মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে হাসাইল বানারী আশ্রয়ণ প্রকল্পটি বেহাল হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও টয়লেটের সংকট, পুকুরে পানির অভাব, ঘরের টিনে ফুটোসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রকল্পটি। ২৭০ ঘরের মধ্যে মাত্র ৮৩টিতে বসবাস করছে দুস্থ মানুষ। বাকিগুলো খালি পড়ে আছে, কয়েকটিতে পালিত হচ্ছে গবাদিপশু।
সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ কক্ষই তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বেশ কিছু ঘর খোলা থাকলেও ওইগুলোর মধ্যে মানুষের চেয়ে গবাদিপশুই বেশি লালন-পালন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত দুস্থদের ঘর বরাদ্দ না দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে ধনাঢ্য পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ফাঁকা থাকায় সেখানে মাদক বেচাকেনা ও সেবন করা হয় হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তা ছাড়া আশ্রয়ণ প্রকল্পে পানি ও টয়লেটসংকট এবং পুকুরে পানির অভাবে ঘরগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই আশ্রয়ণ প্রকল্প থেকে দিন দিন কমে যাচ্ছে বসবাসকারীর সংখ্যা।
জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে শুরু হয় ওই আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ। ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সাভার সেনানিবাস এই স্থানে প্রথম পর্যায়ে ৩৩টি ব্যারাক নির্মাণ করে, যা ১৬৫টি পরিবারে বসবাসের জন্য ৩৩টি ব্যারাকে ৫টি করে নির্মিত কক্ষ বরাদ্দ দেওয়া হয়। পরে একই স্থানে ২০১২ সালে আরও ২১টি ব্যারাক ১০৫টি পরিবারের জন্য নির্মাণ করে। ২০১২ সালের ৭ আগস্ট ওই আশ্রয়ণ প্রকল্পটি বসবাসের জন্য হস্তান্তর করা হয়। প্রকল্পে মোট ২৭০টি পরিবারকে বসবাসের জন্য ঘর বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে ৮৩টি পরিবার বসবাস করছে বলে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা জানান।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী তৃতীয় লিঙ্গের নদী বলেন, ‘এখানে ২৭০টি পরিবারের জন্য ১০ বছর আগে ঘর বরাদ্দ দেওয়া হয়। প্রকৃত গরিবদের ঘর বরাদ্দ না দিয়ে প্রীতির মাধ্যমে ধনাঢ্য ব্যক্তিদের ঘর বরাদ্দ দেওয়ায় এই প্রকল্পে বর্তমানে মাত্র ৮৩টি পরিবার বসবাস করছে। তার মধ্যে অনেকেই এ ঘর বরাদ্দ পায় নাই। তারা ঘর ফাঁকা থাকায় অস্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন থেকে ত্রাণসামগ্রী দেওয়া হলে তারা এখানে এসে নিয়ে আবার চলে যায়। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে পানি নেই। বিশুদ্ধ নলকূপের পানি নেই, টয়লেট নেই, বিদ্যুৎ নেই, এখানে বসবাস করতে অনেক সমস্যা হয়। রাতে খালি ঘরগুলোতে মাদকসেবন ও বিক্রি হয়। অনেক ভয় নিয়ে ঘুমাতে হয়।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আদুল্লাহ কাসি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের সময় আমি এখানে ছিলাম না। এ ব্যাপারে আমি অবহিত নই।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, ‘সরেজমিনে গিয়ে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সঙ্গে উঠান বৈঠক করেছি। যারা করোনার টিকা নেয়নি তাদের মেডিকেল টিমের মাধ্যমে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী, কম্বল, বিশুদ্ধ পানির ট্যাবলেট, খাবার স্যালাইন, জ্বর ঠান্ডার ট্যাবলেট ও শিশুদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। যেসব পরিবার এখানে বসবাস করছে না, সেটা আগে নির্ণয়ের চেষ্টা করছি। পরে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে শিগগিরই তা বাস্তবায়নের চেষ্টা করব।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে হাসাইল বানারী আশ্রয়ণ প্রকল্পটি বেহাল হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও টয়লেটের সংকট, পুকুরে পানির অভাব, ঘরের টিনে ফুটোসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রকল্পটি। ২৭০ ঘরের মধ্যে মাত্র ৮৩টিতে বসবাস করছে দুস্থ মানুষ। বাকিগুলো খালি পড়ে আছে, কয়েকটিতে পালিত হচ্ছে গবাদিপশু।
সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ কক্ষই তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বেশ কিছু ঘর খোলা থাকলেও ওইগুলোর মধ্যে মানুষের চেয়ে গবাদিপশুই বেশি লালন-পালন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত দুস্থদের ঘর বরাদ্দ না দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে ধনাঢ্য পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ফাঁকা থাকায় সেখানে মাদক বেচাকেনা ও সেবন করা হয় হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তা ছাড়া আশ্রয়ণ প্রকল্পে পানি ও টয়লেটসংকট এবং পুকুরে পানির অভাবে ঘরগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই আশ্রয়ণ প্রকল্প থেকে দিন দিন কমে যাচ্ছে বসবাসকারীর সংখ্যা।
জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে শুরু হয় ওই আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ। ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সাভার সেনানিবাস এই স্থানে প্রথম পর্যায়ে ৩৩টি ব্যারাক নির্মাণ করে, যা ১৬৫টি পরিবারে বসবাসের জন্য ৩৩টি ব্যারাকে ৫টি করে নির্মিত কক্ষ বরাদ্দ দেওয়া হয়। পরে একই স্থানে ২০১২ সালে আরও ২১টি ব্যারাক ১০৫টি পরিবারের জন্য নির্মাণ করে। ২০১২ সালের ৭ আগস্ট ওই আশ্রয়ণ প্রকল্পটি বসবাসের জন্য হস্তান্তর করা হয়। প্রকল্পে মোট ২৭০টি পরিবারকে বসবাসের জন্য ঘর বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে ৮৩টি পরিবার বসবাস করছে বলে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা জানান।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী তৃতীয় লিঙ্গের নদী বলেন, ‘এখানে ২৭০টি পরিবারের জন্য ১০ বছর আগে ঘর বরাদ্দ দেওয়া হয়। প্রকৃত গরিবদের ঘর বরাদ্দ না দিয়ে প্রীতির মাধ্যমে ধনাঢ্য ব্যক্তিদের ঘর বরাদ্দ দেওয়ায় এই প্রকল্পে বর্তমানে মাত্র ৮৩টি পরিবার বসবাস করছে। তার মধ্যে অনেকেই এ ঘর বরাদ্দ পায় নাই। তারা ঘর ফাঁকা থাকায় অস্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন থেকে ত্রাণসামগ্রী দেওয়া হলে তারা এখানে এসে নিয়ে আবার চলে যায়। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে পানি নেই। বিশুদ্ধ নলকূপের পানি নেই, টয়লেট নেই, বিদ্যুৎ নেই, এখানে বসবাস করতে অনেক সমস্যা হয়। রাতে খালি ঘরগুলোতে মাদকসেবন ও বিক্রি হয়। অনেক ভয় নিয়ে ঘুমাতে হয়।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আদুল্লাহ কাসি বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের সময় আমি এখানে ছিলাম না। এ ব্যাপারে আমি অবহিত নই।’
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, ‘সরেজমিনে গিয়ে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সঙ্গে উঠান বৈঠক করেছি। যারা করোনার টিকা নেয়নি তাদের মেডিকেল টিমের মাধ্যমে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী, কম্বল, বিশুদ্ধ পানির ট্যাবলেট, খাবার স্যালাইন, জ্বর ঠান্ডার ট্যাবলেট ও শিশুদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। যেসব পরিবার এখানে বসবাস করছে না, সেটা আগে নির্ণয়ের চেষ্টা করছি। পরে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে শিগগিরই তা বাস্তবায়নের চেষ্টা করব।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে