চুয়াডাঙ্গা প্রতিনিধি
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আট জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটিই দেশ এবং জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে বেলা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। সূর্যের দেখা মিললেও ছিল না কোনো উত্তাপ।
গত দুই দিন ধরে জেলাজুড়ে শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীত নিবারণের জন্য অনেকে খড়কুটায় আগুন জ্বালিয়ে দিন পার করছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার জেলায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমে আসতে পারে।
হাড় কাঁপানো তীব্র শীতের সঙ্গে কনকনে বাতাসে অনেকটা বিপর্যস্ত ছিল জনজীবন। সূর্যের আলো থাকলেও ছড়াচ্ছে না তেমন উত্তাপ। খেটে খাওয়া মানুষগুলোকে সকালে কাজে বের হতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খড়কুটোর আগুনই তাঁদের একমাত্র ভরসা। সবচেয়ে বেশি বিপদে আছে বৃদ্ধ আর শিশুরা।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরাই এসব রোগে বেশি আক্রান্ত হয়। চলতি মৌসুমে এখনো হাসপাতালে রোগীর সংখ্যা তেমন বাড়েনি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সদর হাসপাতালসহ সব স্বাস্থ্যকেন্দ্রে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আকস্মিক তাপমাত্রা কমে যাওয়া, মেঘলা ভাব কেটে যাওয়া ও উত্তর থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে সকালের দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে।
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আট জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটিই দেশ এবং জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে বেলা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। সূর্যের দেখা মিললেও ছিল না কোনো উত্তাপ।
গত দুই দিন ধরে জেলাজুড়ে শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীত নিবারণের জন্য অনেকে খড়কুটায় আগুন জ্বালিয়ে দিন পার করছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার জেলায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমে আসতে পারে।
হাড় কাঁপানো তীব্র শীতের সঙ্গে কনকনে বাতাসে অনেকটা বিপর্যস্ত ছিল জনজীবন। সূর্যের আলো থাকলেও ছড়াচ্ছে না তেমন উত্তাপ। খেটে খাওয়া মানুষগুলোকে সকালে কাজে বের হতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খড়কুটোর আগুনই তাঁদের একমাত্র ভরসা। সবচেয়ে বেশি বিপদে আছে বৃদ্ধ আর শিশুরা।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরাই এসব রোগে বেশি আক্রান্ত হয়। চলতি মৌসুমে এখনো হাসপাতালে রোগীর সংখ্যা তেমন বাড়েনি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সদর হাসপাতালসহ সব স্বাস্থ্যকেন্দ্রে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আকস্মিক তাপমাত্রা কমে যাওয়া, মেঘলা ভাব কেটে যাওয়া ও উত্তর থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে সকালের দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে