মাহাথির মুহাম্মদ
কম্ব ওভার হেয়ার কাট
এই চুলের কাটটি সেই সব পুরুষের জন্য যথার্থ, যাঁরা কোনো মেকি ভাব ছাড়াই ফরমাল লুক নিতে চান।
এ কাটটি ক্ল্যাসিক এবং সব সময়ের সঙ্গে মানানসই। একেবারেই ক্লিন শেভের চেয়ে মুখে দাড়ির সঙ্গে মানিয়ে গিয়েই বরং এই চুলের কাটটি দারুণ লুক তৈরি করে।
কুইফ
আধুনিক লুক নিতে যে পুরুষদের ভুল হয় না, চুলের এই ছাঁট তাঁদের জন্য। এই ছাঁটটিতে মাথার মাঝখানের অংশের চুল যদিও কিছুটা অগোছালো থাকে, কিন্তু বেশ কিছুদিন ভালোভাবে আঁচড়ে রাখা গেলে একসময় তা সেট হয়ে যায়। এই ছাঁটটি পেশাদার ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া সবার জন্যই মানানসই।
মেসি হেয়ার
মেসি হেয়ার কাট স্পোর্টি, উচ্ছলতা ও সৃজনশীলতার পরিচয়ই বহন করে। ক্যাজুয়াল লুক দেয় বলে এ ছাঁট পুরুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। চুল লম্বা হোক বা ছোট, মেসি স্টাইলে প্রায় সবাইকে মানিয়ে যায়। আর হ্যাঁ, করপোরেট পুরুষদের চিন্তার কিছু নেই। অফিসে যাওয়ার আগে চিরুনি খানিক বুলিয়ে নিলেই হলো।
আফ্রো
এই ক্ল্যাসিক চুলের কাটটি ষাট ও সত্তরের দশকে বেশ জনপ্রিয় ছিল। তবে এই ছাঁট আবার ফিরে এসেছে এবং কোঁকড়া চুলের লোকজনের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আফ্রো কেবল একটি চুলের স্টাইল নয়। এটি বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদেরও আত্মপরিচয় ও আত্মসচেতনতার প্রতীক।
হাই অ্যান্ড টাইট
হাই অ্যান্ড টাইট সেনাবাহিনী অনুপ্রাণিত একটি হেয়ারকাট। এই কাটে পেছনের চুল একদম ছোট করে ছাঁটা থাকলেও সামনের চুল কিছুটা বড় থাকে। আপনি কোনো কোম্পানির সিইও হন আর কোনো ব্যায়ামবীরই হন না কেন; এই ছাঁটে খুব অল্প যত্নেও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।
কম্ব ওভার হেয়ার কাট
এই চুলের কাটটি সেই সব পুরুষের জন্য যথার্থ, যাঁরা কোনো মেকি ভাব ছাড়াই ফরমাল লুক নিতে চান।
এ কাটটি ক্ল্যাসিক এবং সব সময়ের সঙ্গে মানানসই। একেবারেই ক্লিন শেভের চেয়ে মুখে দাড়ির সঙ্গে মানিয়ে গিয়েই বরং এই চুলের কাটটি দারুণ লুক তৈরি করে।
কুইফ
আধুনিক লুক নিতে যে পুরুষদের ভুল হয় না, চুলের এই ছাঁট তাঁদের জন্য। এই ছাঁটটিতে মাথার মাঝখানের অংশের চুল যদিও কিছুটা অগোছালো থাকে, কিন্তু বেশ কিছুদিন ভালোভাবে আঁচড়ে রাখা গেলে একসময় তা সেট হয়ে যায়। এই ছাঁটটি পেশাদার ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া সবার জন্যই মানানসই।
মেসি হেয়ার
মেসি হেয়ার কাট স্পোর্টি, উচ্ছলতা ও সৃজনশীলতার পরিচয়ই বহন করে। ক্যাজুয়াল লুক দেয় বলে এ ছাঁট পুরুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। চুল লম্বা হোক বা ছোট, মেসি স্টাইলে প্রায় সবাইকে মানিয়ে যায়। আর হ্যাঁ, করপোরেট পুরুষদের চিন্তার কিছু নেই। অফিসে যাওয়ার আগে চিরুনি খানিক বুলিয়ে নিলেই হলো।
আফ্রো
এই ক্ল্যাসিক চুলের কাটটি ষাট ও সত্তরের দশকে বেশ জনপ্রিয় ছিল। তবে এই ছাঁট আবার ফিরে এসেছে এবং কোঁকড়া চুলের লোকজনের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আফ্রো কেবল একটি চুলের স্টাইল নয়। এটি বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদেরও আত্মপরিচয় ও আত্মসচেতনতার প্রতীক।
হাই অ্যান্ড টাইট
হাই অ্যান্ড টাইট সেনাবাহিনী অনুপ্রাণিত একটি হেয়ারকাট। এই কাটে পেছনের চুল একদম ছোট করে ছাঁটা থাকলেও সামনের চুল কিছুটা বড় থাকে। আপনি কোনো কোম্পানির সিইও হন আর কোনো ব্যায়ামবীরই হন না কেন; এই ছাঁটে খুব অল্প যত্নেও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে