জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি চারটি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট (স্লিপ) প্রকল্প’র অর্থ খরচে অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পৃথকভাবে এসব অভিযোগ করা হয়।
এলাকাবাসী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র সংস্কার কাজের জন্য সরকার থেকে স্লিপের বরাদ্দ আসে। প্রতিটি বিদ্যালয়ে ৫০ হাজার টাকা করে বরাদ্দ হলেও অনেক বিদ্যালয়ে এসব টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার আউদত পূর্ব বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অর্থ বছরে বরাদ্দকৃত স্লিপের অর্থের কোন কাজ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা বৈদ্য বলেন, বরাদ্দকৃত ৫০ হাজার টাকা থেকে স্কুলের সামনে মাটি ভরাটের কাজ ও কিছু বেঞ্চের কাজ করেছি। ১৭ হাজার টাকা আমাদের কাছে আছে। কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বাকি টাকার কাজ করব।
পূর্ব বুধরাইল আউদত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দু নেছা বলেন, স্কুলের নতুন কমিটি গঠনের পর এই টাকা দিয়ে কাজ করব। স্লিপের বরাদ্দ টাকা জমা রয়েছে।
সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, সরকারের বরাদ্দ করা স্লিপের অর্থের কাজ হয়েছে। কোন অনিয়ম হয়নি। পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার বলেন, বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও বেঞ্চের কাজ করিয়েছি। কোনও অনিয়ম হয়নি।
উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহ্বায়ক রুমানুল হক বলেন, এ উপজেলার বিদ্যালয়গুলোতে প্রায়ই স্লিপের অর্থ খরচ নিয়ে প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে দ্বন্দ্বের খবর পাওয়া যায়। এ খাতের অর্থ খরচে মনিটরিং বাড়ানো দরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, চারটি বিদ্যালয়ে কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেব।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি চারটি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট (স্লিপ) প্রকল্প’র অর্থ খরচে অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পৃথকভাবে এসব অভিযোগ করা হয়।
এলাকাবাসী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র সংস্কার কাজের জন্য সরকার থেকে স্লিপের বরাদ্দ আসে। প্রতিটি বিদ্যালয়ে ৫০ হাজার টাকা করে বরাদ্দ হলেও অনেক বিদ্যালয়ে এসব টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার আউদত পূর্ব বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অর্থ বছরে বরাদ্দকৃত স্লিপের অর্থের কোন কাজ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা বৈদ্য বলেন, বরাদ্দকৃত ৫০ হাজার টাকা থেকে স্কুলের সামনে মাটি ভরাটের কাজ ও কিছু বেঞ্চের কাজ করেছি। ১৭ হাজার টাকা আমাদের কাছে আছে। কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বাকি টাকার কাজ করব।
পূর্ব বুধরাইল আউদত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দু নেছা বলেন, স্কুলের নতুন কমিটি গঠনের পর এই টাকা দিয়ে কাজ করব। স্লিপের বরাদ্দ টাকা জমা রয়েছে।
সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, সরকারের বরাদ্দ করা স্লিপের অর্থের কাজ হয়েছে। কোন অনিয়ম হয়নি। পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার বলেন, বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও বেঞ্চের কাজ করিয়েছি। কোনও অনিয়ম হয়নি।
উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহ্বায়ক রুমানুল হক বলেন, এ উপজেলার বিদ্যালয়গুলোতে প্রায়ই স্লিপের অর্থ খরচ নিয়ে প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে দ্বন্দ্বের খবর পাওয়া যায়। এ খাতের অর্থ খরচে মনিটরিং বাড়ানো দরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, চারটি বিদ্যালয়ে কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেব।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে