ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
কৃষিবিদ আল আমিন বলেছেন, দেশে মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পোলট্রি শিল্প। গতকাল বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাড়াবাড়ি-তাড়াতাড়ি এ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে আমান ফিডের আয়োজনে আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ এর আয়োজন করে।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ৷ অনুষ্ঠানে উপস্থিতি ব্যক্তিদের উদ্দেশ্যে উদ্যোগী হতে ও খামারিদের করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা ও চিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমান ফিডের ডিজিএম কৃষিবিদ আল আমিন। তিনি বলেন, একসময় এ দেশের অনেক পরিবারের মানুষ একটি ডিমকে চার ভাগ করে খেতে হতো। মুরগি রান্না হতো জামাই কিংবা বিশেষ কোনো মেহমানের আগমন উপলক্ষে। কিন্তু বর্তমানে দেশের সবচেয়ে দরিদ্র লোকটিও একটি ডিম ও মুরগি খেতে পারেন। এটি সম্ভব হয়েছে দেশের ফিড তথা, মৎস্য ও পোলট্রি খাতের বিকাশের কারণে।
কৃষিবিদ আল আমিন বলেন, জীবনে সফলতা পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সততার সঙ্গে। ঝুঁকি নিতে হবে। সফলতা কখনো একা একা আসে না। সাধনার মাধ্যমে তাকে আনতে হয়। খাদ্যের অন্যতম উপাদান প্রাণীজ আমিষের জোগান আসে মাছ ও গবাদিপশু থেকে। গবাদিপশু এখন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পালন করতে হয়। যার জন্য অবশ্যই শিক্ষার প্রয়োজন হয়। তাই উদ্যোগী হতে হবে। একজন উদ্যোগী খামারির আয়কৃত অর্থ দিয়েই কয়েকটি পরিবার সংসার পরিচালনা করে থাকেন।
উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুছ আহমেদের সভাপতিত্বে ও আমান ফিডের ম্যানেজার মিজানুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমান ফিডের জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী শহিদুল হক আফসারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের আমান ফিডের পরিবেশক ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ আল আমিন বলেছেন, দেশে মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পোলট্রি শিল্প। গতকাল বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাড়াবাড়ি-তাড়াতাড়ি এ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে আমান ফিডের আয়োজনে আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ এর আয়োজন করে।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ৷ অনুষ্ঠানে উপস্থিতি ব্যক্তিদের উদ্দেশ্যে উদ্যোগী হতে ও খামারিদের করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা ও চিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমান ফিডের ডিজিএম কৃষিবিদ আল আমিন। তিনি বলেন, একসময় এ দেশের অনেক পরিবারের মানুষ একটি ডিমকে চার ভাগ করে খেতে হতো। মুরগি রান্না হতো জামাই কিংবা বিশেষ কোনো মেহমানের আগমন উপলক্ষে। কিন্তু বর্তমানে দেশের সবচেয়ে দরিদ্র লোকটিও একটি ডিম ও মুরগি খেতে পারেন। এটি সম্ভব হয়েছে দেশের ফিড তথা, মৎস্য ও পোলট্রি খাতের বিকাশের কারণে।
কৃষিবিদ আল আমিন বলেন, জীবনে সফলতা পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সততার সঙ্গে। ঝুঁকি নিতে হবে। সফলতা কখনো একা একা আসে না। সাধনার মাধ্যমে তাকে আনতে হয়। খাদ্যের অন্যতম উপাদান প্রাণীজ আমিষের জোগান আসে মাছ ও গবাদিপশু থেকে। গবাদিপশু এখন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পালন করতে হয়। যার জন্য অবশ্যই শিক্ষার প্রয়োজন হয়। তাই উদ্যোগী হতে হবে। একজন উদ্যোগী খামারির আয়কৃত অর্থ দিয়েই কয়েকটি পরিবার সংসার পরিচালনা করে থাকেন।
উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুছ আহমেদের সভাপতিত্বে ও আমান ফিডের ম্যানেজার মিজানুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমান ফিডের জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী শহিদুল হক আফসারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের আমান ফিডের পরিবেশক ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে