অরূপ রায়, সাভার
সারা দেশের অবৈধ তিন চাকার যান চিহ্নিত ও অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের পরেও ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে কয়েক হাজার ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল করছে। অবৈধ এসব যানবাহন থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা আদায় করছেন প্রভাবশালীরা।
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক, সিঅ্যান্ডবি-আশুলিয়া, বিশমাইল-জিরাবো, সাভার বাসস্ট্যান্ড-রাজাসন সড়ক, পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কে অন্তত ৩০ হাজার ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল করে। কতিপয় ব্যক্তি পার্কিং ও পৌরসভার ইজারার কথা বলে বিভিন্ন এলাকায় এসব যানবাহন থেকে চাঁদা আদায় করে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড-রাজাসন সড়কে প্রায় দুই হাজার ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে চাঁদা আদায় করা হয়। এসব যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক ও পিকআপ থেকেও এই সড়কে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসস্ট্যান্ড-রাজাসন সড়কে বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ২০ টাকা এবং অটোরিকশা থেকে প্রতিদিন ১০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। একই সড়কে শাহীবাগ চৌরাস্তার মোড়ে পৌরসভার ইজারার কথা বলে পণ্যবাহী ট্রাক থেকে ১০০ টাকা, কাভার্ড ভ্যান থেকে ১২০ টাকা, লরি থেকে ১৫০ টাকা, পিকআপ ভ্যান থেকে আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
সাভার নামাবাজার সেতুর ঢালে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে ১০ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এ ছাড়া সেতুর ঢালে যাত্রী বহনকারী মোটরসাইকেল থেকেও বিভিন্ন হারে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
গতকাল শনিবার সকালে রাজাসন সড়কে গিয়ে শাহীবাগ চৌরাস্তায় কয়েকজন তরুণকে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করতে দেখা যায়। কয়েক গজ দূরে দাঁড়িয়ে কয়েকজন যুবক চাঁদা আদায়কারীদের নজরদারি করছিলেন।
চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত এক তরুণকে জিজ্ঞাসাবাদ করতেই কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা যুবকেরা এসে এ প্রতিবেদকের পরিচয়সহ জিজ্ঞাসাবাদের কারণ জানতে চান। পরিচয় দেওয়ার পর তাঁরা (যুবকেরা) ওই তরুণদের সেখান থেকে তাড়িয়ে দেন। এর এক ঘণ্টা পর শাহীবাগ চৌরাস্তায় গিয়ে ওই তরুণদের আগের মতোই চাঁদা আদায় করতে দেখা যায়। তখন যুবকদের কেউ ছিলেন না।
এ সময় চাঁদা আদায়কারীদের একজন বলেন, ‘সকালে যে বড় ভাইদের দেখলেন, তাঁদের কথায় আমরা চাঁদা আদায় করি। আমরা দিন গেলে পারিশ্রমিক পাই। চাঁদার সব টাকা তাঁরাই নিয়ে যান।’
সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাজাসন সড়কের কয়েক গজ ভেতরে লাঠি হাতে এক তরুণকে ইজিবাইক ও রিকশা থেকে চাঁদা আদায় করতে দেখা যায়। চাঁদা আদায়ের পর তিনি রঙিন চক দিয়ে রিকশা ও যানবাহনে তারিখ বসিয়ে দিচ্ছিলেন। পরিচয়সহ চাঁদা আদায়ের কারণ জানতে চাইলে তিনি কোনো কথা না বলে দ্রুত সটকে পড়েন।
রাজাসন সড়কের ইজিবাইকচালক আব্দুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা দিনের যেকোনো সময় ইজিবাইক ও রিকশা থেকে চাঁদা আদায় করে থাকেন। কেউ বাধা দিলে চাঁদা আদায়কারীরা তাঁদের লাঞ্ছিত করেন।
ট্রাকচালক আব্দুস সালাম বলেন, রাসেলসহ কয়েকজন তরুণ প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শাহীবাগ চৌরাস্তার মোড়ে অবস্থান নেন। সাভার নামাবাজার থেকে পণ্য নিয়ে ট্রাক, লরি বা পিকআপ ভ্যান চৌরাস্তার মোড়ে পৌঁছালে ওই তরুণেরা পৌরসভার ইজারাদারের রসিদ দিয়ে চাঁদা আদায় করেন।
জানতে চাইলে পৌরসভার ইজারাদার মাসুম দেওয়ান বলেন, ‘এ রকম অভিযোগ আমিও পেয়েছি। লোক পাঠিয়ে চাঁদাবাজদের ধরার চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি।’
সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি বলেন, পৌর এলাকার ভেতরে মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ডে যানবাহনে পণ্য লোড-আনলোডসহ নামাবাজারের ট্রাকস্ট্যান্ড পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে পণ্যবোঝাই যানবাহন থেকে কোনো চাঁদা বা ইজারা আদায় করা যাবে না। আগামী বছর ইজারা দেওয়ার সময় শর্তগুলো আরও স্পষ্ট করে দেওয়া হবে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশের অবৈধ তিন চাকার যান চিহ্নিত ও অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের পরেও ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে কয়েক হাজার ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল করছে। অবৈধ এসব যানবাহন থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা আদায় করছেন প্রভাবশালীরা।
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক, সিঅ্যান্ডবি-আশুলিয়া, বিশমাইল-জিরাবো, সাভার বাসস্ট্যান্ড-রাজাসন সড়ক, পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কে অন্তত ৩০ হাজার ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল করে। কতিপয় ব্যক্তি পার্কিং ও পৌরসভার ইজারার কথা বলে বিভিন্ন এলাকায় এসব যানবাহন থেকে চাঁদা আদায় করে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড-রাজাসন সড়কে প্রায় দুই হাজার ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে চাঁদা আদায় করা হয়। এসব যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক ও পিকআপ থেকেও এই সড়কে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসস্ট্যান্ড-রাজাসন সড়কে বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ২০ টাকা এবং অটোরিকশা থেকে প্রতিদিন ১০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। একই সড়কে শাহীবাগ চৌরাস্তার মোড়ে পৌরসভার ইজারার কথা বলে পণ্যবাহী ট্রাক থেকে ১০০ টাকা, কাভার্ড ভ্যান থেকে ১২০ টাকা, লরি থেকে ১৫০ টাকা, পিকআপ ভ্যান থেকে আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
সাভার নামাবাজার সেতুর ঢালে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে ১০ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এ ছাড়া সেতুর ঢালে যাত্রী বহনকারী মোটরসাইকেল থেকেও বিভিন্ন হারে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
গতকাল শনিবার সকালে রাজাসন সড়কে গিয়ে শাহীবাগ চৌরাস্তায় কয়েকজন তরুণকে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করতে দেখা যায়। কয়েক গজ দূরে দাঁড়িয়ে কয়েকজন যুবক চাঁদা আদায়কারীদের নজরদারি করছিলেন।
চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত এক তরুণকে জিজ্ঞাসাবাদ করতেই কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা যুবকেরা এসে এ প্রতিবেদকের পরিচয়সহ জিজ্ঞাসাবাদের কারণ জানতে চান। পরিচয় দেওয়ার পর তাঁরা (যুবকেরা) ওই তরুণদের সেখান থেকে তাড়িয়ে দেন। এর এক ঘণ্টা পর শাহীবাগ চৌরাস্তায় গিয়ে ওই তরুণদের আগের মতোই চাঁদা আদায় করতে দেখা যায়। তখন যুবকদের কেউ ছিলেন না।
এ সময় চাঁদা আদায়কারীদের একজন বলেন, ‘সকালে যে বড় ভাইদের দেখলেন, তাঁদের কথায় আমরা চাঁদা আদায় করি। আমরা দিন গেলে পারিশ্রমিক পাই। চাঁদার সব টাকা তাঁরাই নিয়ে যান।’
সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাজাসন সড়কের কয়েক গজ ভেতরে লাঠি হাতে এক তরুণকে ইজিবাইক ও রিকশা থেকে চাঁদা আদায় করতে দেখা যায়। চাঁদা আদায়ের পর তিনি রঙিন চক দিয়ে রিকশা ও যানবাহনে তারিখ বসিয়ে দিচ্ছিলেন। পরিচয়সহ চাঁদা আদায়ের কারণ জানতে চাইলে তিনি কোনো কথা না বলে দ্রুত সটকে পড়েন।
রাজাসন সড়কের ইজিবাইকচালক আব্দুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা দিনের যেকোনো সময় ইজিবাইক ও রিকশা থেকে চাঁদা আদায় করে থাকেন। কেউ বাধা দিলে চাঁদা আদায়কারীরা তাঁদের লাঞ্ছিত করেন।
ট্রাকচালক আব্দুস সালাম বলেন, রাসেলসহ কয়েকজন তরুণ প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শাহীবাগ চৌরাস্তার মোড়ে অবস্থান নেন। সাভার নামাবাজার থেকে পণ্য নিয়ে ট্রাক, লরি বা পিকআপ ভ্যান চৌরাস্তার মোড়ে পৌঁছালে ওই তরুণেরা পৌরসভার ইজারাদারের রসিদ দিয়ে চাঁদা আদায় করেন।
জানতে চাইলে পৌরসভার ইজারাদার মাসুম দেওয়ান বলেন, ‘এ রকম অভিযোগ আমিও পেয়েছি। লোক পাঠিয়ে চাঁদাবাজদের ধরার চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি।’
সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি বলেন, পৌর এলাকার ভেতরে মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ডে যানবাহনে পণ্য লোড-আনলোডসহ নামাবাজারের ট্রাকস্ট্যান্ড পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে পণ্যবোঝাই যানবাহন থেকে কোনো চাঁদা বা ইজারা আদায় করা যাবে না। আগামী বছর ইজারা দেওয়ার সময় শর্তগুলো আরও স্পষ্ট করে দেওয়া হবে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৬ ঘণ্টা আগে