ঢাবি প্রতিনিধি
অমর একুশে ফেব্রুয়ারি সামনে রেখে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পীর রংতুলির আঁচড়ে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার এলাকায় চলছে দেয়াললিখন, আলপনা ও ধোয়ামোছার কাজ।
সরেজমিন দেখা যায়, শহীদ মিনার এলাকার দেয়ালগুলো ধুয়েমুছে রং করানো হচ্ছে। এর ওপরে আলপনা করছেন শিল্পীরা, লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্লোগান, ভাষা নিয়ে লেখা বিভিন্ন কবি-সাহিত্যিকদের কবিতা, শ্লোক ও বিশেষ পঙ্ক্তি। অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকাতে দেওয়া হচ্ছে নিরাপত্তাবেষ্টনী, নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
আলপনার কাজে নিয়োজিত শেখ সাব্বির নামের এক শিল্পী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নতুন প্রজন্ম। আমরা যদি কাজগুলো না করি তাহলে ধীরে ধীরে আমাদের ঐতিহ্য-সংস্কৃতি হারিয়ে যাবে। দায়িত্ববোধ, দেশ ও বাংলা ভাষার প্রতি ভালোবাসার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও কাজ করছি।’
আলপনা, দেয়াললিখনের সার্বিক তত্ত্বাবধানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়েছে পাকিস্তান আমলে। তখন থেকে এটিকে ইসলামি চরিত্র দিতে একটি গোষ্ঠী মরিয়া ছিল। স্বাধীনতাযুদ্ধের পরও তারা সেই চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে ধর্ম থেকে মুক্ত করে ধর্মনিরপেক্ষ চরিত্রের রূপ দেওয়ার লড়াইয়ের অংশ হিসেবে আলপনা ও দেয়াললিখনের এ আন্দোলন।
সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এ কে এম গোলাম রাব্বানী বলেন, এটি রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠান, তাই রাষ্ট্রীয় আকারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র্যাব ও ডিএমপির নিরাপত্তাবলয় থাকবে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তার অংশ হিসেবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
রুটম্যাপ-নির্দেশনা: এদিকে এবার ২১ ফেব্রুয়ারিতে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে দুজন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঁচজন ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এ ছাড়া মাস্ক, দুই ডোজ করোনার টিকা ও টিকা সনদ সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান উপাচার্য।
মো. আখতারুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় তিন ফুট পরপর চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুসরণ করে সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ক্ষেত্রে যথাযথভাবে রুটম্যাপ অনুসরণ করতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করতে এলে তাঁদের জন্য কোনো ব্যবস্থা থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আমাদের কাছে তথ্য দেওয়া হলে নিরাপত্তাব্যবস্থায় যাঁরা দায়িত্বে থাকবেন তাঁরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন।’
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুশৃঙ্খলভাবে যাতায়াতের জন্য একটি রুটম্যাপ তৈরি করেছে অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি ২০২২। একুশের প্রথম প্রহর থেকে সর্বসাধারণকে এ রুটম্যাপ মেনেই শহীদ মিনারে যেতে হবে।
টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিববাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। ভিসি ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চানখারপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তাও জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।
অমর একুশে ফেব্রুয়ারি সামনে রেখে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পীর রংতুলির আঁচড়ে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার এলাকায় চলছে দেয়াললিখন, আলপনা ও ধোয়ামোছার কাজ।
সরেজমিন দেখা যায়, শহীদ মিনার এলাকার দেয়ালগুলো ধুয়েমুছে রং করানো হচ্ছে। এর ওপরে আলপনা করছেন শিল্পীরা, লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্লোগান, ভাষা নিয়ে লেখা বিভিন্ন কবি-সাহিত্যিকদের কবিতা, শ্লোক ও বিশেষ পঙ্ক্তি। অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকাতে দেওয়া হচ্ছে নিরাপত্তাবেষ্টনী, নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
আলপনার কাজে নিয়োজিত শেখ সাব্বির নামের এক শিল্পী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নতুন প্রজন্ম। আমরা যদি কাজগুলো না করি তাহলে ধীরে ধীরে আমাদের ঐতিহ্য-সংস্কৃতি হারিয়ে যাবে। দায়িত্ববোধ, দেশ ও বাংলা ভাষার প্রতি ভালোবাসার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও কাজ করছি।’
আলপনা, দেয়াললিখনের সার্বিক তত্ত্বাবধানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়েছে পাকিস্তান আমলে। তখন থেকে এটিকে ইসলামি চরিত্র দিতে একটি গোষ্ঠী মরিয়া ছিল। স্বাধীনতাযুদ্ধের পরও তারা সেই চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে ধর্ম থেকে মুক্ত করে ধর্মনিরপেক্ষ চরিত্রের রূপ দেওয়ার লড়াইয়ের অংশ হিসেবে আলপনা ও দেয়াললিখনের এ আন্দোলন।
সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এ কে এম গোলাম রাব্বানী বলেন, এটি রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠান, তাই রাষ্ট্রীয় আকারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র্যাব ও ডিএমপির নিরাপত্তাবলয় থাকবে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তার অংশ হিসেবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
রুটম্যাপ-নির্দেশনা: এদিকে এবার ২১ ফেব্রুয়ারিতে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে দুজন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঁচজন ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এ ছাড়া মাস্ক, দুই ডোজ করোনার টিকা ও টিকা সনদ সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান উপাচার্য।
মো. আখতারুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় তিন ফুট পরপর চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুসরণ করে সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ক্ষেত্রে যথাযথভাবে রুটম্যাপ অনুসরণ করতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করতে এলে তাঁদের জন্য কোনো ব্যবস্থা থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আমাদের কাছে তথ্য দেওয়া হলে নিরাপত্তাব্যবস্থায় যাঁরা দায়িত্বে থাকবেন তাঁরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন।’
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুশৃঙ্খলভাবে যাতায়াতের জন্য একটি রুটম্যাপ তৈরি করেছে অমর একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি ২০২২। একুশের প্রথম প্রহর থেকে সর্বসাধারণকে এ রুটম্যাপ মেনেই শহীদ মিনারে যেতে হবে।
টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিববাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। ভিসি ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চানখারপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তাও জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে