দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগ করছেন মেয়র প্রার্থীরা। টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কুর অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। ঘোড়া প্রতীকের আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের অভিযোগ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কার্যকরী ভূমিকা রাখছে না নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন। আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত বলছেন, তাঁর দলের কোনো নেতা-কর্মী আচরণবিধি লঙ্ঘন করছেন না।
গতকাল বুধবার সকালে মো. মনিরুল হক সাক্কু নগরীর ২ নম্বর ওয়ার্ডের মগবাড়ি চৌমহনী থেকে গণসংযোগ শুরু করেন। দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি, বিকেলে ২ নম্বর ওয়ার্ডের মফিজাবাদ কলোনিতে উঠান বৈঠক করেন এবং সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স এনআর স্কুল মাঠে উঠান বৈঠক করেন।
গণসংযোগ ও পথসভায় সাক্কু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার দলীয় কার্যালয়ে বিভিন্ন কমিটির লোকজন এনে জড়ো করেন। নির্বাচনী সভা করছেন। ইমাম সমিতি, এনজিও কমিটি, বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি এমনকি স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকদের ডেকে এনে সভা করছেন। এভাবে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি ভূমিকা নেবে।
এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড মোটেই নষ্ট হয়নি। স্থানীয় সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি দলীয় কার্যালয়ে বসে নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। এখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই নেই।’
আরফানুল হক রিফাত গতকাল বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারিপট্টি এলাকায় পথসভা করেন। এ ছাড়া ১৮ নম্বর ওয়ার্ডের নূরপুর চৌমুহনী, ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ সালেহা স্কুল মাঠে, ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর, ১৭ নম্বর ওয়ার্ডের পানুয়া খানকা ও ৮ নম্বর ওয়ার্ডের রেসিডেন্সিয়াল স্কুল মাঠে উঠান বৈঠক করেন।
আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর আদালত, বাটপাড়া, ছোটরা, বিষ্ণুপুর এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর ও সন্ধ্যায় চর্থার থিরাপুকুরপাড় উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কার্যকরী ভূমিকা রাখছে না ইসি। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ইসিকে ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ভূমিকায় যেতে হবে। পাশাপাশি পুলিশকেও সতর্ক অবস্থানে থাকতে হবে। আরও কঠোর ভূমিকায় যেতে হবে।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
নিজাম উদ্দীন কায়সার আরও বলেন, ‘রিফাত ও সাক্কু একে অপরকে চোর বলছেন। চোর শুধু এ দুজনই নন, আরও একজন আছেন; তিনি হলেন চোরদের নেতা। এ তিনজনের সিন্ডিকেট কুমিল্লাকে দীর্ঘদিন লুটে খেয়েছে। এখন কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। কুমিল্লায় এত দিন যে দানবীয় শাসন চলেছে তা থেকে মুক্তি চায়। দুর্নীতি ও মাদকমুক্ত কুমিল্লা চায়।’
কুসিক নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীসহ ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১০ জন, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী লড়ছেন। ১৩ জুন রাতে শেষ হবে নির্বাচনী প্রচারের সময়সীমা। ১৫ জুন ভোট গ্রহণ হবে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগ করছেন মেয়র প্রার্থীরা। টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কুর অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। ঘোড়া প্রতীকের আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের অভিযোগ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কার্যকরী ভূমিকা রাখছে না নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন। আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত বলছেন, তাঁর দলের কোনো নেতা-কর্মী আচরণবিধি লঙ্ঘন করছেন না।
গতকাল বুধবার সকালে মো. মনিরুল হক সাক্কু নগরীর ২ নম্বর ওয়ার্ডের মগবাড়ি চৌমহনী থেকে গণসংযোগ শুরু করেন। দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি, বিকেলে ২ নম্বর ওয়ার্ডের মফিজাবাদ কলোনিতে উঠান বৈঠক করেন এবং সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স এনআর স্কুল মাঠে উঠান বৈঠক করেন।
গণসংযোগ ও পথসভায় সাক্কু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার দলীয় কার্যালয়ে বিভিন্ন কমিটির লোকজন এনে জড়ো করেন। নির্বাচনী সভা করছেন। ইমাম সমিতি, এনজিও কমিটি, বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি এমনকি স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকদের ডেকে এনে সভা করছেন। এভাবে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি ভূমিকা নেবে।
এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড মোটেই নষ্ট হয়নি। স্থানীয় সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি দলীয় কার্যালয়ে বসে নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। এখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই নেই।’
আরফানুল হক রিফাত গতকাল বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারিপট্টি এলাকায় পথসভা করেন। এ ছাড়া ১৮ নম্বর ওয়ার্ডের নূরপুর চৌমুহনী, ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ সালেহা স্কুল মাঠে, ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর, ১৭ নম্বর ওয়ার্ডের পানুয়া খানকা ও ৮ নম্বর ওয়ার্ডের রেসিডেন্সিয়াল স্কুল মাঠে উঠান বৈঠক করেন।
আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর আদালত, বাটপাড়া, ছোটরা, বিষ্ণুপুর এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর ও সন্ধ্যায় চর্থার থিরাপুকুরপাড় উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কার্যকরী ভূমিকা রাখছে না ইসি। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ইসিকে ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ভূমিকায় যেতে হবে। পাশাপাশি পুলিশকেও সতর্ক অবস্থানে থাকতে হবে। আরও কঠোর ভূমিকায় যেতে হবে।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
নিজাম উদ্দীন কায়সার আরও বলেন, ‘রিফাত ও সাক্কু একে অপরকে চোর বলছেন। চোর শুধু এ দুজনই নন, আরও একজন আছেন; তিনি হলেন চোরদের নেতা। এ তিনজনের সিন্ডিকেট কুমিল্লাকে দীর্ঘদিন লুটে খেয়েছে। এখন কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। কুমিল্লায় এত দিন যে দানবীয় শাসন চলেছে তা থেকে মুক্তি চায়। দুর্নীতি ও মাদকমুক্ত কুমিল্লা চায়।’
কুসিক নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীসহ ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১০ জন, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী লড়ছেন। ১৩ জুন রাতে শেষ হবে নির্বাচনী প্রচারের সময়সীমা। ১৫ জুন ভোট গ্রহণ হবে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে