সমির মল্লিক, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে টার্মিনাল না থাকায় বাসস্টেশনে ট্রাক রাখা হচ্ছে। পার্কিংয়ের জায়গার সংকটে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কেই বাস, ট্রাক পার্কিং করা হচ্ছে। এতে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী সেতু পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে।
এদিকে অর্থসংকটে নতুন টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে পারছে না পৌরসভা। এতে ভোগান্তি পোহাচ্ছেন পরিবহন শ্রমিক-চালকসহ সাধারণ মানুষ।
খাগড়াছড়ি জেলা ট্রাক সমিতি ও পরিবহন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটন শহর খাগড়াছড়িতে প্রতিদিন ৫ শতাধিক ট্রাক ও ১ হাজারের বেশি দূরপাল্লার বাস দেশে বিভিন্ন প্রান্তে চলাচল করে। ২০ বছরের পুরোনো জেলার বাস টার্মিনালটি ছোট। তবে ট্রাকের জন্য আলাদা কোনো টার্মিনাল নেই। এতে বাধ্য হয়ে মালবাহী বা খালি ট্রাক গাদাগাদি করে বাস টার্মিনালে রাখা হচ্ছে। স্থানসংকুলান না হওয়ায় যাত্রাবাহী বাস ও ট্রাক সড়কের ওপর পার্কিং করা হয়। এতে তৈরি হচ্ছে যানজট। এ জন্য ট্রাক টার্মিনাল না থাকাকে দায়ী করেছেন চালকেরা।
ট্রাকচালক মো. আনোয়ার হোসেন ও মো. নুরুন্নবী বলেন, খাগড়াছড়িতে ৫০০-৬০০ ট্রাক আছে। কিন্তু টার্মিনাল না থাকায় বাস রাখায় স্থানেই ট্রাক রাখতে হয়। অনেক সময় এ নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে তাঁদের ঝগড়া হয়।
ট্রাকচালকেরা অভিযোগ করেন, কোথাও গাড়ি ধোয়ার জায়গা নেই। চালকদের গোসলের জন্য কোনো শৌচাগার নেই। ব্যবস্থা না থাকায় তাঁরা ঠিকমতো ঘুমাতেও পারেন না। একইভাবে টার্মিনালে শ্রমিকদের কোনো সুবিধা নেই। অথচ তাঁরা পৌর কর দিয়ে যাচ্ছেন।
এদিকে ছোট বাস টার্মিনালে ট্রাক রাখার কারণে সড়কে বাস পার্কিং করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ বাস চালকেরা। তাঁদের অভিযোগ, পৌরসভাকে কর দিলেও তাঁরা সেবা পাচ্ছেন না।
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বাসচালক মো. তোফায়েল, হাসান ও লাইন নিয়ন্ত্রক মো. বারেক বলেন, এমনিতেই বাস টার্মিনালে জায়গা কম। তার ওপর ট্রাক রাখার কারণে রাস্তার ওপর বাস রাখতে তাঁরা বাধ্য হন। এ জন্য অনেক সময় ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে।
ওই বাসচালকেরা অভিযোগ করেন, পৌর টার্মিনালটি অপরিচ্ছন্ন। পৌরসভাকে কর দিলেও তাঁরা টার্মিনাল পরিচ্ছন্ন রাখে না। তা ছাড়া টার্মিনালে পরিবহনশ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা নেই। একটা ভালো শৌচাগার নেই। তাঁদের দাবি, ট্রাকের জন্য আলাদা টার্মিনাল করে দেওয়া হোক। ট্রাক টার্মিনাল হলে স্বচ্ছন্দে গাড়ি রাখতে পারবেন।
এদিকে টার্মিনালসংকটে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী সেতু পর্যন্ত যানজট তৈরি হচ্ছে। দ্রুত টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন পরিবহন নেতারা। খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন বলেন, ‘পর্যটনকেন্দ্র গড়ে ওঠার পর থেকে খাগড়াছড়িতে পরিবহনের চাপ বেড়েছে। টার্মিনালসংকটে ২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। আলাদা টার্মিনাল না থাকায় বাস টার্মিনালে ট্রাক রাখছে। বিকল্প উপায় না থাকায় ট্রাকচালকদের অন্যত্র ট্রাক রাখার জন্য জোর করতে পারছি না।’
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধর বলেন, ‘যানজট কমাতে অচিরেই ট্রাক টার্মিনাল তৈরি করতে হবে।’
এদিকে সংকট নিরসনে জেলা শহরের জিরো মাইল এলাকায় অর্ধকোটি টাকা ব্যয়ে এক একর জায়গা কিনেছে পৌরসভা। তবে অর্থসংকটে নির্মাণকাজ শুরু করতে পারছে না পৌরসভা।
জানতে চাইলে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি পৌর মডেল ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য ২৫-৩০ কোটি টাকা প্রয়োজন। খাগড়াছড়িতে একটি আধুনিক মডেল পৌর ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় সহযোগিতাও পেলে আমরা কাজ শুরু করতে পারতাম।’
খাগড়াছড়িতে টার্মিনাল না থাকায় বাসস্টেশনে ট্রাক রাখা হচ্ছে। পার্কিংয়ের জায়গার সংকটে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কেই বাস, ট্রাক পার্কিং করা হচ্ছে। এতে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী সেতু পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে।
এদিকে অর্থসংকটে নতুন টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে পারছে না পৌরসভা। এতে ভোগান্তি পোহাচ্ছেন পরিবহন শ্রমিক-চালকসহ সাধারণ মানুষ।
খাগড়াছড়ি জেলা ট্রাক সমিতি ও পরিবহন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটন শহর খাগড়াছড়িতে প্রতিদিন ৫ শতাধিক ট্রাক ও ১ হাজারের বেশি দূরপাল্লার বাস দেশে বিভিন্ন প্রান্তে চলাচল করে। ২০ বছরের পুরোনো জেলার বাস টার্মিনালটি ছোট। তবে ট্রাকের জন্য আলাদা কোনো টার্মিনাল নেই। এতে বাধ্য হয়ে মালবাহী বা খালি ট্রাক গাদাগাদি করে বাস টার্মিনালে রাখা হচ্ছে। স্থানসংকুলান না হওয়ায় যাত্রাবাহী বাস ও ট্রাক সড়কের ওপর পার্কিং করা হয়। এতে তৈরি হচ্ছে যানজট। এ জন্য ট্রাক টার্মিনাল না থাকাকে দায়ী করেছেন চালকেরা।
ট্রাকচালক মো. আনোয়ার হোসেন ও মো. নুরুন্নবী বলেন, খাগড়াছড়িতে ৫০০-৬০০ ট্রাক আছে। কিন্তু টার্মিনাল না থাকায় বাস রাখায় স্থানেই ট্রাক রাখতে হয়। অনেক সময় এ নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে তাঁদের ঝগড়া হয়।
ট্রাকচালকেরা অভিযোগ করেন, কোথাও গাড়ি ধোয়ার জায়গা নেই। চালকদের গোসলের জন্য কোনো শৌচাগার নেই। ব্যবস্থা না থাকায় তাঁরা ঠিকমতো ঘুমাতেও পারেন না। একইভাবে টার্মিনালে শ্রমিকদের কোনো সুবিধা নেই। অথচ তাঁরা পৌর কর দিয়ে যাচ্ছেন।
এদিকে ছোট বাস টার্মিনালে ট্রাক রাখার কারণে সড়কে বাস পার্কিং করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ বাস চালকেরা। তাঁদের অভিযোগ, পৌরসভাকে কর দিলেও তাঁরা সেবা পাচ্ছেন না।
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বাসচালক মো. তোফায়েল, হাসান ও লাইন নিয়ন্ত্রক মো. বারেক বলেন, এমনিতেই বাস টার্মিনালে জায়গা কম। তার ওপর ট্রাক রাখার কারণে রাস্তার ওপর বাস রাখতে তাঁরা বাধ্য হন। এ জন্য অনেক সময় ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে।
ওই বাসচালকেরা অভিযোগ করেন, পৌর টার্মিনালটি অপরিচ্ছন্ন। পৌরসভাকে কর দিলেও তাঁরা টার্মিনাল পরিচ্ছন্ন রাখে না। তা ছাড়া টার্মিনালে পরিবহনশ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা নেই। একটা ভালো শৌচাগার নেই। তাঁদের দাবি, ট্রাকের জন্য আলাদা টার্মিনাল করে দেওয়া হোক। ট্রাক টার্মিনাল হলে স্বচ্ছন্দে গাড়ি রাখতে পারবেন।
এদিকে টার্মিনালসংকটে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী সেতু পর্যন্ত যানজট তৈরি হচ্ছে। দ্রুত টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন পরিবহন নেতারা। খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন বলেন, ‘পর্যটনকেন্দ্র গড়ে ওঠার পর থেকে খাগড়াছড়িতে পরিবহনের চাপ বেড়েছে। টার্মিনালসংকটে ২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। আলাদা টার্মিনাল না থাকায় বাস টার্মিনালে ট্রাক রাখছে। বিকল্প উপায় না থাকায় ট্রাকচালকদের অন্যত্র ট্রাক রাখার জন্য জোর করতে পারছি না।’
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধর বলেন, ‘যানজট কমাতে অচিরেই ট্রাক টার্মিনাল তৈরি করতে হবে।’
এদিকে সংকট নিরসনে জেলা শহরের জিরো মাইল এলাকায় অর্ধকোটি টাকা ব্যয়ে এক একর জায়গা কিনেছে পৌরসভা। তবে অর্থসংকটে নির্মাণকাজ শুরু করতে পারছে না পৌরসভা।
জানতে চাইলে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি পৌর মডেল ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য ২৫-৩০ কোটি টাকা প্রয়োজন। খাগড়াছড়িতে একটি আধুনিক মডেল পৌর ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় সহযোগিতাও পেলে আমরা কাজ শুরু করতে পারতাম।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে