শেখ মফিজ শিপন, ফরিদপুর
ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের হঠাৎ উত্থানে বিস্মিত হয়েছিলেন ফরিদপুরের মানুষ। খুব অল্প দিনের মাথায় তিনি হয়ে উঠেছিলেন ফরিদপুরের দণ্ডমুণ্ডের কর্তা। সেই বাবরকে গ্রেপ্তারের পর সাধারণ মানুষ শহরে মিষ্টি খেয়ে মিছিল করেছে, তাঁর হাতকড়া পরা ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে উল্লাস প্রকাশ করেছে।
২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি বাবর বসুন্ধরা এলাকার একটি বাসায় আত্মগোপন করেছিলেন। সোমবার দিবাগত রাতে ফরিদপুর জেলা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাবর হয়তো নিজেও কোনো দিন ভাবতে পারেননি, তাঁকে কারাগারে যেতে হবে।
ফরিদপুর শহরে একসময়ের মহাক্ষমতাধর বাবর ছিলেন বিএনপির সাবেক সাংসদ ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রধান নির্বাচনী এজেন্ট। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আপন ভাই খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে সক্রিয় ছিলেন না। কিন্তু ওই নির্বাচনে খন্দকার মোশাররফ হোসেন জিতে গিয়ে মন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে তিনি ভাইয়ের ক্ষমতাবলয়ে ঢুকে পড়েন।
ফরিদপুরের স্থানীয় লোকজন বলছেন, ২০১০ সালের মাঝামাঝি সময়ে ফরিদপুরের আওয়ামী লীগের নিয়ন্ত্রণ বাবরের হাতে চলে যায়। মন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি ফরিদপুর সদরের বিভিন্ন অফিস-আদালতে প্রভাব বিস্তার করেন। তাঁর ছত্রচ্ছায়ায় কিছু লোক ফরিদপুর মেডিকেল কলেজ, পাসপোর্ট অফিস, সড়ক বিভাগ, এলজিইডি, শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এসব টেন্ডার থেকে তিনি কমিশন নেন। দুই ভাই রুবেল-বরকতকে তিনি ব্যবহার করতে শুরু করেন।
কমিশন থেকে হাতে টাকা এলেও তিনি ভুগতে থাকেন পরিচয়সংকটে। সরকারি দপ্তর দখলের পর নিজের পরিচয় দেওয়ার মতো একটি জুতসই পদবি খুঁজতে থাকেন তিনি। ২০১৪ সালে মন্ত্রী বড় ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগ নেতাদের ওপর বিভিন্ন কায়দায় নির্যাতন চালাতে শুরু করেন। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, ক্যাপ্টেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের নেতা শওকত আলী জাহিদ, ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান মনির ও অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল তাঁর নির্যাতনের শিকার হয়।
উচ্চাভিলাষী বাবর এরপরও থেমে থাকেননি। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পেতে বেপরোয়া হয়ে ওঠেন। ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে বাবরকে সাধারণ সম্পাদক দেখতে চাই লেখা হাজারো ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় ফরিদপুর শহর। কিন্তু তিনি সে চেষ্টায় ব্যর্থ হন। সব বাদ দিয়ে আগের মতো মনোযোগী হন অর্থ-বিত্তের দিকে। মালয়েশিয়ায় একটি বাড়ি রয়েছে তাঁর, যেখানে তাঁর ছেলে থাকেন। ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের বাইপাস সড়কের পাশে আরেকটি বাড়ি নির্মাণ করেন তিনি। এ ছাড়াও বিপুল ভূসম্পত্তির মালিক হন বাবর।
সবকিছু ঠিকঠাকমতো এগোলেও ২০১৭ সালে বড় ভাই খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বাবরের কাছে টাকা চান বড় ভাই খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। শেষ পর্যন্ত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ার ফেলে দিয়ে তাঁকে ঢাকায় চলে যেতে হয়। এরপর মাত্র একবার ফরিদপুরে এলেও টিকতে পারেননি। সেই থেকে তিনি ঢাকাতেই থাকতেন।
২০২০ সালের ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটে। ১৮ মে এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন সুবল সাহা। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৭ জুন ফরিদপুরে বিশেষ অভিযান চালায় পুলিশ। খন্দকার মোশাররফ হোসেনের ক্ষমতার বলয়ে যাঁরা ছিলেন তাঁদের প্রায় সবাইকেই গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বাবরকে ফরিদপুরে নেওয়া হলে স্থানীয় লোকজন আনন্দ মিছিল করেন। সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছিরসহ অনেকে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেছেন, বাবর ছিলেন ভিন্ন দলে, সুযোগ-সুবিধা লুটতেই তিনি আওয়ামী লীগে যোগ দেন। এত দিন ভাইয়ের ক্ষমতার দাপটে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের হঠাৎ উত্থানে বিস্মিত হয়েছিলেন ফরিদপুরের মানুষ। খুব অল্প দিনের মাথায় তিনি হয়ে উঠেছিলেন ফরিদপুরের দণ্ডমুণ্ডের কর্তা। সেই বাবরকে গ্রেপ্তারের পর সাধারণ মানুষ শহরে মিষ্টি খেয়ে মিছিল করেছে, তাঁর হাতকড়া পরা ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে উল্লাস প্রকাশ করেছে।
২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি বাবর বসুন্ধরা এলাকার একটি বাসায় আত্মগোপন করেছিলেন। সোমবার দিবাগত রাতে ফরিদপুর জেলা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাবর হয়তো নিজেও কোনো দিন ভাবতে পারেননি, তাঁকে কারাগারে যেতে হবে।
ফরিদপুর শহরে একসময়ের মহাক্ষমতাধর বাবর ছিলেন বিএনপির সাবেক সাংসদ ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রধান নির্বাচনী এজেন্ট। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আপন ভাই খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে সক্রিয় ছিলেন না। কিন্তু ওই নির্বাচনে খন্দকার মোশাররফ হোসেন জিতে গিয়ে মন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে তিনি ভাইয়ের ক্ষমতাবলয়ে ঢুকে পড়েন।
ফরিদপুরের স্থানীয় লোকজন বলছেন, ২০১০ সালের মাঝামাঝি সময়ে ফরিদপুরের আওয়ামী লীগের নিয়ন্ত্রণ বাবরের হাতে চলে যায়। মন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি ফরিদপুর সদরের বিভিন্ন অফিস-আদালতে প্রভাব বিস্তার করেন। তাঁর ছত্রচ্ছায়ায় কিছু লোক ফরিদপুর মেডিকেল কলেজ, পাসপোর্ট অফিস, সড়ক বিভাগ, এলজিইডি, শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এসব টেন্ডার থেকে তিনি কমিশন নেন। দুই ভাই রুবেল-বরকতকে তিনি ব্যবহার করতে শুরু করেন।
কমিশন থেকে হাতে টাকা এলেও তিনি ভুগতে থাকেন পরিচয়সংকটে। সরকারি দপ্তর দখলের পর নিজের পরিচয় দেওয়ার মতো একটি জুতসই পদবি খুঁজতে থাকেন তিনি। ২০১৪ সালে মন্ত্রী বড় ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগ নেতাদের ওপর বিভিন্ন কায়দায় নির্যাতন চালাতে শুরু করেন। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, ক্যাপ্টেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের নেতা শওকত আলী জাহিদ, ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান মনির ও অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল তাঁর নির্যাতনের শিকার হয়।
উচ্চাভিলাষী বাবর এরপরও থেমে থাকেননি। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পেতে বেপরোয়া হয়ে ওঠেন। ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে বাবরকে সাধারণ সম্পাদক দেখতে চাই লেখা হাজারো ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় ফরিদপুর শহর। কিন্তু তিনি সে চেষ্টায় ব্যর্থ হন। সব বাদ দিয়ে আগের মতো মনোযোগী হন অর্থ-বিত্তের দিকে। মালয়েশিয়ায় একটি বাড়ি রয়েছে তাঁর, যেখানে তাঁর ছেলে থাকেন। ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের বাইপাস সড়কের পাশে আরেকটি বাড়ি নির্মাণ করেন তিনি। এ ছাড়াও বিপুল ভূসম্পত্তির মালিক হন বাবর।
সবকিছু ঠিকঠাকমতো এগোলেও ২০১৭ সালে বড় ভাই খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বাবরের কাছে টাকা চান বড় ভাই খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। শেষ পর্যন্ত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ার ফেলে দিয়ে তাঁকে ঢাকায় চলে যেতে হয়। এরপর মাত্র একবার ফরিদপুরে এলেও টিকতে পারেননি। সেই থেকে তিনি ঢাকাতেই থাকতেন।
২০২০ সালের ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটে। ১৮ মে এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন সুবল সাহা। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৭ জুন ফরিদপুরে বিশেষ অভিযান চালায় পুলিশ। খন্দকার মোশাররফ হোসেনের ক্ষমতার বলয়ে যাঁরা ছিলেন তাঁদের প্রায় সবাইকেই গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বাবরকে ফরিদপুরে নেওয়া হলে স্থানীয় লোকজন আনন্দ মিছিল করেন। সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছিরসহ অনেকে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেছেন, বাবর ছিলেন ভিন্ন দলে, সুযোগ-সুবিধা লুটতেই তিনি আওয়ামী লীগে যোগ দেন। এত দিন ভাইয়ের ক্ষমতার দাপটে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে