ডা. মো. আরমান হোসেন রনি
অনেক মা চিকিৎসকের কাছে আসেন তাঁদের সন্তানদের চোখে পানি আসা এবং ময়লার সমস্যা নিয়ে। তাঁরা প্রায়ই যে কথাটি বলেন তা হলো, শিশুর জন্মের কয়েক দিন পর থেকে এক বা উভয় চোখ দিয়ে পানি ও ময়লা আসে। তাঁদের ধারণা, চোখে বুকের দুধ ছিটকে পড়েছে অথবা শিশুর হাতের নখের আঁচড় লেগেছে।
মানুষের চোখের সঙ্গে নাকের একটা যোগাযোগ আছে। এটাকে নেত্রনালি বলে। এ জন্য মানুষ কাঁদলে চোখের পানি নাকে চলে যায়। একে ন্যাসো ল্যাকরিমাল ডাক্ট বলে।
গবেষণায় দেখা গেছে, ২০ শতাংশ নবজাতকের ক্ষেত্রে এই নালি জন্মের পর বন্ধ থাকে। একে বলে জন্মগত ন্যাসো ল্যাকরিমাল ডাক্ট ব্লক। সঠিক চিকিৎসায় ৯৫ শতাংশ ক্ষেত্রে এক বছরের মধ্যে এই নালি স্বাভাবিক হয়ে যায়। সমস্যা হচ্ছে, মায়েদের ভুল ধারণায়। তাঁরা মনে করেন, দুধ পড়েছে, এমনিতেই ভালো হয়ে যাবে।
মূলত দুধ নয়। এটা শিশুর জন্মগত সমস্যা, যা এমনিতে অনেকের ভালো হয়। অধিকাংশই হয় না। চিকিৎসা না করানোর জন্য চোখের প্রদাহ এবং নেত্রনালির প্রদাহ হয়ে যায়, যা শিশু ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
চিকিৎসা
অ্যান্টিবায়োটিক ড্রপ এবং ম্যাসাজ। সঠিক নিয়মে ম্যাসাজ করলে অধিকাংশ শিশু সুস্থ হয়ে যায়। একে বলে হাইড্রোস্টাটিক ন্যাসো ল্যাকরিমাল ম্য়াসাজ।
ম্যাসাজের পদ্ধতি
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন অন্তত ৪০ বার ম্য়াসাজ করতে হবে। প্রতিবার ড্রপ দেওয়ার পরে ১০ বার করে, দিনে চার ধাপে ৪০ বার ম্য়াসাজ করতে হবে। ম্যাসাজে ভালো না হলে আট মাস থেকে এক বছরের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে মাইনর সার্জারি কিংবা ডাক্ট প্রোবিং করার প্রয়োজন হতে পারে।
সাবধানতা
কোনো কোনো শিশুর চোখ দিয়ে পানি পড়ার ভিন্ন কারণ থাকে। শিশুদের গ্লুকোমার মতো কারণও থাকতে পারে। চক্ষু চিকিৎসক সেটা নির্ণয় করবেন। শিশুর চোখের যত্নে কোনো অবহেলা করবেন না।
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
অনেক মা চিকিৎসকের কাছে আসেন তাঁদের সন্তানদের চোখে পানি আসা এবং ময়লার সমস্যা নিয়ে। তাঁরা প্রায়ই যে কথাটি বলেন তা হলো, শিশুর জন্মের কয়েক দিন পর থেকে এক বা উভয় চোখ দিয়ে পানি ও ময়লা আসে। তাঁদের ধারণা, চোখে বুকের দুধ ছিটকে পড়েছে অথবা শিশুর হাতের নখের আঁচড় লেগেছে।
মানুষের চোখের সঙ্গে নাকের একটা যোগাযোগ আছে। এটাকে নেত্রনালি বলে। এ জন্য মানুষ কাঁদলে চোখের পানি নাকে চলে যায়। একে ন্যাসো ল্যাকরিমাল ডাক্ট বলে।
গবেষণায় দেখা গেছে, ২০ শতাংশ নবজাতকের ক্ষেত্রে এই নালি জন্মের পর বন্ধ থাকে। একে বলে জন্মগত ন্যাসো ল্যাকরিমাল ডাক্ট ব্লক। সঠিক চিকিৎসায় ৯৫ শতাংশ ক্ষেত্রে এক বছরের মধ্যে এই নালি স্বাভাবিক হয়ে যায়। সমস্যা হচ্ছে, মায়েদের ভুল ধারণায়। তাঁরা মনে করেন, দুধ পড়েছে, এমনিতেই ভালো হয়ে যাবে।
মূলত দুধ নয়। এটা শিশুর জন্মগত সমস্যা, যা এমনিতে অনেকের ভালো হয়। অধিকাংশই হয় না। চিকিৎসা না করানোর জন্য চোখের প্রদাহ এবং নেত্রনালির প্রদাহ হয়ে যায়, যা শিশু ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
চিকিৎসা
অ্যান্টিবায়োটিক ড্রপ এবং ম্যাসাজ। সঠিক নিয়মে ম্যাসাজ করলে অধিকাংশ শিশু সুস্থ হয়ে যায়। একে বলে হাইড্রোস্টাটিক ন্যাসো ল্যাকরিমাল ম্য়াসাজ।
ম্যাসাজের পদ্ধতি
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন অন্তত ৪০ বার ম্য়াসাজ করতে হবে। প্রতিবার ড্রপ দেওয়ার পরে ১০ বার করে, দিনে চার ধাপে ৪০ বার ম্য়াসাজ করতে হবে। ম্যাসাজে ভালো না হলে আট মাস থেকে এক বছরের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে মাইনর সার্জারি কিংবা ডাক্ট প্রোবিং করার প্রয়োজন হতে পারে।
সাবধানতা
কোনো কোনো শিশুর চোখ দিয়ে পানি পড়ার ভিন্ন কারণ থাকে। শিশুদের গ্লুকোমার মতো কারণও থাকতে পারে। চক্ষু চিকিৎসক সেটা নির্ণয় করবেন। শিশুর চোখের যত্নে কোনো অবহেলা করবেন না।
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে