রংপুর প্রতিনিধি
প্রশাসনিক সেবা পেতে আর বিভিন্ন স্থানে দৌড়াতে হবে না রংপুর বিভাগের সেবাপ্রার্থীদের। এখন থেকে এক ভবনেই মিলবে সব ধরনের সেবা।
দেশের আট বিভাগের মধ্যে প্রথম বিভাগীয় সদর দপ্তর পেতে যাচ্ছে রংপুর। আজ রোববার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর হাজিরহাট রেডিও সেন্টারের পাশে সদর দপ্তর ভবনটি এখন পুরো প্রস্তুত।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ নভেম্বর রংপুর রেডিও সেন্টারের অধিগ্রহণ করা জমির ওপর বিভাগীয় সদর দপ্তর নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়। ২০১৩ সালের ৭ এপ্রিল ১৫ একর জমি অধিগ্রহণের দলিল সম্পাদিত হয় এবং ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগীয় সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জুলাই সদর দপ্তর ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর দপ্তর নির্মাণে ৯২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় ধরা হলেও খরচ হয়েছে ৮৯ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩০ জুন। তবে নকশা পরিবর্তন ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২১ সালের ৩০ জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়েছে।
সদর দপ্তরে যা থাকবে
বিভাগীয় কমিশনার কার্যালয় জানিয়েছে, ভবনটির প্রথম তলায় থাকবে ব্যাংক, পোস্ট অফিস, রিসেপশন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়। দ্বিতীয় তলায় আছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মাল্টিপারপাস হল রুম।
তৃতীয় তলায় থাকবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালকের কার্যালয়, চতুর্থ তলায় পুলিশের রংপুর ডিআইজির কার্যালয়, পঞ্চম তলায় উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড।
ষষ্ঠ তলায় থাকবে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়, সপ্তম তলায় যুগ্ম নিবন্ধক ও বিভাগীয় সমবায়ের কার্যালয় এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়।
অষ্টম তলায় থাকবে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, নবম তলায় মাল্টিপারপাস হল রুম, মিটিং রুম, ট্রেনিং সেন্টার, ক্লাস রুম, ক্যানটিন, ক্যাফে কর্নার এবং দশম তলায় থাকবে সেমিনার রুম লাইব্রেরি, আর্কাইভ ও মিটিং রুম।
গণপূর্ত অধিদপ্তর রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অত্যাধুনিক এ ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন পুরো ভবন প্রস্তুত। ভবন নির্মাণে আড়াই কোটি টাকা অবশিষ্ট থাকায় তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেন, এটি দেশের প্রথম বিভাগীয় সদর দপ্তর। অত্যাধুনিক ১০ তলাবিশিষ্ট এ ভবনে এক ছাদের নিচেই বিভাগীয় প্রশাসনের সব অফিস থাকবে। এতে করে সাধারণ মানুষ যাঁরা সেবাপ্রত্যাশী, তাঁরা এক ছাদের নিচে সেবা পাবেন।
প্রশাসনিক সেবা পেতে আর বিভিন্ন স্থানে দৌড়াতে হবে না রংপুর বিভাগের সেবাপ্রার্থীদের। এখন থেকে এক ভবনেই মিলবে সব ধরনের সেবা।
দেশের আট বিভাগের মধ্যে প্রথম বিভাগীয় সদর দপ্তর পেতে যাচ্ছে রংপুর। আজ রোববার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর হাজিরহাট রেডিও সেন্টারের পাশে সদর দপ্তর ভবনটি এখন পুরো প্রস্তুত।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ নভেম্বর রংপুর রেডিও সেন্টারের অধিগ্রহণ করা জমির ওপর বিভাগীয় সদর দপ্তর নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়। ২০১৩ সালের ৭ এপ্রিল ১৫ একর জমি অধিগ্রহণের দলিল সম্পাদিত হয় এবং ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগীয় সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জুলাই সদর দপ্তর ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর দপ্তর নির্মাণে ৯২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় ধরা হলেও খরচ হয়েছে ৮৯ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩০ জুন। তবে নকশা পরিবর্তন ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২১ সালের ৩০ জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়েছে।
সদর দপ্তরে যা থাকবে
বিভাগীয় কমিশনার কার্যালয় জানিয়েছে, ভবনটির প্রথম তলায় থাকবে ব্যাংক, পোস্ট অফিস, রিসেপশন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়। দ্বিতীয় তলায় আছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মাল্টিপারপাস হল রুম।
তৃতীয় তলায় থাকবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালকের কার্যালয়, চতুর্থ তলায় পুলিশের রংপুর ডিআইজির কার্যালয়, পঞ্চম তলায় উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড।
ষষ্ঠ তলায় থাকবে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়, সপ্তম তলায় যুগ্ম নিবন্ধক ও বিভাগীয় সমবায়ের কার্যালয় এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়।
অষ্টম তলায় থাকবে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, নবম তলায় মাল্টিপারপাস হল রুম, মিটিং রুম, ট্রেনিং সেন্টার, ক্লাস রুম, ক্যানটিন, ক্যাফে কর্নার এবং দশম তলায় থাকবে সেমিনার রুম লাইব্রেরি, আর্কাইভ ও মিটিং রুম।
গণপূর্ত অধিদপ্তর রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অত্যাধুনিক এ ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন পুরো ভবন প্রস্তুত। ভবন নির্মাণে আড়াই কোটি টাকা অবশিষ্ট থাকায় তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেন, এটি দেশের প্রথম বিভাগীয় সদর দপ্তর। অত্যাধুনিক ১০ তলাবিশিষ্ট এ ভবনে এক ছাদের নিচেই বিভাগীয় প্রশাসনের সব অফিস থাকবে। এতে করে সাধারণ মানুষ যাঁরা সেবাপ্রত্যাশী, তাঁরা এক ছাদের নিচে সেবা পাবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে