জসিম উদ্দিন, নীলফামারী
পাইকারি বাজারে দাম কম থাকলেও নীলফামারীর খুচরা বাজারে দু-তিন গুণ দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। এবাবে খুচরা বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন ক্রেতারা। অপরদিকে চাষিরা বঞ্চিত হচ্ছেন সবজির ন্যায্যমূল্য থেকে। তবে খুচরা বিক্রেতারা জানান, আড়ত থেকে সবজি ক্রয় করে বাজারে আনতে পরিবহন, কুলি, ট্যাক্স ও কর্মচারী খরচ রয়েছে। তা ছাড়া কাঁচামালে ঘাটতি হয়।
গতকাল বুধবার সৈয়দপুরের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৪ টাকা, শিম ১২ টাকা, নতুন আলু ১৭ টাকা, কাঁচা মরিচ ১৫ টাকা, টমেটো ৪০ টাকা, পটোল ১২ টাকা, ফুলকপি ১৭ টাকা, বরবটি ২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে শহরের খুচরা বাজারের বিক্রেতারা প্রতি কেজি বেগুন ১৫ টাকা, শিম ৩০ টাকা, নতুন আলু ২৪ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, পটোল ৩০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, বরবটি ৩০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শাষকান্দর গ্রামের ফুলকপি চাষি আতাউর রহমান বলেন, ‘জমি থেকে ফুলকপি তুলে পাইকারি বাজারে প্রতি মণ ৫০০-৫৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। পাইকাররা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন ৭০০-৭৫০ টাকা। ওই কপি খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন ১২০০-১৪০০ টাকা দরে।’
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী বলেন, এতে চাষিরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যেমন পাচ্ছেন না, তেমনি সাধারণ ক্রেতারা পণ্য কিনে ঠকছেন। অযাচিতভাবে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল আলম জানান, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২ / ৩ দিনের মধ্যে সৈয়দপুরের পাইকারি ও খুচরা কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হবে।
পাইকারি বাজারে দাম কম থাকলেও নীলফামারীর খুচরা বাজারে দু-তিন গুণ দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। এবাবে খুচরা বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন ক্রেতারা। অপরদিকে চাষিরা বঞ্চিত হচ্ছেন সবজির ন্যায্যমূল্য থেকে। তবে খুচরা বিক্রেতারা জানান, আড়ত থেকে সবজি ক্রয় করে বাজারে আনতে পরিবহন, কুলি, ট্যাক্স ও কর্মচারী খরচ রয়েছে। তা ছাড়া কাঁচামালে ঘাটতি হয়।
গতকাল বুধবার সৈয়দপুরের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৪ টাকা, শিম ১২ টাকা, নতুন আলু ১৭ টাকা, কাঁচা মরিচ ১৫ টাকা, টমেটো ৪০ টাকা, পটোল ১২ টাকা, ফুলকপি ১৭ টাকা, বরবটি ২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে শহরের খুচরা বাজারের বিক্রেতারা প্রতি কেজি বেগুন ১৫ টাকা, শিম ৩০ টাকা, নতুন আলু ২৪ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, পটোল ৩০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, বরবটি ৩০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শাষকান্দর গ্রামের ফুলকপি চাষি আতাউর রহমান বলেন, ‘জমি থেকে ফুলকপি তুলে পাইকারি বাজারে প্রতি মণ ৫০০-৫৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। পাইকাররা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন ৭০০-৭৫০ টাকা। ওই কপি খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন ১২০০-১৪০০ টাকা দরে।’
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী বলেন, এতে চাষিরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যেমন পাচ্ছেন না, তেমনি সাধারণ ক্রেতারা পণ্য কিনে ঠকছেন। অযাচিতভাবে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল আলম জানান, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২ / ৩ দিনের মধ্যে সৈয়দপুরের পাইকারি ও খুচরা কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে