মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি
মণিপুরি সংস্কৃতির নানা বৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরিদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। মণিপুরিদের নিজস্ব বর্ষগণনা পদ্ধতি রয়েছে, সেই বর্ষগণনা থেকেই নববর্ষ উদ্যাপন করে আসছেন তাঁরা। গত শনিবার কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরিদের ঐতিহ্যবাহী মণিপুরি নববর্ষ (চৈরাউবা কুম্মৈ) ৩৪২০ উদ্বোধন করা হয়। শোভাযাত্রা, খেলাধুলা ও ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে-গানে দিনব্যাপী উৎসব পালন করা হয়।
মণিপুরিদের তৎকালীন রাজা মোরিয়া ফমবালচা এই বর্ষগণনার পদ্ধতি চালু করেন। মণিপুরি সন গণনার হিসাব অনুযায়ী বারো মাসের নাম হলো শজিবু, কালেন, ইঙা, ইঙেন, থরান, লাংবন, মেরা, হিয়াঙ্গৈ, পোইনু, রাকচিং, ফাইরেন ও লমতা।
অনুষ্ঠানে মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক এল জয়ন্ত কুমার সিংহ, মণিপুরি জাদুঘরের পরিচালক হামোম তনুবাবু, ইমা বাংলাদেশের চেয়ারম্যান কবি খোইরম ইন্দ্রজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মণিপুরি জনগোষ্ঠী তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি মণিপুরিপাড়ার বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে কালচারাল কমপ্লেক্সে শেষ হয়। এরপর সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে এবং করোনামুক্ত পৃথিবী ফিরিয়ে দেওয়ার জন্য বন দেবতার পূজা করা হয়। এরপর পর্যায়ক্রমে শুরু হয় বয়স্ক নারীদের অংশগ্রহণে লেখন খেলা বা কড়ি খেলা, কাং খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় দুজন অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয় এবং বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা নৃত্য উপস্থাপন করেন। এরপর শুরু হয় সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাবল চোংবা। সন্ধ্যায় শুরু হয়ে এ নৃত্য চলে মধ্যরাত পর্যন্ত। পাঁচ শতাধিক অবিবাহিত মণিপুরি তরুণ-তরুণীদের অংশগ্রহণে কয়েক ঘণ্টা নাচ বর্ষবরণ উৎসবে মুগ্ধতা ছড়িয়েছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরিদের নিজস্ব একটি বর্ষগণনা রীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসাবে ৩৪২০তম বর্ষ ২ এপ্রিল শুরু হলো। অন্যান্য বছরের মতো এবারও এই দিন মণিপুরি নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ ৩৪২০’ উদ্যাপনের লক্ষ্যে কমলগঞ্জে মণিপুরিপাড়ার প্রতিটি ঘরে আনন্দ ও উৎসবমুখর হয়ে ওঠে। উৎসবের আগের রাত জেগে মণিপুরি যুবক যুবতীরা কড়ি খেলে হাসি আনন্দে কাটায়। মণিপুরি লোকবিশ্বাসে এই রাতকে বলা হয় ভাগ্য রজনী। এই রাতেই দেবতারা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। উৎসবের পরের পাঁচ দিন তাঁরা খেলাধুলা করে হাসি আনন্দে কাটান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত মণিপুরিরা এ উৎসবে এসে অংশগ্রহণ করে।
উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কবি সনাতন হামোম বলেন, মণিপুরিদেরও নিজস্ব নববর্ষ রয়েছে তাদের নিজস্ব বর্ষপঞ্জিকা অনুযায়ী। আমাদের এ উৎসব করার উদ্দেশ্য হলো নতুন প্রজন্ম এর সঙ্গে যুক্ত হবে। এর মধ্য দিয়ে মণিপুরি নববর্ষ, ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে তারা কাজ করবে।
মণিপুরি সংস্কৃতির নানা বৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরিদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। মণিপুরিদের নিজস্ব বর্ষগণনা পদ্ধতি রয়েছে, সেই বর্ষগণনা থেকেই নববর্ষ উদ্যাপন করে আসছেন তাঁরা। গত শনিবার কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরিদের ঐতিহ্যবাহী মণিপুরি নববর্ষ (চৈরাউবা কুম্মৈ) ৩৪২০ উদ্বোধন করা হয়। শোভাযাত্রা, খেলাধুলা ও ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে-গানে দিনব্যাপী উৎসব পালন করা হয়।
মণিপুরিদের তৎকালীন রাজা মোরিয়া ফমবালচা এই বর্ষগণনার পদ্ধতি চালু করেন। মণিপুরি সন গণনার হিসাব অনুযায়ী বারো মাসের নাম হলো শজিবু, কালেন, ইঙা, ইঙেন, থরান, লাংবন, মেরা, হিয়াঙ্গৈ, পোইনু, রাকচিং, ফাইরেন ও লমতা।
অনুষ্ঠানে মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক এল জয়ন্ত কুমার সিংহ, মণিপুরি জাদুঘরের পরিচালক হামোম তনুবাবু, ইমা বাংলাদেশের চেয়ারম্যান কবি খোইরম ইন্দ্রজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মণিপুরি জনগোষ্ঠী তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি মণিপুরিপাড়ার বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে কালচারাল কমপ্লেক্সে শেষ হয়। এরপর সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে এবং করোনামুক্ত পৃথিবী ফিরিয়ে দেওয়ার জন্য বন দেবতার পূজা করা হয়। এরপর পর্যায়ক্রমে শুরু হয় বয়স্ক নারীদের অংশগ্রহণে লেখন খেলা বা কড়ি খেলা, কাং খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় দুজন অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয় এবং বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা নৃত্য উপস্থাপন করেন। এরপর শুরু হয় সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাবল চোংবা। সন্ধ্যায় শুরু হয়ে এ নৃত্য চলে মধ্যরাত পর্যন্ত। পাঁচ শতাধিক অবিবাহিত মণিপুরি তরুণ-তরুণীদের অংশগ্রহণে কয়েক ঘণ্টা নাচ বর্ষবরণ উৎসবে মুগ্ধতা ছড়িয়েছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরিদের নিজস্ব একটি বর্ষগণনা রীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসাবে ৩৪২০তম বর্ষ ২ এপ্রিল শুরু হলো। অন্যান্য বছরের মতো এবারও এই দিন মণিপুরি নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ ৩৪২০’ উদ্যাপনের লক্ষ্যে কমলগঞ্জে মণিপুরিপাড়ার প্রতিটি ঘরে আনন্দ ও উৎসবমুখর হয়ে ওঠে। উৎসবের আগের রাত জেগে মণিপুরি যুবক যুবতীরা কড়ি খেলে হাসি আনন্দে কাটায়। মণিপুরি লোকবিশ্বাসে এই রাতকে বলা হয় ভাগ্য রজনী। এই রাতেই দেবতারা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। উৎসবের পরের পাঁচ দিন তাঁরা খেলাধুলা করে হাসি আনন্দে কাটান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত মণিপুরিরা এ উৎসবে এসে অংশগ্রহণ করে।
উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কবি সনাতন হামোম বলেন, মণিপুরিদেরও নিজস্ব নববর্ষ রয়েছে তাদের নিজস্ব বর্ষপঞ্জিকা অনুযায়ী। আমাদের এ উৎসব করার উদ্দেশ্য হলো নতুন প্রজন্ম এর সঙ্গে যুক্ত হবে। এর মধ্য দিয়ে মণিপুরি নববর্ষ, ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে তারা কাজ করবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে