নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কলকাতা সংবাদদাতা
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদ্যমান পরিস্থিতিতে আন্তদেশীয় দুটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ভারতীয় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাংলাদেশের তরফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কথা ছিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের (১৩১০৮ নং ট্রেন)। একই দিনে ঢাকা থেকে কলকাতা যাওয়ার কথা ছিল ১৩১১০ মৈত্রী এক্সপ্রেসের। সেই ট্রেন দুটির যাত্রা বাতিল থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা থাকলেও যায়নি মিতালী এক্সপ্রেস। আগামী সোমবারও ট্রেনটি যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এ নিয়ে বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, এ মুহূর্তে ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রেলওয়ে। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যে বাংলাদেশে গত সাত দিনের বন্ধ ট্রেনের টিকিট ফেরত দিতে শুরু করেছে রেলওয়ে। বৃহস্পতিবার থেকে ১৮ ও ২০ জুলাইয়ের মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট কমলাপুর কাউন্টারে ফেরত নিয়ে টাকা দিয়ে দিচ্ছে রেলওয়ে। এ ছাড়া অনলাইনেও রিফান্ড করা হচ্ছে।
রেলপথমন্ত্রী বলেন, ট্রেন না চলায় টিকিট রিফান্ড করতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত রেলওয়ের টিকিট বাবদ ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি রিফান্ড হয়েছে। এতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রয় সহযোগী প্রতিষ্ঠান সহজের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে কাউন্টার থেকে মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট ফেরত দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে কোনো রেক না যাওয়ায় ভারত থেকেও ট্রেন আসবে না। তাঁরা এটা জেনেছেন। তবে কবে আবার চলাচল করবে, সেই বিষয়ে তাঁরা জানেন না।
সন্দীপ আরও বলেন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) যে সময় থেকে দেশে ট্রেন চলাচল বন্ধ হয়েছে, তারপর থেকে সব ট্রেনের টিকিট রিফান্ড করা হচ্ছে। নতুন করে কাউন্টার ও অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে না।
কোটা সংস্কার আন্দোলনে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই অনেক এলাকায় শিথিল করা হয়েছে কারফিউ, স্বাভাবিক করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এর ফলে চার দিন সব পরিষেবা বন্ধ থাকার পর বৃহস্পতিবার ২৫ জুলাই থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদ্যমান পরিস্থিতিতে আন্তদেশীয় দুটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ভারতীয় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাংলাদেশের তরফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কথা ছিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের (১৩১০৮ নং ট্রেন)। একই দিনে ঢাকা থেকে কলকাতা যাওয়ার কথা ছিল ১৩১১০ মৈত্রী এক্সপ্রেসের। সেই ট্রেন দুটির যাত্রা বাতিল থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা থাকলেও যায়নি মিতালী এক্সপ্রেস। আগামী সোমবারও ট্রেনটি যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এ নিয়ে বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, এ মুহূর্তে ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রেলওয়ে। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যে বাংলাদেশে গত সাত দিনের বন্ধ ট্রেনের টিকিট ফেরত দিতে শুরু করেছে রেলওয়ে। বৃহস্পতিবার থেকে ১৮ ও ২০ জুলাইয়ের মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট কমলাপুর কাউন্টারে ফেরত নিয়ে টাকা দিয়ে দিচ্ছে রেলওয়ে। এ ছাড়া অনলাইনেও রিফান্ড করা হচ্ছে।
রেলপথমন্ত্রী বলেন, ট্রেন না চলায় টিকিট রিফান্ড করতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত রেলওয়ের টিকিট বাবদ ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি রিফান্ড হয়েছে। এতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রয় সহযোগী প্রতিষ্ঠান সহজের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে কাউন্টার থেকে মিতালী ও মৈত্রী এক্সপ্রেসের টিকিট ফেরত দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে কোনো রেক না যাওয়ায় ভারত থেকেও ট্রেন আসবে না। তাঁরা এটা জেনেছেন। তবে কবে আবার চলাচল করবে, সেই বিষয়ে তাঁরা জানেন না।
সন্দীপ আরও বলেন, ১৮ জুলাই (বৃহস্পতিবার) যে সময় থেকে দেশে ট্রেন চলাচল বন্ধ হয়েছে, তারপর থেকে সব ট্রেনের টিকিট রিফান্ড করা হচ্ছে। নতুন করে কাউন্টার ও অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে না।
কোটা সংস্কার আন্দোলনে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই অনেক এলাকায় শিথিল করা হয়েছে কারফিউ, স্বাভাবিক করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এর ফলে চার দিন সব পরিষেবা বন্ধ থাকার পর বৃহস্পতিবার ২৫ জুলাই থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে