রেজা করিম, ঢাকা
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আপসের সম্পর্কটা বেশ পুরোনো। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় গড়ে ওঠা এই সম্পর্ক সুযোগ-সুবিধা পাওয়ার সূত্রে এখনো বজায় রেখেছে দলটি। আপসের এই সম্পর্ক সম্মানের নয় এবং তা সামনের দিনগুলোতে দলের জন্য কাল হতে যাচ্ছে জেনেও সেখান থেকে বেরোতে পারেনি জাপার বর্তমান নেতৃত্ব। যদিও অতীতের মতো আবারও বৃত্ত ভাঙার উদ্যোগের কথা জানিয়েছেন দলের নীতিনির্ধারকেরা।
আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের পর সংসদে গিয়ে ‘বিরোধী দল’ হওয়ার পর থেকেই জাতীয় পার্টিকে নিয়ে দলে ও দলের বাইরে নানা আলোচনা শুরু হয়। দেশীয় রাজনৈতিক অঙ্গনে ‘গৃহপালিত’ বিরোধী দল হিসেবে পরিচিতি পায় দলটি। এরশাদ নিজে অনেকবার এই বদনাম ঘোচানোর কথা বলেছিলেন, আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন। তবে তিনি তাঁর কোনো প্রমাণ দিয়ে যেতে পারেননি।
২০১৯ সালের আজকের দিনে (১৪ জুলাই) এরশাদ মারা যান। তাঁর মৃত্যুর পর ভাই জি এম কাদের বহুবার একই কথা বলেছেন। কাগজ-কলমের বিরোধী দল থেকে নিজেদের কার্যকরী বিরোধী দল হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। কিন্তু দিন শেষে নিজেদের দৈন্যই আরও সামনে চলে এসেছে। সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাহাসেও প্রধান বিরোধী দল হিসেবে খুঁজে পাওয়া যায়নি জাতীয় পার্টিকে। ঘুরেফিরে সেখানেও বিএনপির সমালোচনাতেই ব্যস্ত থেকেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা।
শুধু ক্ষমতাসীনদের সঙ্গে আপসের কারণে জাপার মাঠের অবস্থা দিনকে দিন জরাজীর্ণ হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিশেষ করে তৃণমূলের নেতা-কর্মীরা এই বিষয়টি মানতেই পারছেন না। তাঁদের অভিযোগ, কিছু ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে দলকে অসম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে জাতীয় পার্টি। অন্যদিকে আওয়ামী লীগের কূটকৌশলে জেনে বা না জেনেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে দায়ী করে আপসের বৃত্ত ভাঙার তাগিদ দিয়েছেন তাঁরা।
জাতীয় পার্টির ঘাঁটি বলে পরিচিত রংপুর এখন আওয়ামী লীগের দখলে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-দিনাজপুর অঞ্চলের ৩২টি আসনের ২৪টি এখন ক্ষমতাসীনদের দখলে আছে। একসময় লাঙলের জয়জয়কার এই অঞ্চলে বর্তমানের জাপা মাত্র ৭টি আসনের দখল ধরে রাখতে পেরেছে। স্থানীয় নেতা-কর্মীদের এই বিষয়টি ভীষণভাবে হতাশ করেছে। জাপার রংপুরের দায়িত্বশীল এক নেতা বলেন, সরকারের আজ্ঞাবহ হয়ে থাকতে গিয়ে জাতীয় পার্টির অবস্থান ক্ষুণ্ন হয়েছে। রংপুর এর বড় উদাহরণ।
এরশাদপত্নী রওশন এরশাদের সঙ্গে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সম্পর্কের উন্নতি হয়নি এখনো। এই দুই ব্যক্তিকে ঘিরে দুটি পক্ষ এখনো প্রকাশ্যে দৃশ্যমান। সম্প্রতি কয়েক দিনের জন্য দেশে ফিরে রওশন মতবিনিময় করেন নেতা-কর্মীদের সঙ্গে। সেখানে জি এম কাদেরের নেতৃত্বাধীন পার্টির অবস্থা নিয়ে বিস্তর সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ‘এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি এলোমেলো হয়ে গেছে।’
দলের কেন্দ্রীয় নেতারাও পার্টির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির প্রথম সারির এক নেতা বলেন, ‘কর্মীদের কোনো দোষ নাই। আমরা যারা দায়িত্বে আছি, যারা দল পরিচালনা করি, দোষটা তাঁদেরই। আমরা এখনো এক জায়গায় আসতে পারিনি। বিভেদ-বিভাজন ঠেকাতে পারিনি। একই সঙ্গে নেতাদের সিদ্ধান্তহীনতাও পার্টির ভঙ্গুর দশার জন্য দায়ী। এভাবেই দিনে দিনে মানুষের মন থেকে উঠে যাচ্ছে জাতীয় পার্টি।’
এই বাস্তবতা স্বীকার করে দলটির নীতিনির্ধারকেরা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি জাপার কোনো মিত্রতা নেই। মানুষের মনে একটা ভুল ধারণা জন্মেছে। দলের প্রেসিডিয়ামের সভায় বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। যাদের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের বিষয়ে চরম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তাঁরা।
জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘যে কারণে হোক, সরকারের সঙ্গে আছি, এই ধারণা থেকে অনেক জায়গায় দলও নিষ্ক্রিয় রয়েছে। এই বাস্তবতায় দল গোছানোর কাজ চলছে। আমাদের মধ্যে এখনো দুই-চারজন আছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল, সেটা ভুলতে পারেননি। কেউ যদি এখনো সরকারের পক্ষে অবস্থান নেন, তাঁরা দল থেকে চলে যেতে পারেন। পার্টির আদর্শ ভুলে গিয়ে সরকারের গুণগান করতে কেউ ব্যস্ত থাকলে তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর কর্মসূচি
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাতীয় পার্টি। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন তিলাওয়াত। কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বেলা ৩টায় স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আপসের সম্পর্কটা বেশ পুরোনো। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় গড়ে ওঠা এই সম্পর্ক সুযোগ-সুবিধা পাওয়ার সূত্রে এখনো বজায় রেখেছে দলটি। আপসের এই সম্পর্ক সম্মানের নয় এবং তা সামনের দিনগুলোতে দলের জন্য কাল হতে যাচ্ছে জেনেও সেখান থেকে বেরোতে পারেনি জাপার বর্তমান নেতৃত্ব। যদিও অতীতের মতো আবারও বৃত্ত ভাঙার উদ্যোগের কথা জানিয়েছেন দলের নীতিনির্ধারকেরা।
আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের পর সংসদে গিয়ে ‘বিরোধী দল’ হওয়ার পর থেকেই জাতীয় পার্টিকে নিয়ে দলে ও দলের বাইরে নানা আলোচনা শুরু হয়। দেশীয় রাজনৈতিক অঙ্গনে ‘গৃহপালিত’ বিরোধী দল হিসেবে পরিচিতি পায় দলটি। এরশাদ নিজে অনেকবার এই বদনাম ঘোচানোর কথা বলেছিলেন, আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন। তবে তিনি তাঁর কোনো প্রমাণ দিয়ে যেতে পারেননি।
২০১৯ সালের আজকের দিনে (১৪ জুলাই) এরশাদ মারা যান। তাঁর মৃত্যুর পর ভাই জি এম কাদের বহুবার একই কথা বলেছেন। কাগজ-কলমের বিরোধী দল থেকে নিজেদের কার্যকরী বিরোধী দল হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। কিন্তু দিন শেষে নিজেদের দৈন্যই আরও সামনে চলে এসেছে। সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাহাসেও প্রধান বিরোধী দল হিসেবে খুঁজে পাওয়া যায়নি জাতীয় পার্টিকে। ঘুরেফিরে সেখানেও বিএনপির সমালোচনাতেই ব্যস্ত থেকেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা।
শুধু ক্ষমতাসীনদের সঙ্গে আপসের কারণে জাপার মাঠের অবস্থা দিনকে দিন জরাজীর্ণ হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিশেষ করে তৃণমূলের নেতা-কর্মীরা এই বিষয়টি মানতেই পারছেন না। তাঁদের অভিযোগ, কিছু ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে দলকে অসম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে জাতীয় পার্টি। অন্যদিকে আওয়ামী লীগের কূটকৌশলে জেনে বা না জেনেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে দায়ী করে আপসের বৃত্ত ভাঙার তাগিদ দিয়েছেন তাঁরা।
জাতীয় পার্টির ঘাঁটি বলে পরিচিত রংপুর এখন আওয়ামী লীগের দখলে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-দিনাজপুর অঞ্চলের ৩২টি আসনের ২৪টি এখন ক্ষমতাসীনদের দখলে আছে। একসময় লাঙলের জয়জয়কার এই অঞ্চলে বর্তমানের জাপা মাত্র ৭টি আসনের দখল ধরে রাখতে পেরেছে। স্থানীয় নেতা-কর্মীদের এই বিষয়টি ভীষণভাবে হতাশ করেছে। জাপার রংপুরের দায়িত্বশীল এক নেতা বলেন, সরকারের আজ্ঞাবহ হয়ে থাকতে গিয়ে জাতীয় পার্টির অবস্থান ক্ষুণ্ন হয়েছে। রংপুর এর বড় উদাহরণ।
এরশাদপত্নী রওশন এরশাদের সঙ্গে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সম্পর্কের উন্নতি হয়নি এখনো। এই দুই ব্যক্তিকে ঘিরে দুটি পক্ষ এখনো প্রকাশ্যে দৃশ্যমান। সম্প্রতি কয়েক দিনের জন্য দেশে ফিরে রওশন মতবিনিময় করেন নেতা-কর্মীদের সঙ্গে। সেখানে জি এম কাদেরের নেতৃত্বাধীন পার্টির অবস্থা নিয়ে বিস্তর সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ‘এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি এলোমেলো হয়ে গেছে।’
দলের কেন্দ্রীয় নেতারাও পার্টির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির প্রথম সারির এক নেতা বলেন, ‘কর্মীদের কোনো দোষ নাই। আমরা যারা দায়িত্বে আছি, যারা দল পরিচালনা করি, দোষটা তাঁদেরই। আমরা এখনো এক জায়গায় আসতে পারিনি। বিভেদ-বিভাজন ঠেকাতে পারিনি। একই সঙ্গে নেতাদের সিদ্ধান্তহীনতাও পার্টির ভঙ্গুর দশার জন্য দায়ী। এভাবেই দিনে দিনে মানুষের মন থেকে উঠে যাচ্ছে জাতীয় পার্টি।’
এই বাস্তবতা স্বীকার করে দলটির নীতিনির্ধারকেরা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি জাপার কোনো মিত্রতা নেই। মানুষের মনে একটা ভুল ধারণা জন্মেছে। দলের প্রেসিডিয়ামের সভায় বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। যাদের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের বিষয়ে চরম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তাঁরা।
জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘যে কারণে হোক, সরকারের সঙ্গে আছি, এই ধারণা থেকে অনেক জায়গায় দলও নিষ্ক্রিয় রয়েছে। এই বাস্তবতায় দল গোছানোর কাজ চলছে। আমাদের মধ্যে এখনো দুই-চারজন আছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল, সেটা ভুলতে পারেননি। কেউ যদি এখনো সরকারের পক্ষে অবস্থান নেন, তাঁরা দল থেকে চলে যেতে পারেন। পার্টির আদর্শ ভুলে গিয়ে সরকারের গুণগান করতে কেউ ব্যস্ত থাকলে তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর কর্মসূচি
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাতীয় পার্টি। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন তিলাওয়াত। কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বেলা ৩টায় স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে