মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী)
শারীরিক প্রতিবন্ধকতা মো. হাবিবুর রহমানের মেধাকে আটকে রাখতে পারেনি। দুই হাত নেই, পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে হাবিব। জেএসসি এবং দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষাও দিচ্ছে পা দিয়ে লিখে।
হার না মানা মো. হাবিবুর রহমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েতখালী গ্রামের মো. আ. সামাদের ছেলে।
গতকাল রোববার পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে দেখা গেছে মো. হাবিবুর রহমানকে। জানা গেছে, হাবিবুর রহমান প্রথমে তার গ্রামের হেমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০১৫ সালে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে জেএসসি পরীক্ষায় ৪.৬৩ নম্বর নিয়ে পাস করে সে। ২০১৮ সালে দাখিল পরীক্ষায় ৪.৬১ নম্বর নিয়ে পাস করে। একই মাদ্রাসা থেকে এবার পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে সে।
পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. হেদায়েতুল ইসলাম বলেন, হাবিব আমার মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র। সে প্রতিটি ক্লাসেই ভালো করে। আজকে আলিম পরীক্ষা দিতে আসছে। হাবিব আমাদের মাদ্রাসা এবং দেশের গর্ব। তাকে নিয়ে আমরা অনেক আশাবাদী, তবে তার পরিবার দরিদ্র।
পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম বলেন, ‘জন্মগত শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান আমার তত্ত্বাবধানে এই কেন্দ্রেই জেএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছে। আলিম পরীক্ষাও দিচ্ছে। পা দিয়ে লেখা হলেও লেখা দেখে বোঝার উপায় নেই যে, পা দিয়ে লিখেছে। হাবিব অতিদরিদ্র পরিবারের সন্তান। সাহায্য-সহযোগিতা পেলে হয়তো আরও অনেকদূর এগিয়ে যাবে সে।’
শারীরিক প্রতিবন্ধকতা মো. হাবিবুর রহমানের মেধাকে আটকে রাখতে পারেনি। দুই হাত নেই, পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে হাবিব। জেএসসি এবং দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষাও দিচ্ছে পা দিয়ে লিখে।
হার না মানা মো. হাবিবুর রহমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েতখালী গ্রামের মো. আ. সামাদের ছেলে।
গতকাল রোববার পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে দেখা গেছে মো. হাবিবুর রহমানকে। জানা গেছে, হাবিবুর রহমান প্রথমে তার গ্রামের হেমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০১৫ সালে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে জেএসসি পরীক্ষায় ৪.৬৩ নম্বর নিয়ে পাস করে সে। ২০১৮ সালে দাখিল পরীক্ষায় ৪.৬১ নম্বর নিয়ে পাস করে। একই মাদ্রাসা থেকে এবার পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে সে।
পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. হেদায়েতুল ইসলাম বলেন, হাবিব আমার মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র। সে প্রতিটি ক্লাসেই ভালো করে। আজকে আলিম পরীক্ষা দিতে আসছে। হাবিব আমাদের মাদ্রাসা এবং দেশের গর্ব। তাকে নিয়ে আমরা অনেক আশাবাদী, তবে তার পরিবার দরিদ্র।
পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম বলেন, ‘জন্মগত শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান আমার তত্ত্বাবধানে এই কেন্দ্রেই জেএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছে। আলিম পরীক্ষাও দিচ্ছে। পা দিয়ে লেখা হলেও লেখা দেখে বোঝার উপায় নেই যে, পা দিয়ে লিখেছে। হাবিব অতিদরিদ্র পরিবারের সন্তান। সাহায্য-সহযোগিতা পেলে হয়তো আরও অনেকদূর এগিয়ে যাবে সে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে