বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে জমির সীমানা বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যার এ ঘটনায় গ্রেপ্তার একজনের ছেলে রাসেল ইকবাল বাবার মুক্তির দাবিতে থানায় গিয়ে ফেসবুক লাইভে এসে বিষ পান করেন।
রাসেল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজার এলাকার আবুল কাসেম ও কাসেম আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে অনেকবার সালিস বৈঠকও হয়। গত বুধবার বেলা দেড়টার দিকে টিউবওয়েলের পানি পুকুরে পড়া ও পাইপ বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামে দুজন নিহত হন। আহত হন কামাল হোসেন (৫০), মঞ্জুরুল আলম (৪০) ও মো. বাহাদুর (৩২)। ঘটনাস্থল থেকেই পুলিশ ছাত্রলীগ নেতা রাসেল ইকবালের বাবা মো. সিদ্দিকসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার সন্ধ্যায় নিহত আবদুল খালেকের মা মমতাজ বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় কাশেম আলীর ছেলে মো. বাহাদুরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়। বুধবার রাতে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে গ্রেপ্তার হন মোট চারজন। তাঁরা হলেন মো. বাহাদুর (৩২), মঞ্জুরুল আলম (৪০), মো. সিদ্দিক (৫০) ও জাকের আহমদ (৪৬)।
এদিকে, গ্রেপ্তার সিদ্দিকের ছেলে ছাত্রলীগ নেতা রাসেল ইকবাল বাবাকে ছাড়াতে বুধবার বিকেল ৪টার দিকে থানায় যান। থানায় ঢোকার আগে থেকেই তিনি মোবাইলে ফেসবুক লাইভ চালু করেন। নিজেকে জেলা ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তিনি তাঁর বাবাকে ছেড়ে দেওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের হুমকি-ধমকি দেওয়া শুরু করেন। এক পর্যায়ে তিনি সঙ্গে নেওয়া বিষ পান করেন। তখন পুলিশ তাঁর মুঠোফোন কেড়ে নেয় এবং তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাসেল ইকবাল যখন থানায় গিয়েছিলেন, তখন থানায় দায়ত্বিপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক (এসআই) তসলিমা জান্নাত। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে তিনি থানার মধ্যে ওই ছাত্রলীগ নেতার বিষ খাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তাহলে তাঁকে হাসপাতালে নিতে হলো কেন—এ প্রশ্নের তিনি কোনো জবাব দেননি।
মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, খুনের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে জমির সীমানা বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যার এ ঘটনায় গ্রেপ্তার একজনের ছেলে রাসেল ইকবাল বাবার মুক্তির দাবিতে থানায় গিয়ে ফেসবুক লাইভে এসে বিষ পান করেন।
রাসেল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজার এলাকার আবুল কাসেম ও কাসেম আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে অনেকবার সালিস বৈঠকও হয়। গত বুধবার বেলা দেড়টার দিকে টিউবওয়েলের পানি পুকুরে পড়া ও পাইপ বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামে দুজন নিহত হন। আহত হন কামাল হোসেন (৫০), মঞ্জুরুল আলম (৪০) ও মো. বাহাদুর (৩২)। ঘটনাস্থল থেকেই পুলিশ ছাত্রলীগ নেতা রাসেল ইকবালের বাবা মো. সিদ্দিকসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার সন্ধ্যায় নিহত আবদুল খালেকের মা মমতাজ বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় কাশেম আলীর ছেলে মো. বাহাদুরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়। বুধবার রাতে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে গ্রেপ্তার হন মোট চারজন। তাঁরা হলেন মো. বাহাদুর (৩২), মঞ্জুরুল আলম (৪০), মো. সিদ্দিক (৫০) ও জাকের আহমদ (৪৬)।
এদিকে, গ্রেপ্তার সিদ্দিকের ছেলে ছাত্রলীগ নেতা রাসেল ইকবাল বাবাকে ছাড়াতে বুধবার বিকেল ৪টার দিকে থানায় যান। থানায় ঢোকার আগে থেকেই তিনি মোবাইলে ফেসবুক লাইভ চালু করেন। নিজেকে জেলা ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তিনি তাঁর বাবাকে ছেড়ে দেওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের হুমকি-ধমকি দেওয়া শুরু করেন। এক পর্যায়ে তিনি সঙ্গে নেওয়া বিষ পান করেন। তখন পুলিশ তাঁর মুঠোফোন কেড়ে নেয় এবং তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাসেল ইকবাল যখন থানায় গিয়েছিলেন, তখন থানায় দায়ত্বিপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক (এসআই) তসলিমা জান্নাত। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে তিনি থানার মধ্যে ওই ছাত্রলীগ নেতার বিষ খাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তাহলে তাঁকে হাসপাতালে নিতে হলো কেন—এ প্রশ্নের তিনি কোনো জবাব দেননি।
মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, খুনের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে