সিলেট প্রতিনিধি
সিলেট নগরীতে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু আজ থেকে। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাঁদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ১০০ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মনোনীত ছয় হাজার জনের একটি তালিকা পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্ট লাইনাররা। তাঁদের মধ্য থেকে প্রথম ১০০ জনকে আজ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে এই তালিকায় থাকা সবাইকে এসএমএস পাঠানো হবে এবং তারিখ অনুযায়ী টিকা দেওয়া হবে।
বুস্টার ডোজ হিসেবে কোন টিকা দেওয়া হবে জানতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ হিসেবে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে তিনটি টিকার কথা। সেগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ ক্ষেত্রে টিকাগ্রহীতার টিকা বেছে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে আমাদের কাছে ফাইজারের টিকার পর্যাপ্ত মজুত থাকায় আমরা ফাইজারের টিকাই দেব।’
জাহিদুল ইসলাম আরও জানান, মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে প্রতিদিন রুটিন টিকার সঙ্গে বুস্টার ডোজ দেওয়ার জন্য।
সিলেট নগরীতে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু আজ থেকে। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাঁদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ১০০ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মনোনীত ছয় হাজার জনের একটি তালিকা পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্ট লাইনাররা। তাঁদের মধ্য থেকে প্রথম ১০০ জনকে আজ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে এই তালিকায় থাকা সবাইকে এসএমএস পাঠানো হবে এবং তারিখ অনুযায়ী টিকা দেওয়া হবে।
বুস্টার ডোজ হিসেবে কোন টিকা দেওয়া হবে জানতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ হিসেবে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে তিনটি টিকার কথা। সেগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ ক্ষেত্রে টিকাগ্রহীতার টিকা বেছে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে আমাদের কাছে ফাইজারের টিকার পর্যাপ্ত মজুত থাকায় আমরা ফাইজারের টিকাই দেব।’
জাহিদুল ইসলাম আরও জানান, মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে প্রতিদিন রুটিন টিকার সঙ্গে বুস্টার ডোজ দেওয়ার জন্য।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে