এস এম নূর মোহাম্মদ, ঢাকা
দেশের আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে জটিলতা কাটছে না। ২০২২-২০২৩ সেশনের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট হয়েছে ১৫ ও ১৬ মার্চ। কিন্তু এখন পর্যন্ত ঘোষণা হয়নি সেই নির্বাচনের ফল। কবে ঘোষণা করা হবে, সেই বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না কেউই। এই অবস্থার মধ্য দিয়েই আজ শেষ হচ্ছে বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ।
১৫ দিনেও নির্বাচনের ফল ঘোষণা করতে না পারার এই ঘটনাকে সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন আইনজীবীরা। সেই সঙ্গে দ্রুত এই বিব্রতকর অবস্থার অবসানও চান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চলমান জটিলতার অবসান কীভাবে হবে, সেটা কমিটি বসে ঠিক করবে। মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালিয়ে যেতে পারবে। আর প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় কমিশনের অন্য সদস্যদের মধ্য থেকে একজন বা নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া যাবে। তবে এ রকম ঘটনা এর আগে কখনো হয়নি।
জানা গেছে, বিদ্যমান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার দীর্ঘ সময় বৈঠক করেছে বারের বর্তমান কার্যনির্বাহী কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে বারের সাবেক সভাপতি ও সম্পাদকেরা বৈঠক করবেন। ওই বৈঠকেই ফলাফল ঘোষণার বিষয়ে চলমান জটিলতার অবসান ঘটবে। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সম্পাদকদের চিঠি দেওয়ার কাজ শুরু হবে বৃহস্পতিবার (আজ) থেকেই। আর বিষয়টি সমন্বয় করবেন বারের বর্তমান দুই সহসভাপতি।
সুপ্রিম কোর্ট বারের এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮ হাজার ৬২৩ জন। আর দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২ জন। নির্বাচন শেষে ভোট গণনার পর ১৬ মার্চ রাতে ফল ঘোষণার কথা। কিন্তু সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্ট জটিলতায় সেই ফল এখনো ঘোষণা করা যায়নি।
জানা যায়, ১৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। তাতে দেখা যায়, সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল এগিয়ে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি-সমর্থিত নীল প্যানেল। ওই সময় নির্বাচন কমিশন
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রস্তুতি নিলে সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
ভোট গণনার সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সাদা প্যানেলের প্রার্থী আব্দুন নূর দুলালের সমর্থকেরা প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে খারাপ আচরণ করলে ওই সময়ই পদত্যাগপত্র দেন তিনি। আর এতেই আটকে যায় ভোটের ফল ঘোষণা।
জানতে চাইলে নির্বাচন পরিচালনায় গঠিত উপকমিটির প্রধান এ ওয়াই মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ফল ঘোষণা বা দায়িত্ব হস্তান্তর না হলে কী হবে, সেই বিষয়ে গঠনতন্ত্রে কিছু বলা নেই। শুনলাম সাবেক সভাপতিরা বসে সিদ্ধান্ত নেবেন। তাঁরা বসে এসব অসভ্যতার নিরসন করলে তখন সেটা চিন্তা করব। আমাকে কথা দ্বারা আঘাত করা হয়েছে, কমিশনের অন্য সদস্যদের প্রতি বোতল, কাগজ ছুড়ে মারা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী অনেক বহিরাগত লোকজন নিয়ে এসেছিল। দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করলেও এবার আওয়ামী লীগের সমর্থকদের আচরণেই পদত্যাগপত্র দিয়েছি।’
দেশের আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে জটিলতা কাটছে না। ২০২২-২০২৩ সেশনের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট হয়েছে ১৫ ও ১৬ মার্চ। কিন্তু এখন পর্যন্ত ঘোষণা হয়নি সেই নির্বাচনের ফল। কবে ঘোষণা করা হবে, সেই বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না কেউই। এই অবস্থার মধ্য দিয়েই আজ শেষ হচ্ছে বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ।
১৫ দিনেও নির্বাচনের ফল ঘোষণা করতে না পারার এই ঘটনাকে সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন আইনজীবীরা। সেই সঙ্গে দ্রুত এই বিব্রতকর অবস্থার অবসানও চান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চলমান জটিলতার অবসান কীভাবে হবে, সেটা কমিটি বসে ঠিক করবে। মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালিয়ে যেতে পারবে। আর প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় কমিশনের অন্য সদস্যদের মধ্য থেকে একজন বা নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া যাবে। তবে এ রকম ঘটনা এর আগে কখনো হয়নি।
জানা গেছে, বিদ্যমান পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার দীর্ঘ সময় বৈঠক করেছে বারের বর্তমান কার্যনির্বাহী কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে বারের সাবেক সভাপতি ও সম্পাদকেরা বৈঠক করবেন। ওই বৈঠকেই ফলাফল ঘোষণার বিষয়ে চলমান জটিলতার অবসান ঘটবে। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সম্পাদকদের চিঠি দেওয়ার কাজ শুরু হবে বৃহস্পতিবার (আজ) থেকেই। আর বিষয়টি সমন্বয় করবেন বারের বর্তমান দুই সহসভাপতি।
সুপ্রিম কোর্ট বারের এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮ হাজার ৬২৩ জন। আর দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২ জন। নির্বাচন শেষে ভোট গণনার পর ১৬ মার্চ রাতে ফল ঘোষণার কথা। কিন্তু সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্ট জটিলতায় সেই ফল এখনো ঘোষণা করা যায়নি।
জানা যায়, ১৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। তাতে দেখা যায়, সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল এগিয়ে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি-সমর্থিত নীল প্যানেল। ওই সময় নির্বাচন কমিশন
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রস্তুতি নিলে সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
ভোট গণনার সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সাদা প্যানেলের প্রার্থী আব্দুন নূর দুলালের সমর্থকেরা প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে খারাপ আচরণ করলে ওই সময়ই পদত্যাগপত্র দেন তিনি। আর এতেই আটকে যায় ভোটের ফল ঘোষণা।
জানতে চাইলে নির্বাচন পরিচালনায় গঠিত উপকমিটির প্রধান এ ওয়াই মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ফল ঘোষণা বা দায়িত্ব হস্তান্তর না হলে কী হবে, সেই বিষয়ে গঠনতন্ত্রে কিছু বলা নেই। শুনলাম সাবেক সভাপতিরা বসে সিদ্ধান্ত নেবেন। তাঁরা বসে এসব অসভ্যতার নিরসন করলে তখন সেটা চিন্তা করব। আমাকে কথা দ্বারা আঘাত করা হয়েছে, কমিশনের অন্য সদস্যদের প্রতি বোতল, কাগজ ছুড়ে মারা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী অনেক বহিরাগত লোকজন নিয়ে এসেছিল। দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করলেও এবার আওয়ামী লীগের সমর্থকদের আচরণেই পদত্যাগপত্র দিয়েছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে