ক্রীড়া ডেস্ক
উইম্বলডনে নারী এককের ফাইনাল ম্যাচটি শুরুর হওয়ার আগেই ইতিহাসের নতুন বৃত্তে ঢুকে পড়েছে। ওনস জাবেউর কিংবা এলেনা রায়বানিকার মধ্যকার লড়াইয়ে জয় যারই হোক, এই ম্যাচ দিয়ে রচিত হবে নতুন ইতিহাস। কাছের বন্ধু তাতিয়ানা মারিয়াকে হারিয়ে প্রথম আরব হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালের টিকিট পেয়েছেন তিউনিসিয়ার জাবেউর। আর রায়বানিকা কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে উঠেছেন কোনো এককের ফাইনালে। জয়টা শেষ পর্যন্ত তাই যারই হোক, নতুন করে ইতিহাসটা লিখতেই হবে।
জাবেউরের ফাইনালে ওঠা অবশ্য কোনো চমক নয়। গত বছরের উইম্বলডনেই প্রথম আলোaচনায় আসেন জাবেউর। টেনিস দুনিয়ায় নতুন আরব বসন্ত হিসেবে পরিচিতি পেয়েছিলেন সেবারই। এরপর কোর্টে কিছু সময় সংগ্রামও করতে হয় তাঁকে। তবে সেসব ভুলে এবারের উইম্বলডনে ফেবারিট হিসেবেই যাত্রা শুরু করেন তিউনিসিয়ার এই টেনিস তারকা। উইম্বলডনের মূল লড়াইয়ে অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। দাপটের সঙ্গে খেলেই ফাইনাল নিশ্চিত করেছেন এই আরবকন্যা।
জাবেউরের ফাইনালে ওঠা নিয়ে কোনো বিস্ময় নেই। র্যাঙ্কিং ও ছন্দ তাঁকে ফেবারিটের তকমা দিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। তবে রায়বানিকাকে ঘিরে প্রত্যাশা ছিল সামান্যই। র্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা এই খেলোয়াড়কে নিয়ে তেমন কোনো আলোচনাও ছিল না। তবে নারীদের টেনিসের অনিশ্চয়তা ও রহস্যময়তাকে কাজে লাগিয়ে ঠিকই বাজিমাত করেছেন এই কাজাখ নারী।
ফাইনালে জোকোভিচ
ক্যামেরুন নরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালের লড়াইয়ে ব্রিটিশ টেনিস তারকা নরিকে ২-৬,৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ। এই জয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন জোকোভিচ। আগামীকাল ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নিক কিরগিওস। চোটে পড়ে রাফায়েল নাদাল সরে যাওয়ায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবেন কিরগিওস।
উইম্বলডনে নারী এককের ফাইনাল ম্যাচটি শুরুর হওয়ার আগেই ইতিহাসের নতুন বৃত্তে ঢুকে পড়েছে। ওনস জাবেউর কিংবা এলেনা রায়বানিকার মধ্যকার লড়াইয়ে জয় যারই হোক, এই ম্যাচ দিয়ে রচিত হবে নতুন ইতিহাস। কাছের বন্ধু তাতিয়ানা মারিয়াকে হারিয়ে প্রথম আরব হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালের টিকিট পেয়েছেন তিউনিসিয়ার জাবেউর। আর রায়বানিকা কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে উঠেছেন কোনো এককের ফাইনালে। জয়টা শেষ পর্যন্ত তাই যারই হোক, নতুন করে ইতিহাসটা লিখতেই হবে।
জাবেউরের ফাইনালে ওঠা অবশ্য কোনো চমক নয়। গত বছরের উইম্বলডনেই প্রথম আলোaচনায় আসেন জাবেউর। টেনিস দুনিয়ায় নতুন আরব বসন্ত হিসেবে পরিচিতি পেয়েছিলেন সেবারই। এরপর কোর্টে কিছু সময় সংগ্রামও করতে হয় তাঁকে। তবে সেসব ভুলে এবারের উইম্বলডনে ফেবারিট হিসেবেই যাত্রা শুরু করেন তিউনিসিয়ার এই টেনিস তারকা। উইম্বলডনের মূল লড়াইয়ে অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। দাপটের সঙ্গে খেলেই ফাইনাল নিশ্চিত করেছেন এই আরবকন্যা।
জাবেউরের ফাইনালে ওঠা নিয়ে কোনো বিস্ময় নেই। র্যাঙ্কিং ও ছন্দ তাঁকে ফেবারিটের তকমা দিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। তবে রায়বানিকাকে ঘিরে প্রত্যাশা ছিল সামান্যই। র্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা এই খেলোয়াড়কে নিয়ে তেমন কোনো আলোচনাও ছিল না। তবে নারীদের টেনিসের অনিশ্চয়তা ও রহস্যময়তাকে কাজে লাগিয়ে ঠিকই বাজিমাত করেছেন এই কাজাখ নারী।
ফাইনালে জোকোভিচ
ক্যামেরুন নরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালের লড়াইয়ে ব্রিটিশ টেনিস তারকা নরিকে ২-৬,৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ। এই জয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন জোকোভিচ। আগামীকাল ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ নিক কিরগিওস। চোটে পড়ে রাফায়েল নাদাল সরে যাওয়ায় সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলবেন কিরগিওস।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে