তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি স্থানীয় সাংসদ দেবনাথ শম্ভুর নাম না থাকায় অনুষ্ঠান বর্জন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। আমন্ত্রণপত্রে স্থানীয় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবিরকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু অনুষ্ঠানের ব্যানারে তাঁদের নাম ব্যবহার করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হোসেনকে সভাপতি হিসেবে ব্যানার করা হয়। সকালের অনুষ্ঠানে এ ব্যানার ব্যবহার করা হয়নি।
আওয়ামী লীগের নেতা–কর্মীরা সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে ব্যানারে প্রধান অতিথি ও বিশেষ অতিথির নাম দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরে অনুষ্ঠান বর্জন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মু. আ. মোতালিব বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদেরও অবমূল্যায়ন করেন ইউএনও। এ জন্য আমরাও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে চলে আসছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার বলেন, ‘ব্যানার না দেখে সকালের সকল অনুষ্ঠান শেষ করে বাসায় এসেছি। বিকেলের অনুষ্ঠানে যাওয়ার আগেই সংবাদ পাই, ব্যানারে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়নি। তাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করে।’
ইউএনও কাওসার হোসেন বলেন, ‘অনুষ্ঠান বর্জনের বিষয়ে আমি কিছুই জানি না। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্যের নাম থাকার কথা ছিল। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় কোনো অতিথির নাম লেখাই ছিল না।’
বরগুনার তালতলীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি স্থানীয় সাংসদ দেবনাথ শম্ভুর নাম না থাকায় অনুষ্ঠান বর্জন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। আমন্ত্রণপত্রে স্থানীয় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবিরকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু অনুষ্ঠানের ব্যানারে তাঁদের নাম ব্যবহার করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হোসেনকে সভাপতি হিসেবে ব্যানার করা হয়। সকালের অনুষ্ঠানে এ ব্যানার ব্যবহার করা হয়নি।
আওয়ামী লীগের নেতা–কর্মীরা সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে ব্যানারে প্রধান অতিথি ও বিশেষ অতিথির নাম দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরে অনুষ্ঠান বর্জন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মু. আ. মোতালিব বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদেরও অবমূল্যায়ন করেন ইউএনও। এ জন্য আমরাও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে চলে আসছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার বলেন, ‘ব্যানার না দেখে সকালের সকল অনুষ্ঠান শেষ করে বাসায় এসেছি। বিকেলের অনুষ্ঠানে যাওয়ার আগেই সংবাদ পাই, ব্যানারে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়নি। তাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করে।’
ইউএনও কাওসার হোসেন বলেন, ‘অনুষ্ঠান বর্জনের বিষয়ে আমি কিছুই জানি না। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্যের নাম থাকার কথা ছিল। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় কোনো অতিথির নাম লেখাই ছিল না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে