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। টিটিসির সামনের রাস্তাটিও তৈরি করা হবে।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। আনুষঙ্গিক যন্ত্রপাতি আসা শুরু হয়েছে। বর্তমানে পিডিও নামে প্রাথমিক পর্যায়ে বিদেশে যাঁরা যেতে চান, তাঁদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আশা করছি শিগগিরই বাকি কার্যক্রম শুরু হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে