জাহীদ রেজা নূর, ঢাকা
শৈশব থেকেই দেশবন্ধুর সঙ্গে আমাদের যোগাযোগ। হাটখোলার ইত্তেফাক অফিসটা তো তখন ছিল আমাদের ঘরবাড়ি। দিনরাতের বেশির ভাগ সময় ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনের কাটত এই অফিসে। আর আমরা যখন তাঁর সঙ্গে অফিসে যেতাম, তখন সবচেয়ে লোভনীয় বিষয় ছিল খাওয়াদাওয়া। দেশবন্ধুর পরোটা-ভাজি আর হালুয়া তখন থেকেই আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল।
পাকিস্তান আমলে ইত্তেফাকের পিয়ন বশির মামা কিংবা আনসার মামার কাঁধে চড়ে দেশবন্ধুতে যাওয়ার দৃশ্য এখনো স্মৃতিতে ভাসে।তারপর কেটে গেছে কতগুলো বছর। ৫০ পেরিয়েছে দেশবন্ধুর সঙ্গে সাক্ষাৎকারের। দোকানটা এই দীর্ঘ সময়ে খুব একটা পরিবর্তিত হয়েছে, এ কথা বলা যাবে না। তেমনি রেস্তোরাঁর পরোটা আর ভাজিও রয়েছে আগের মতন। না দোকান, না দোকানের খাবার, কোনোটাই পরিবর্তিত হয়নি! দোকানটা আরেকটু ঝকঝকে-তকতকে হলে ভালো হতো। কিন্তু খাবার যা আছে, সেটা যেন পরিবর্তিত হয়ে না যায়!
সে যা-ই হোক, এখনো যখন মতিঝিল কিংবা প্রেসক্লাব অঞ্চলে যাওয়া হয়, তখন কী এক অদ্ভুত মায়ার টানে কারও ইন্দ্রজালে ধরা পড়ে যেন চলে আসি দেশবন্ধুর সামনে। উদ্দেশ্য সেই একটাই—পরোটা আর সবজি ভাজি। এর সবজিটার জুড়ি মেলা ভার। পাঁচফোড়ন দেওয়া তাজা সবজির স্বাদ গরম পরোটা যেন খানিক বাড়িয়েই দেয়। তিন আঙুলে পরোটা ছিঁড়ে তাতে কায়দা করে একটুখানি সবজি নিয়ে মুখে দিলে জিবে দারুণ এক আনন্দ হয়।
বলে রাখা ভালো, শুধু পরোটা-ভাজিই নয়, সে দোকানে নানা ধরনের মিষ্টি আছে, ভাত-মাছ-তরকারিও রয়েছে। কিন্তু দিনরাত সব সময় গরম-গরম পরোটা এসে ভরে দিচ্ছে ঝুড়িটা আর বছরের পর বছর নিজের একই চেহারা বজায় রাখা ভাজিটা মানুষের মন হরণ করে নিচ্ছে, এটাই বুঝি দেশবন্ধুর পরিচিতি। পরোটা-ভাজির দামটাও বলে রাখা ভালো। পরোটা ১০ টাকা করে আর ভাজি ২৫ টাকা।
শৈশব থেকেই দেশবন্ধুর সঙ্গে আমাদের যোগাযোগ। হাটখোলার ইত্তেফাক অফিসটা তো তখন ছিল আমাদের ঘরবাড়ি। দিনরাতের বেশির ভাগ সময় ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনের কাটত এই অফিসে। আর আমরা যখন তাঁর সঙ্গে অফিসে যেতাম, তখন সবচেয়ে লোভনীয় বিষয় ছিল খাওয়াদাওয়া। দেশবন্ধুর পরোটা-ভাজি আর হালুয়া তখন থেকেই আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল।
পাকিস্তান আমলে ইত্তেফাকের পিয়ন বশির মামা কিংবা আনসার মামার কাঁধে চড়ে দেশবন্ধুতে যাওয়ার দৃশ্য এখনো স্মৃতিতে ভাসে।তারপর কেটে গেছে কতগুলো বছর। ৫০ পেরিয়েছে দেশবন্ধুর সঙ্গে সাক্ষাৎকারের। দোকানটা এই দীর্ঘ সময়ে খুব একটা পরিবর্তিত হয়েছে, এ কথা বলা যাবে না। তেমনি রেস্তোরাঁর পরোটা আর ভাজিও রয়েছে আগের মতন। না দোকান, না দোকানের খাবার, কোনোটাই পরিবর্তিত হয়নি! দোকানটা আরেকটু ঝকঝকে-তকতকে হলে ভালো হতো। কিন্তু খাবার যা আছে, সেটা যেন পরিবর্তিত হয়ে না যায়!
সে যা-ই হোক, এখনো যখন মতিঝিল কিংবা প্রেসক্লাব অঞ্চলে যাওয়া হয়, তখন কী এক অদ্ভুত মায়ার টানে কারও ইন্দ্রজালে ধরা পড়ে যেন চলে আসি দেশবন্ধুর সামনে। উদ্দেশ্য সেই একটাই—পরোটা আর সবজি ভাজি। এর সবজিটার জুড়ি মেলা ভার। পাঁচফোড়ন দেওয়া তাজা সবজির স্বাদ গরম পরোটা যেন খানিক বাড়িয়েই দেয়। তিন আঙুলে পরোটা ছিঁড়ে তাতে কায়দা করে একটুখানি সবজি নিয়ে মুখে দিলে জিবে দারুণ এক আনন্দ হয়।
বলে রাখা ভালো, শুধু পরোটা-ভাজিই নয়, সে দোকানে নানা ধরনের মিষ্টি আছে, ভাত-মাছ-তরকারিও রয়েছে। কিন্তু দিনরাত সব সময় গরম-গরম পরোটা এসে ভরে দিচ্ছে ঝুড়িটা আর বছরের পর বছর নিজের একই চেহারা বজায় রাখা ভাজিটা মানুষের মন হরণ করে নিচ্ছে, এটাই বুঝি দেশবন্ধুর পরিচিতি। পরোটা-ভাজির দামটাও বলে রাখা ভালো। পরোটা ১০ টাকা করে আর ভাজি ২৫ টাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে