নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে (২৩) মারধর, ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনকে (৩৮) ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আসামি যুবলীগ নেতা ফুয়াদ ওই নারীকে অফিসে ডেকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান পিবিআইয়ের কুমিল্লা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এর আগে গতকাল সকালে চাটখিল থানা থেকে ভুক্তভোগীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ ৮ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত করছেন জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা।
জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় দুজনকে আসামি করে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। গত সোমবার বিকেলে মামলার প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হোটেলে নিজের নাম মাসুদ রানা ও বাবার নাম একরামুল হক ব্যবহার করে অবস্থান করছিলেন। ছদ্মনাম ধারণ করে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন ও ভুক্তভোগী নারীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফুয়াদ গৃহবধূকে জোর করে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
পিবিআইয়ের মো. মিজানুর রহমান বলেন, ‘কারও সঙ্গে সম্পর্ক গড়তে আমাদের সমাজের নারী বা তরুণীদের আরও সচেতন হতে হবে। এ নারী প্রলোভনে পড়ে অনিরাপদ স্থানে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি তদন্ত শেষে আদালতে উপস্থাপন করা হবে।’
গতকাল সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে দুপুরে তিনি আদালতে জবানবন্দি দেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন যুবলীগ নেতা ফুয়াদ আল মতিন। প্রথমে তাঁকে চড়থাপ্পড় ও পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ধারণ করে ফুয়াদের এক সহযোগী। ফুয়াদ আল মতিন চাটখিলের পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের অধ্যাপক আবদুল মতিনের ছেলে।
নোয়াখালীর চাটখিলে চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে (২৩) মারধর, ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনকে (৩৮) ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আসামি যুবলীগ নেতা ফুয়াদ ওই নারীকে অফিসে ডেকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান পিবিআইয়ের কুমিল্লা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এর আগে গতকাল সকালে চাটখিল থানা থেকে ভুক্তভোগীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ ৮ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত করছেন জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা।
জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় দুজনকে আসামি করে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। গত সোমবার বিকেলে মামলার প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হোটেলে নিজের নাম মাসুদ রানা ও বাবার নাম একরামুল হক ব্যবহার করে অবস্থান করছিলেন। ছদ্মনাম ধারণ করে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন ও ভুক্তভোগী নারীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফুয়াদ গৃহবধূকে জোর করে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
পিবিআইয়ের মো. মিজানুর রহমান বলেন, ‘কারও সঙ্গে সম্পর্ক গড়তে আমাদের সমাজের নারী বা তরুণীদের আরও সচেতন হতে হবে। এ নারী প্রলোভনে পড়ে অনিরাপদ স্থানে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি তদন্ত শেষে আদালতে উপস্থাপন করা হবে।’
গতকাল সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে দুপুরে তিনি আদালতে জবানবন্দি দেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন যুবলীগ নেতা ফুয়াদ আল মতিন। প্রথমে তাঁকে চড়থাপ্পড় ও পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ধারণ করে ফুয়াদের এক সহযোগী। ফুয়াদ আল মতিন চাটখিলের পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের অধ্যাপক আবদুল মতিনের ছেলে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে