লাইছ ত্বোহা
প্রশ্ন: গত মৌসুমের মতো এবারও আপনার ডিপিএল ভালো যাচ্ছে। এখানে ধারাবাহিক ছন্দে থাকার রহস্য কী?
এনামুল হক বিজয়: ডিপিএল তো অনেক বড় টুর্নামেন্ট হয়, লম্বা সময় খেলা যায়। ওয়ানডে সংস্করণ হওয়ায় টি-টোয়েন্টির তুলনায় একটু বেশি সময় পাওয়া যায়। আর আমি তো বাংলাদেশ দলেও ওয়ানডে যত দিন খেলেছি, যতটুকু খেলেছি, ভালো খেলেছি। আমার সবচেয়ে পছন্দের সংস্করণ টেস্ট ক্রিকেট, তারপর ওয়ানডে সংস্করণ। সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগটা আমার পছন্দের টুর্নামেন্ট, সেখানে সব সময় রানের মধ্যেই থাকি। আবার বিপিএলেও যখন সুযোগ থাকে, ভালো করার চেষ্টা করি। আসলে প্রতিটা টুর্নামেন্টেই চেষ্টা করি ভালো করার। (ডিপিএল) এটা আলাদা কিছু না, সব মিলিয়ে একটা বড় টুর্নামেন্ট, মনোযোগ থাকে ভালো করার। সেটা মাথায় রেখে চেষ্টা করি।
প্রশ্ন: গত ডিপিএলে ১০০০ রান করেছেন (১১৩৮ রান), এবারও কি এটা সম্ভব? যেহেতু ম্যাচ বাকি আর তিনটি।
বিজয়: আগেরবার তো (প্রাইম ব্যাংকের হয়ে) চ্যাম্পিয়ন হতে পারিনি। যতই রান করি দলকে চ্যাম্পিয়ন করতে পারলে আলাদা ভালো লাগে। সেটা ৫০০ রান করেও হতে পারে, ১০০০ রান করেও হতে পারে। এবার আর তিনটা ম্যাচ আছে, হয়তো আগের রান ধরা সম্ভব হবে না। আশা করছি, যদি ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি, দলকে চ্যাম্পিয়ন করার পেছনে অবদান রাখতে পারি, তাহলে হাজার রানের চেয়ে কম খুশি লাগবে না। একই রকম খুশি লাগবে।
প্রশ্ন: আপনার সঙ্গে আবাহনীতে মোহাম্মদ নাঈমও দারুণ খেলছেন। দুজনের এ রানের প্রতিযোগিতা কতটা উপভোগ করছেন?
বিজয়: দারুণ, দারুণ। আসলে ও খুবই বুদ্ধিমান খেলোয়াড় এবং খুবই সাপোর্টিভ। একটা প্রতিযোগিতা থাকলে অবশ্যই যেকোনো প্রতিপক্ষের কাছে একটু কঠিন হয় বোলিং করাটা। আমাদের দুজনের জুটির ওপর নির্ভর করে, আমরা বেশ কিছু ম্যাচ খুব সহজে জিতেছি। সে টানা ১০-১২টা ম্যাচ ভালো খেলেছে, ওর ভেতরে এতটাই মনোযোগ লক্ষ্য করা গেছে, এটা আসলে সহজ ব্যাপার ছিল না। ধারাবাহিক ভালো করে যাচ্ছে, এটা আসলে দারুণ বিষয়।
প্রশ্ন: দুজনের মধ্যে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা কতটা সহায়তা করেছে ধারাবাহিক রান করে যেতে?
বিজয়: না, ওটা (প্রতিযোগিতা) আমাদের মধ্যে নেই। একটা জিনিস আমাদের মধ্যে আছে, যদি ওপেনিং জুটিতে আমরা ১৫-২০টা ওভার খেলে আসতে পারি, পেছনে কিন্তু চার-পাঁচজন দারুণ অভিজ্ঞ খেলোয়াড় আছে। যেমন আফিফ, সৈকত, সাইফউদ্দিন, খুশদিল আছে; চারজন মূল খেলোয়াড় আছে। আমরা ভালো শুরু এনে দিতে পারলে পরে ৩০টা ওভার ভালো কাজে লাগাতে পারি। আমরা ওটাই টার্গেট করেছিলাম। টানা ৭-৮টা ম্যাচে সেটা করতে পেরেছি। মাঝখানে কয়েকটা ম্যাচে সেভাবে অবদান রাখতে পারিনি। আমরা দুজন যদি ভালো করতে পারি, এটা দলের খুব কাজে দেয়।
প্রশ্ন: শেখ জামালের সঙ্গে আবাহনীর শিরোপা লড়াই চলছে। দুই দল মুখোমুখি লিগের শেষ দিনে। শিরোপা জিততে কতটা আশাবাদী?
বিজয়: শেখ জামাল ম্যাচ (১৩ মে) পর্যন্ত যেতে যেতে পয়েন্ট টেবিল কোন পর্যায়ে দাঁড়ায় সেটা বোঝা মুশকিল। আমরা চেষ্টা করব, যেন চ্যাম্পিয়ন হই।
প্রশ্ন: গত ডিপিএলে ভালো করে জাতীয় দলে ফিরলেন। ৫০ ওভারের ক্রিকেটে ভালো খেলে সুযোগ হলো টেস্টে, সেটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন এক কন্ডিশনে, তখন দলও চাপে ছিল। আপনি কি মনে করেন আপনার জন্য এটা প্রত্যাবর্তনের উপযুক্ত মঞ্চ ছিল?
বিজয়: টেস্ট ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি। যদি দেখেন প্রথম শ্রেণিতে আমার প্রায় ৮ হাজার রান। আমি চাই, টেস্ট ক্রিকেট খেলতে। স্বপ্নটা সব সময় আছে। আমাকে যখন সুযোগ দিল, তখনো সব সংস্করণে ভালো খেলছিলাম। দল নিয়েছে শতভাগ চেষ্টা করেছি, কিন্তু টেস্টটা খারাপ খেলিনি। দুটো আম্পায়ার্স কলে দুর্ভাগ্যভাবে আউট হয়েছি। ইনিংসের শুরুটা কিন্তু আমার ভালো ছিল। যদি আরও সুযোগ পাই আরও ভালো করব ইনশা আল্লাহ, বিশেষ করে টেস্টে।
প্রশ্ন: তিন বছর বিরতির পর সুযোগ পেয়ে ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ফিফটি করলেন। এরপর ভারত সিরিজটা ভালো হলো না, বাদ পড়ে গেলেন। ভালো করতেই হবে, এমন চাপ কি অনুভব করেছেন নিজের মধ্যে?
বিজয়: মিরাজ ছাড়া কেউই ভালো খেলেনি ওই সিরিজে। ভারতেরও না, আমাদেরও না। মিরাজের একটা আলাদা সিরিজ গেছে। ওটা দিয়ে তো বিচার করা কঠিন হবে। শেষ ম্যাচটা ৪০০ রানের বেশি লক্ষ্য ছিল। সবার স্ট্রাইক রেট বেশি রাখার দরকার ছিল, মারতে গিয়ে আউট হতেই পারে। কিন্তু আগের দুটা লো স্কোরিং ম্যাচ ছিল, এ রকম না যে সবাই স্বচ্ছন্দে ব্যাটিং করেছে। সামনে আশা করি সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।
প্রশ্ন: ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন। এবারও ফিরতে কতটা আশাবাদী?
বিজয়: (ডিপিএলে) আরও তিনটা ম্যাচ আছে। দল যদি চায়, আমি প্রস্তুত আছি। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। আশা করি, বিবেচনায় আছি এবং ভালো খেলে যেন এ দুটা ফরম্যাটে খেলতে পারি, এটাই তো আশা করব।
প্রশ্ন: ঘরোয়া লিগে ভালো করে বারবার জাতীয় দলে ফিরে কোথায় যেন থেমে যাচ্ছেন। আপনার নিজের কাছে আসলে মূল প্রতিবন্ধকতা কোথায় মনে হয়?
বিজয়: প্রশ্নটা আপনারা নির্বাচকদের করতে পারেন। আমাকে প্রশ্ন করে কিছু হবে না। এটা নির্বাচকদের করতে পারেন, অধিনায়ককে করতে পারেন, বিজয়কে কেন নেওয়া হচ্ছে না। আমি প্রমাণিত খেলোয়াড়। এ প্রশ্ন তাঁদের করলে, তাঁরাই বলতে পারবেন।
প্রশ্ন: ২০১২ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখনো আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ না হওয়ায় অনেকে আপনাকে শুধু ঘরোয়া লিগের পারফরমার মনে করেন...।
বিজয়: এটা যাঁরা বলেন তাঁদের আমার বলার কিছু নেই। তাঁরা হয়তো জানেন না, বাংলাদেশে সবচেয়ে কম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করার রেকর্ড কিন্তু আমার। তাঁদের এটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবেন।
প্রশ্ন: গত মৌসুমের মতো এবারও আপনার ডিপিএল ভালো যাচ্ছে। এখানে ধারাবাহিক ছন্দে থাকার রহস্য কী?
এনামুল হক বিজয়: ডিপিএল তো অনেক বড় টুর্নামেন্ট হয়, লম্বা সময় খেলা যায়। ওয়ানডে সংস্করণ হওয়ায় টি-টোয়েন্টির তুলনায় একটু বেশি সময় পাওয়া যায়। আর আমি তো বাংলাদেশ দলেও ওয়ানডে যত দিন খেলেছি, যতটুকু খেলেছি, ভালো খেলেছি। আমার সবচেয়ে পছন্দের সংস্করণ টেস্ট ক্রিকেট, তারপর ওয়ানডে সংস্করণ। সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগটা আমার পছন্দের টুর্নামেন্ট, সেখানে সব সময় রানের মধ্যেই থাকি। আবার বিপিএলেও যখন সুযোগ থাকে, ভালো করার চেষ্টা করি। আসলে প্রতিটা টুর্নামেন্টেই চেষ্টা করি ভালো করার। (ডিপিএল) এটা আলাদা কিছু না, সব মিলিয়ে একটা বড় টুর্নামেন্ট, মনোযোগ থাকে ভালো করার। সেটা মাথায় রেখে চেষ্টা করি।
প্রশ্ন: গত ডিপিএলে ১০০০ রান করেছেন (১১৩৮ রান), এবারও কি এটা সম্ভব? যেহেতু ম্যাচ বাকি আর তিনটি।
বিজয়: আগেরবার তো (প্রাইম ব্যাংকের হয়ে) চ্যাম্পিয়ন হতে পারিনি। যতই রান করি দলকে চ্যাম্পিয়ন করতে পারলে আলাদা ভালো লাগে। সেটা ৫০০ রান করেও হতে পারে, ১০০০ রান করেও হতে পারে। এবার আর তিনটা ম্যাচ আছে, হয়তো আগের রান ধরা সম্ভব হবে না। আশা করছি, যদি ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি, দলকে চ্যাম্পিয়ন করার পেছনে অবদান রাখতে পারি, তাহলে হাজার রানের চেয়ে কম খুশি লাগবে না। একই রকম খুশি লাগবে।
প্রশ্ন: আপনার সঙ্গে আবাহনীতে মোহাম্মদ নাঈমও দারুণ খেলছেন। দুজনের এ রানের প্রতিযোগিতা কতটা উপভোগ করছেন?
বিজয়: দারুণ, দারুণ। আসলে ও খুবই বুদ্ধিমান খেলোয়াড় এবং খুবই সাপোর্টিভ। একটা প্রতিযোগিতা থাকলে অবশ্যই যেকোনো প্রতিপক্ষের কাছে একটু কঠিন হয় বোলিং করাটা। আমাদের দুজনের জুটির ওপর নির্ভর করে, আমরা বেশ কিছু ম্যাচ খুব সহজে জিতেছি। সে টানা ১০-১২টা ম্যাচ ভালো খেলেছে, ওর ভেতরে এতটাই মনোযোগ লক্ষ্য করা গেছে, এটা আসলে সহজ ব্যাপার ছিল না। ধারাবাহিক ভালো করে যাচ্ছে, এটা আসলে দারুণ বিষয়।
প্রশ্ন: দুজনের মধ্যে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা কতটা সহায়তা করেছে ধারাবাহিক রান করে যেতে?
বিজয়: না, ওটা (প্রতিযোগিতা) আমাদের মধ্যে নেই। একটা জিনিস আমাদের মধ্যে আছে, যদি ওপেনিং জুটিতে আমরা ১৫-২০টা ওভার খেলে আসতে পারি, পেছনে কিন্তু চার-পাঁচজন দারুণ অভিজ্ঞ খেলোয়াড় আছে। যেমন আফিফ, সৈকত, সাইফউদ্দিন, খুশদিল আছে; চারজন মূল খেলোয়াড় আছে। আমরা ভালো শুরু এনে দিতে পারলে পরে ৩০টা ওভার ভালো কাজে লাগাতে পারি। আমরা ওটাই টার্গেট করেছিলাম। টানা ৭-৮টা ম্যাচে সেটা করতে পেরেছি। মাঝখানে কয়েকটা ম্যাচে সেভাবে অবদান রাখতে পারিনি। আমরা দুজন যদি ভালো করতে পারি, এটা দলের খুব কাজে দেয়।
প্রশ্ন: শেখ জামালের সঙ্গে আবাহনীর শিরোপা লড়াই চলছে। দুই দল মুখোমুখি লিগের শেষ দিনে। শিরোপা জিততে কতটা আশাবাদী?
বিজয়: শেখ জামাল ম্যাচ (১৩ মে) পর্যন্ত যেতে যেতে পয়েন্ট টেবিল কোন পর্যায়ে দাঁড়ায় সেটা বোঝা মুশকিল। আমরা চেষ্টা করব, যেন চ্যাম্পিয়ন হই।
প্রশ্ন: গত ডিপিএলে ভালো করে জাতীয় দলে ফিরলেন। ৫০ ওভারের ক্রিকেটে ভালো খেলে সুযোগ হলো টেস্টে, সেটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন এক কন্ডিশনে, তখন দলও চাপে ছিল। আপনি কি মনে করেন আপনার জন্য এটা প্রত্যাবর্তনের উপযুক্ত মঞ্চ ছিল?
বিজয়: টেস্ট ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি। যদি দেখেন প্রথম শ্রেণিতে আমার প্রায় ৮ হাজার রান। আমি চাই, টেস্ট ক্রিকেট খেলতে। স্বপ্নটা সব সময় আছে। আমাকে যখন সুযোগ দিল, তখনো সব সংস্করণে ভালো খেলছিলাম। দল নিয়েছে শতভাগ চেষ্টা করেছি, কিন্তু টেস্টটা খারাপ খেলিনি। দুটো আম্পায়ার্স কলে দুর্ভাগ্যভাবে আউট হয়েছি। ইনিংসের শুরুটা কিন্তু আমার ভালো ছিল। যদি আরও সুযোগ পাই আরও ভালো করব ইনশা আল্লাহ, বিশেষ করে টেস্টে।
প্রশ্ন: তিন বছর বিরতির পর সুযোগ পেয়ে ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ফিফটি করলেন। এরপর ভারত সিরিজটা ভালো হলো না, বাদ পড়ে গেলেন। ভালো করতেই হবে, এমন চাপ কি অনুভব করেছেন নিজের মধ্যে?
বিজয়: মিরাজ ছাড়া কেউই ভালো খেলেনি ওই সিরিজে। ভারতেরও না, আমাদেরও না। মিরাজের একটা আলাদা সিরিজ গেছে। ওটা দিয়ে তো বিচার করা কঠিন হবে। শেষ ম্যাচটা ৪০০ রানের বেশি লক্ষ্য ছিল। সবার স্ট্রাইক রেট বেশি রাখার দরকার ছিল, মারতে গিয়ে আউট হতেই পারে। কিন্তু আগের দুটা লো স্কোরিং ম্যাচ ছিল, এ রকম না যে সবাই স্বচ্ছন্দে ব্যাটিং করেছে। সামনে আশা করি সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।
প্রশ্ন: ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন। এবারও ফিরতে কতটা আশাবাদী?
বিজয়: (ডিপিএলে) আরও তিনটা ম্যাচ আছে। দল যদি চায়, আমি প্রস্তুত আছি। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। আশা করি, বিবেচনায় আছি এবং ভালো খেলে যেন এ দুটা ফরম্যাটে খেলতে পারি, এটাই তো আশা করব।
প্রশ্ন: ঘরোয়া লিগে ভালো করে বারবার জাতীয় দলে ফিরে কোথায় যেন থেমে যাচ্ছেন। আপনার নিজের কাছে আসলে মূল প্রতিবন্ধকতা কোথায় মনে হয়?
বিজয়: প্রশ্নটা আপনারা নির্বাচকদের করতে পারেন। আমাকে প্রশ্ন করে কিছু হবে না। এটা নির্বাচকদের করতে পারেন, অধিনায়ককে করতে পারেন, বিজয়কে কেন নেওয়া হচ্ছে না। আমি প্রমাণিত খেলোয়াড়। এ প্রশ্ন তাঁদের করলে, তাঁরাই বলতে পারবেন।
প্রশ্ন: ২০১২ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখনো আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ না হওয়ায় অনেকে আপনাকে শুধু ঘরোয়া লিগের পারফরমার মনে করেন...।
বিজয়: এটা যাঁরা বলেন তাঁদের আমার বলার কিছু নেই। তাঁরা হয়তো জানেন না, বাংলাদেশে সবচেয়ে কম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করার রেকর্ড কিন্তু আমার। তাঁদের এটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে