এ জে লাভলু, বড়লেখা (মৌলভীবাজার)
বড়লেখায় করোনাভাইরাসের প্রভাবে সুগন্ধি আগর-আতর ব্যবসা স্থবির হয়ে পড়েছে। বিদেশে চাহিদা কমায় রপ্তানিও কমেছে, বন্ধ রয়েছে ছোট-বড় কারখানা। এমন অবস্থায় বেকার হয়ে পড়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকেরা।
তবে ব্যবসায়ীরা বলছেন, করোনার প্রভাবে বেচাকেনা কমে গেলেও আগর-আতর একটি সম্ভাবনাময় শিল্প। এটির ভবিষ্যৎ আছে। বিদেশে আবারও এসব সুগন্ধির চাহিদা বাড়লে রপ্তানিও বাড়বে। তবে স্থিতিশীলতার জন্য খানিকটা সময় লাগবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন শত বছর ধরে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আগর-আতর উৎপাদন হচ্ছে। ওই ইউনিয়নকে আগর-আতরের রাজধানী বলা হয়। বর্তমানে এই শিল্পের সঙ্গে ওই ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার জড়িত রয়েছে। এখানে ছোটবড় মিলিয়ে প্রায় ৩০০ আগর-আতর কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন।
সুজানগর ইউনিয়নের উৎপাদিত আগর-আতর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, ওমান, ইয়েমেনসহ ইউরোপের কয়েকটি দেশে আগর-আতর রপ্তানি হয়ে থাকে। বড়লেখা থেকে প্রতি মাসে প্রায় ১ হাজার লিটার আতর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। পাশাপাশি আগরের কাঠও রপ্তানি হয়। প্রতি লিটারের আতরের বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ টাকা।
সরেজমিনে সুজানগর ইউনিয়নে গিয়ে দেখা গেছে, অধিকাংশ কারখানা বন্ধ। কয়েকটি কারখানা খোলা আছে। এসব কারখানায় শ্রমিকেরা কাজ করছেন।
এ সুগন্ধি ব্যবসায়ীরা জানান, ২০২০ সালে করোনা সংক্রমণ প্রতিরোধে বন্ধ করে দেওয়া হয় বিমানের ফ্লাইট। এতে বন্ধ হয়ে পড়ে সুগন্ধি রপ্তানি কার্যক্রম। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা কমেছে। ফলে সুজানগর ইউনিয়নের ব্যবসায়ীরা সুগন্ধি রপ্তানি করতে পারছেন না। এ অবস্থায় অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে।
অনেক ব্যবসায়ীর ঘরে কোটি কোটি টাকার সুগন্ধি পড়ে রয়েছে। বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন তাঁরা। অন্যদিকে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকেরা।
সুগন্ধি তৈরি করা শ্রমিক রুহুল আমিন বলেন, ‘আগে আগর-আতর ভালোই বেচাকেনা হতো। আমাদের কাজ ছিল। করোনার শুরু থেকেই বিকিকিনি নেই। অনেক কারখানাও বন্ধ। আমরাও বেকার। এমনকি ব্যবসায়ীরা গ্যাস বিলও দিতে পারছেন না।’
রুবেল আহমদ বলেন, ‘বিদেশে সুগন্ধির চাহিদা কমায় রপ্তানিও কমেছে। এতে ব্যবসায়ীরা বিপাকে রয়েছেন। অনেকে কারখানা বন্ধ রেখেছেন। এ জন্য আমরা শ্রমিকেরা বেকার। এতে আমরা অনেক কষ্টে আছি। সরকারের উচিত আমাদের পাশে দাঁড়ানো।’
ব্যবসায়ী আব্দুল বাতিন বলেন, ‘প্রায় ১২-১৩ বছর থেকে আমি এ ব্যবসার সঙ্গে জড়িত। আমার কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করেন। করোনার শুরু হওয়ার পর থেকে ফ্লাইট বন্ধ থাকায় সুগন্ধি রপ্তানি কমতে শুরু করে। এদিকে করোনার কারণে বিদেশেও এর চাহিদা কমেছে। আমার কাছে এখনো ১৫ লাখ টাকার আগর-আতর রয়েছে। বিক্রি করতে পারছি না।’
আব্দুল বাতিন আরও বলেন, সুজানগরের অধিকাংশ সুগন্ধি ব্যবসায়ীর অবস্থা এখন একই রকম। কেউ সুগন্ধি বিক্রি করতে পারছেন না। তাঁদের সবার ঘরে সুগন্ধি পড়ে আছে। যার কারণে অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। বিদেশে এর চাহিদা বাড়লে রপ্তানি আবার বাড়বে।
বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনছারুল হক বলেন, করোনার প্রভাবে সুগন্ধি ব্যবসা মন্দা চলছে। সব ব্যবসায়ীর কাছে প্রচুর সুগন্ধি জমা রয়েছে। বিক্রি করতে পারছেন না। তবে এই অবস্থা থাকবে না। এটি একটি সম্ভাবনাময় পণ্য। করোনার প্রকোপ কমলে আবারও এই ব্যবসা জমবে। এতে কিছুটা সময় লাগবে।’
বড়লেখায় করোনাভাইরাসের প্রভাবে সুগন্ধি আগর-আতর ব্যবসা স্থবির হয়ে পড়েছে। বিদেশে চাহিদা কমায় রপ্তানিও কমেছে, বন্ধ রয়েছে ছোট-বড় কারখানা। এমন অবস্থায় বেকার হয়ে পড়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকেরা।
তবে ব্যবসায়ীরা বলছেন, করোনার প্রভাবে বেচাকেনা কমে গেলেও আগর-আতর একটি সম্ভাবনাময় শিল্প। এটির ভবিষ্যৎ আছে। বিদেশে আবারও এসব সুগন্ধির চাহিদা বাড়লে রপ্তানিও বাড়বে। তবে স্থিতিশীলতার জন্য খানিকটা সময় লাগবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন শত বছর ধরে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আগর-আতর উৎপাদন হচ্ছে। ওই ইউনিয়নকে আগর-আতরের রাজধানী বলা হয়। বর্তমানে এই শিল্পের সঙ্গে ওই ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার জড়িত রয়েছে। এখানে ছোটবড় মিলিয়ে প্রায় ৩০০ আগর-আতর কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন।
সুজানগর ইউনিয়নের উৎপাদিত আগর-আতর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, ওমান, ইয়েমেনসহ ইউরোপের কয়েকটি দেশে আগর-আতর রপ্তানি হয়ে থাকে। বড়লেখা থেকে প্রতি মাসে প্রায় ১ হাজার লিটার আতর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। পাশাপাশি আগরের কাঠও রপ্তানি হয়। প্রতি লিটারের আতরের বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ টাকা।
সরেজমিনে সুজানগর ইউনিয়নে গিয়ে দেখা গেছে, অধিকাংশ কারখানা বন্ধ। কয়েকটি কারখানা খোলা আছে। এসব কারখানায় শ্রমিকেরা কাজ করছেন।
এ সুগন্ধি ব্যবসায়ীরা জানান, ২০২০ সালে করোনা সংক্রমণ প্রতিরোধে বন্ধ করে দেওয়া হয় বিমানের ফ্লাইট। এতে বন্ধ হয়ে পড়ে সুগন্ধি রপ্তানি কার্যক্রম। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা কমেছে। ফলে সুজানগর ইউনিয়নের ব্যবসায়ীরা সুগন্ধি রপ্তানি করতে পারছেন না। এ অবস্থায় অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে।
অনেক ব্যবসায়ীর ঘরে কোটি কোটি টাকার সুগন্ধি পড়ে রয়েছে। বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন তাঁরা। অন্যদিকে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকেরা।
সুগন্ধি তৈরি করা শ্রমিক রুহুল আমিন বলেন, ‘আগে আগর-আতর ভালোই বেচাকেনা হতো। আমাদের কাজ ছিল। করোনার শুরু থেকেই বিকিকিনি নেই। অনেক কারখানাও বন্ধ। আমরাও বেকার। এমনকি ব্যবসায়ীরা গ্যাস বিলও দিতে পারছেন না।’
রুবেল আহমদ বলেন, ‘বিদেশে সুগন্ধির চাহিদা কমায় রপ্তানিও কমেছে। এতে ব্যবসায়ীরা বিপাকে রয়েছেন। অনেকে কারখানা বন্ধ রেখেছেন। এ জন্য আমরা শ্রমিকেরা বেকার। এতে আমরা অনেক কষ্টে আছি। সরকারের উচিত আমাদের পাশে দাঁড়ানো।’
ব্যবসায়ী আব্দুল বাতিন বলেন, ‘প্রায় ১২-১৩ বছর থেকে আমি এ ব্যবসার সঙ্গে জড়িত। আমার কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করেন। করোনার শুরু হওয়ার পর থেকে ফ্লাইট বন্ধ থাকায় সুগন্ধি রপ্তানি কমতে শুরু করে। এদিকে করোনার কারণে বিদেশেও এর চাহিদা কমেছে। আমার কাছে এখনো ১৫ লাখ টাকার আগর-আতর রয়েছে। বিক্রি করতে পারছি না।’
আব্দুল বাতিন আরও বলেন, সুজানগরের অধিকাংশ সুগন্ধি ব্যবসায়ীর অবস্থা এখন একই রকম। কেউ সুগন্ধি বিক্রি করতে পারছেন না। তাঁদের সবার ঘরে সুগন্ধি পড়ে আছে। যার কারণে অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। বিদেশে এর চাহিদা বাড়লে রপ্তানি আবার বাড়বে।
বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনছারুল হক বলেন, করোনার প্রভাবে সুগন্ধি ব্যবসা মন্দা চলছে। সব ব্যবসায়ীর কাছে প্রচুর সুগন্ধি জমা রয়েছে। বিক্রি করতে পারছেন না। তবে এই অবস্থা থাকবে না। এটি একটি সম্ভাবনাময় পণ্য। করোনার প্রকোপ কমলে আবারও এই ব্যবসা জমবে। এতে কিছুটা সময় লাগবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে