বোরহান জাবেদ, ঢাকা
ওয়ানডে সিরিজে এই ছবি দেখা গিয়েছিল। শুধু দল ভিন্ন ছিল। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ধবলধোলাই চোখ রাঙাচ্ছিল সাকিবদের। বাংলাদেশ ভালোভাবেই সেটা ঠেকিয়েছিল। এবার ইংল্যান্ডের পালা। আজ মিরপুরে ইংলিশদের জন্য সফরের শেষ ম্যাচটি রূপ নিয়েছে ধবলধোলাই ঠেকানোর।
জস বাটলারের দল এটা রুখতে পারবে কি না, সময়ই বলে দেবে। তবে তারা টি-টোয়েন্টি সিরিজকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেই প্রশ্ন থাকছে। প্রশ্ন তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসেন। টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের স্কোয়াডে খেলোয়াড় আছেন ১৩ জন। উইল জ্যাকস ও টম অ্যাবেল চোটে ছিটকে যাওয়ার পর তাঁদের বিকল্প নেয়নি ইংল্যান্ড। এই ১৩ জনের মধ্যে আবার বাঁহাতি পেসার রিস টপলি খেলছেন না ওয়ানডে সিরিজ থেকেই। শতভাগ ফিট নন তিনি। ফিট ১২ জনের মধ্যে বিশেষজ্ঞ ব্যাটার শুধু চারজন।
চার ব্যাটার নিয়ে শেষ ওয়ানডে থেকে ভুগছে ইংল্যান্ড। দ্রুত উইকেট হারানোর পর মিডল অর্ডার থেকে সেই অর্থে কাউকে ইনিংস মেরামতে দাঁড়িয়ে যেতে দেখা যায়নি। নতুন করে দলে কাউকে অন্তর্ভুক্ত না করায় চটেছেন নাসের। স্কাই স্পোর্টসের আলোচনায় সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আমরা ইংল্যান্ড ক্রিকেট দল। এটা গুরুত্বপূর্ণ সফর। আমরা দেখেছি, এই সিরিজটা বাংলাদেশ কীভাবে নিয়েছে। আমাদেরও একই সম্মান দেখানো উচিত ছিল। দলে আদর্শ ভারসাম্য ছিল না।’ কম ব্যাটার নিয়ে খেলায় স্যাম কারেন, মঈন আলীদের মতো অলরাউন্ডারদের ওপরের দিকে ব্যাটিং করতে হচ্ছে। ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে কারেনদের এমন চ্যালেঞ্জের সামনে ছুড়ে দেওয়া বলে জানিয়েছিলেন বাটলার। যদিও এই পরিকল্পনা খুব একটা ফলপ্রসূ হয়নি।
ইংল্যান্ড আসলে বেকায়দায় পড়েছে ঠাসা সূচির কারণে। বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে পিএসএল খেলতে পাকিস্তান চলে যান জেসন রয়। আগে থেকে সেখানে ছিলেন স্যাম বিলিংস–আলেক্স হেলসরা। তাঁরা আগেই ছুটি নেওয়ায় এই সিরিজে রাখা সম্ভব ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটিতে আছেন হ্যারি ব্রুকও। চোটে পড়ায় অনেক দিন নেই লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। বাংলাদেশের অবশ্য এসব নিয়ে ভাবতে বয়েই গেছে।
প্রথম দুই ম্যাচ জিতে আজ ধবলধোলাইয়ে চোখ সাকিব আল হাসানদের। গতকাল বিশ্রামের দিনে ব্যক্তিগত কাজে দুই সতীর্থ তাসকিন আহমেদ আর নুরুল হাসান সোহানকে নিয়ে মাগুরায় উড়ে যাওয়া স্থানীয় সাংবাদিকেরা ধবলধোলাই নিয়ে প্রশ্ন করলে চুপটি করে রইলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। তবে শেষ ম্যাচে দলের পরিকল্পনা নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই তৃতীয় ম্যাচটা জেতার চিন্তা নিয়েই খেলব। জিততে পারলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন দল (ইংল্যান্ড), তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটাও জিততে পারলে আরও ভালো হবে।’
এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষাও করতে পারেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টি-টোয়েন্টি দলে থাকা তিনজন এখনো সেরা একাদশে সুযোগ পাননি। তানভীর ইসলাম, নুরুল হাসান সোহান ও পেসার রেজাউর রহমান রেজার মধ্যে বাঁহাতি স্পিনার তানভীর আজ খেলতে পারেন। তাঁকে জায়গা দিতে বসতে পারেন নাসুম আহমেদ। বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতেই পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন সুমন, ‘বেঞ্চ দেখা খুব গুরুত্বপূর্ণ। রিজার্ভ খেলোয়াড়দের যদি খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনো যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়েরা চোটে থাকে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে হয়। আমরা দু-একটা পরিবর্তন করতে পারি। আমাদের ভিত্তিটা এখন অনেক শক্ত। যারা আছে এই দলে, সবাই একাদশে খেলার যোগ্যতা রাখে।’
সিরিজ যেহেতু মুঠোয় এসে গেছে, টিম ম্যানেজমেন্টের পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগত জানাতেই পারেন স্বাগতিক দর্শকেরা।
ওয়ানডে সিরিজে এই ছবি দেখা গিয়েছিল। শুধু দল ভিন্ন ছিল। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ধবলধোলাই চোখ রাঙাচ্ছিল সাকিবদের। বাংলাদেশ ভালোভাবেই সেটা ঠেকিয়েছিল। এবার ইংল্যান্ডের পালা। আজ মিরপুরে ইংলিশদের জন্য সফরের শেষ ম্যাচটি রূপ নিয়েছে ধবলধোলাই ঠেকানোর।
জস বাটলারের দল এটা রুখতে পারবে কি না, সময়ই বলে দেবে। তবে তারা টি-টোয়েন্টি সিরিজকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেই প্রশ্ন থাকছে। প্রশ্ন তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসেন। টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের স্কোয়াডে খেলোয়াড় আছেন ১৩ জন। উইল জ্যাকস ও টম অ্যাবেল চোটে ছিটকে যাওয়ার পর তাঁদের বিকল্প নেয়নি ইংল্যান্ড। এই ১৩ জনের মধ্যে আবার বাঁহাতি পেসার রিস টপলি খেলছেন না ওয়ানডে সিরিজ থেকেই। শতভাগ ফিট নন তিনি। ফিট ১২ জনের মধ্যে বিশেষজ্ঞ ব্যাটার শুধু চারজন।
চার ব্যাটার নিয়ে শেষ ওয়ানডে থেকে ভুগছে ইংল্যান্ড। দ্রুত উইকেট হারানোর পর মিডল অর্ডার থেকে সেই অর্থে কাউকে ইনিংস মেরামতে দাঁড়িয়ে যেতে দেখা যায়নি। নতুন করে দলে কাউকে অন্তর্ভুক্ত না করায় চটেছেন নাসের। স্কাই স্পোর্টসের আলোচনায় সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আমরা ইংল্যান্ড ক্রিকেট দল। এটা গুরুত্বপূর্ণ সফর। আমরা দেখেছি, এই সিরিজটা বাংলাদেশ কীভাবে নিয়েছে। আমাদেরও একই সম্মান দেখানো উচিত ছিল। দলে আদর্শ ভারসাম্য ছিল না।’ কম ব্যাটার নিয়ে খেলায় স্যাম কারেন, মঈন আলীদের মতো অলরাউন্ডারদের ওপরের দিকে ব্যাটিং করতে হচ্ছে। ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে কারেনদের এমন চ্যালেঞ্জের সামনে ছুড়ে দেওয়া বলে জানিয়েছিলেন বাটলার। যদিও এই পরিকল্পনা খুব একটা ফলপ্রসূ হয়নি।
ইংল্যান্ড আসলে বেকায়দায় পড়েছে ঠাসা সূচির কারণে। বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে পিএসএল খেলতে পাকিস্তান চলে যান জেসন রয়। আগে থেকে সেখানে ছিলেন স্যাম বিলিংস–আলেক্স হেলসরা। তাঁরা আগেই ছুটি নেওয়ায় এই সিরিজে রাখা সম্ভব ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটিতে আছেন হ্যারি ব্রুকও। চোটে পড়ায় অনেক দিন নেই লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। বাংলাদেশের অবশ্য এসব নিয়ে ভাবতে বয়েই গেছে।
প্রথম দুই ম্যাচ জিতে আজ ধবলধোলাইয়ে চোখ সাকিব আল হাসানদের। গতকাল বিশ্রামের দিনে ব্যক্তিগত কাজে দুই সতীর্থ তাসকিন আহমেদ আর নুরুল হাসান সোহানকে নিয়ে মাগুরায় উড়ে যাওয়া স্থানীয় সাংবাদিকেরা ধবলধোলাই নিয়ে প্রশ্ন করলে চুপটি করে রইলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। তবে শেষ ম্যাচে দলের পরিকল্পনা নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই তৃতীয় ম্যাচটা জেতার চিন্তা নিয়েই খেলব। জিততে পারলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন দল (ইংল্যান্ড), তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটাও জিততে পারলে আরও ভালো হবে।’
এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষাও করতে পারেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টি-টোয়েন্টি দলে থাকা তিনজন এখনো সেরা একাদশে সুযোগ পাননি। তানভীর ইসলাম, নুরুল হাসান সোহান ও পেসার রেজাউর রহমান রেজার মধ্যে বাঁহাতি স্পিনার তানভীর আজ খেলতে পারেন। তাঁকে জায়গা দিতে বসতে পারেন নাসুম আহমেদ। বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতেই পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন সুমন, ‘বেঞ্চ দেখা খুব গুরুত্বপূর্ণ। রিজার্ভ খেলোয়াড়দের যদি খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনো যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়েরা চোটে থাকে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে হয়। আমরা দু-একটা পরিবর্তন করতে পারি। আমাদের ভিত্তিটা এখন অনেক শক্ত। যারা আছে এই দলে, সবাই একাদশে খেলার যোগ্যতা রাখে।’
সিরিজ যেহেতু মুঠোয় এসে গেছে, টিম ম্যানেজমেন্টের পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগত জানাতেই পারেন স্বাগতিক দর্শকেরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে