বিনোদন ডেস্ক
তামিল সুপারস্টার থালাপতি বিজয় নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন গত শুক্রবার। তিনি রাজনীতিতে আসছেন, এ খবর আগেই জানা গিয়েছিল। শুক্রবার জানালেন, তাঁর রাজনৈতিক দলের নাম ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’। এখন থেকেই বিজয় প্রস্তুতি শুরু করেছেন ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য।
বিজয়ের বয়স এখন ৪৯। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন। ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ সিনেমায় প্রথম নায়ক হন। এ পর্যন্ত ৬৫টির বেশি সিনেমার এই নায়ক উপহার দিয়েছেন অনেক ব্লকবাস্টার। শুধু দক্ষিণে নয়, ভারতজুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। অরম্যাক্স পাওয়ার রেটিং অনুযায়ী, ২০২৩ সালে ভারতের সেরা দশ নায়কের তালিকায় শাহরুখ খানের পাশাপাশি তাঁর অবস্থান। তবে এই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি আর মাত্র দুটি সিনেমার পর। অভিনয় থেকে অবসর নিয়ে পুরোটা সময় রাজনীতি নিয়েই থাকবেন।
কেন বিজয় রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিলেন? সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে বিজয় লিখেছেন, ‘দেশের রাজনৈতিক অবস্থা কী, সেটা আপনারা জানেন। একদিকে প্রশাসনিক উদাসীনতা আর দুর্নীতি, অন্যদিকে রয়েছে ধর্মের বিভেদ। একটা স্বার্থহীন, স্বচ্ছ, বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত সরকার এই মুহূর্তে তামিলনাডুতে দরকার। এত দিন এখানকার মানুষ যে ভালোবাসায় আমাকে ভরিয়ে দিয়েছেন, তাঁদের সেই ভালোবাসা আমি ফিরিয়ে দিতে চাই। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার কাছে পার্টির নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছি।’
জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা বিজয় শুরু করেছেন আগেই। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনা মূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি, সান্ধ্যকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপ তিনি অনেক আগেই নিয়েছেন। বিজয় চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন, অনেক অভিনয়শিল্পী যেমনটা করেন।
তবে রাজনীতিতে পুরোটা সময় দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছেন বিজয়। তাই এখন থেকে তিনি শুধুই রাজনীতি নিয়ে থাকতে চান। তাঁর এ সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে দেখছেন ভক্তরা। অনেকে বলছেন, বিজয় যে পথ দেখালেন, তাতে তারকাদের রাজনীতিতে আসার ট্রেন্ডে কিছুটা হলেও পরিবর্তন দেখা যাবে।
তামিল সুপারস্টার থালাপতি বিজয় নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন গত শুক্রবার। তিনি রাজনীতিতে আসছেন, এ খবর আগেই জানা গিয়েছিল। শুক্রবার জানালেন, তাঁর রাজনৈতিক দলের নাম ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’। এখন থেকেই বিজয় প্রস্তুতি শুরু করেছেন ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য।
বিজয়ের বয়স এখন ৪৯। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন। ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ সিনেমায় প্রথম নায়ক হন। এ পর্যন্ত ৬৫টির বেশি সিনেমার এই নায়ক উপহার দিয়েছেন অনেক ব্লকবাস্টার। শুধু দক্ষিণে নয়, ভারতজুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। অরম্যাক্স পাওয়ার রেটিং অনুযায়ী, ২০২৩ সালে ভারতের সেরা দশ নায়কের তালিকায় শাহরুখ খানের পাশাপাশি তাঁর অবস্থান। তবে এই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি আর মাত্র দুটি সিনেমার পর। অভিনয় থেকে অবসর নিয়ে পুরোটা সময় রাজনীতি নিয়েই থাকবেন।
কেন বিজয় রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিলেন? সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে বিজয় লিখেছেন, ‘দেশের রাজনৈতিক অবস্থা কী, সেটা আপনারা জানেন। একদিকে প্রশাসনিক উদাসীনতা আর দুর্নীতি, অন্যদিকে রয়েছে ধর্মের বিভেদ। একটা স্বার্থহীন, স্বচ্ছ, বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত সরকার এই মুহূর্তে তামিলনাডুতে দরকার। এত দিন এখানকার মানুষ যে ভালোবাসায় আমাকে ভরিয়ে দিয়েছেন, তাঁদের সেই ভালোবাসা আমি ফিরিয়ে দিতে চাই। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার কাছে পার্টির নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছি।’
জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা বিজয় শুরু করেছেন আগেই। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনা মূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি, সান্ধ্যকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপ তিনি অনেক আগেই নিয়েছেন। বিজয় চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন, অনেক অভিনয়শিল্পী যেমনটা করেন।
তবে রাজনীতিতে পুরোটা সময় দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছেন বিজয়। তাই এখন থেকে তিনি শুধুই রাজনীতি নিয়ে থাকতে চান। তাঁর এ সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে দেখছেন ভক্তরা। অনেকে বলছেন, বিজয় যে পথ দেখালেন, তাতে তারকাদের রাজনীতিতে আসার ট্রেন্ডে কিছুটা হলেও পরিবর্তন দেখা যাবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে